ফ্রী ফায়ার খেললে কি ক্ষতি হয় | ফ্রী ফায়ার খেলে মৃত্যু

    ফ্রী ফায়ার খেললে কি ক্ষতি হয়  ফ্রী ফায়ার খেলে মৃত্যু


    আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব ফ্রী ফায়ার খেললে কি কি ক্ষতি হয়। এবং সিভিল সার্জন এত কেন জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন এবং একটি খেলার কারণে আপনার শারীরিক ভাবে কি কি ক্ষতিগ্রস্থ হতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আসতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাছাড়াও আলোচনা করব ফ্রি ফায়ারের ভালো-খারাপ দুইটা দিক নিয়ে। তাহলে চলুন পর্যায়ক্রমিক শুরু করা যাক আজকের আলোচনা যে কিভাবে ফ্রী ফায়ার আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে।


    বর্তমানে অনলাইনের সবথেকে জনপ্রিয় গেম হলো ফ্রী ফায়ার এই গেমটি। এটি একটি অনলাইন ভিত্তিক ভিডিও গেম এটি সিঙ্গাপুর সার্ভার গেরিনা কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে বর্তমানে প্লে স্টোরের অন্যান্য গেম এর থেকে সবথেকে বেশি ব্যবহৃত এবং বেশি ডাউনলোড গেম ফ্রি ফায়ার। এটির প্রতিনিয়ত এখন পর্যন্ত মানুষ ডাউনলোড করে যাচ্ছে তবে বর্তমান সময়ে বাংলাদেশ এর কার্যক্রম বন্ধ থাকার পরেও এখন ভিপিএন দিয়ে খেলা যাচ্ছে তাছাড়াও সচারাচার এখন উন্মুক্ত হয়ে যাচ্ছে দিন দিন এই গেমটি।


    আমরা বর্তমানে পত্রপত্রিকাতে চোখ রাখলেই দেখতে পাচ্ছি যে ফ্রী ফায়ার গেম নিয়ে নানা রকমের আলোচনা আমাদের চোখের সামনে আসছে অথবা টিভি চ্যানেল এবং ইউটিউবে ঢুকলেই এই সমস্ত খবরগুলো আগে পাওয়া যাচ্ছে যে ফ্রী ফায়ার খেলতে গিয়ে এক বন্ধু আরেক বন্ধুর সাথে নানা রকম ঝগড়া বিবাদ তৈরি করছে এমন কি খুন পর্যন্ত হচ্ছে। তাই এর ভাল খারাপ দুইটা দিক নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব প্রথমে জেনে নেওয়া যাক ফ্রী ফায়ার এর বিস্তারিত তথ্য।


    ফ্রী ফায়ার ব্যাটেল রয়েল গেম। এখানে একাধিক প্লেয়ার একটি মাঠের ভিতরে নামিয়ে দেওয়া হয় এবং সেখানে অনলাইনের মাধ্যমে শুটিং করে আপনাকে সারভাইভ করে টিকে থাকতে হবে। এখানে যদি আপনি শেষ অবধি থাকতে পারেন তাহলে আপনি হবেন উইনার। কেবল শেষ পর্যন্ত একজনি টিকে থাকতে পারে অথবা টিমভিত্তিক খেললে আপনার যে কয়জন টিমে থাকবেন সে কয়জনই টিকে থাকতে পারেন অথবা আপনার টিমমেট ও টিকে থাকতে পারে।


    এখানে প্রথম অবস্থায় একটি প্লেন থেকে সর্ব মোট 50 জন প্লেয়ার কে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে নামিয়ে দেওয়া হয় তবে একেক জন একেক জনের সাথে এনিমি নামে পরিচিত হয়ে থাকে শুধুমাত্র টিমমেট বাদে। প্রত্যেকটি ম্যাচ পরিচালিত হয়ে থাকে দশ মিনিটের মধ্যে এই 10 মিনিটের মধ্যেই আপনাকে গ্রিন টি সম্পূর্ণভাবে শেষ করতে হবে। এ 10 মিনিটের মধ্যেই গেম এর ফলাফল পাওয়া যায়।


    তবে এর থেকে সামান্য পরিমাণ বেশি সময় লাগতে পারে এই গেমটির গেম-প্লে মূল উদ্দেশ্য হলো শেষ জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। পর্যায়ক্রমে আপনাকে বিভিন্নজনের মাধ্যমে নির্দিষ্ট এরিয়ার মধ্যে নিয়ে যাবে এবং তার মধ্যে আপনাকে সার্ভাইভ করতে হবে যত এরিয়া ছোট হবে ততো আপনার বেঁচে থাকার সম্ভাবনা কমে আসবে। পর্যায়ক্রমে একে অপরের সাথে যুদ্ধ বিধ্বস্ত হতে হবে এমনকি আপনি অন্য জনকে বিধ্বস্ত করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হয়।


    এইভাবে শেষ পর্যন্ত অপর পক্ষের টিমকে হারিয়ে আপনি নিজেই উইন হতে পারবেন এইভাবে পুরো গেমটি পরিচালিত হয়ে থাকে এই গেমের মধ্যে পুরোপুরি  সতর্কতার সহিত থাকতে হয় কেননা অপরপক্ষ দেখলেই আপনাকে নক করে দিতে পারে তাই সর্বদা খেয়াল এবং জন ধরে ধরে এগোতে হবে এইভাবে আপনি লাস্ট পর্যন্ত বাঁচতে পারলেও ইনার ঘোষণা করে দিবে।


    কেন সবাই ফ্রি ফায়ার খেলে

    সর্ব প্রথমে আসি যে বাচ্চারা কেন এত ফ্রি ফায়ার খেলো। এটি একটি এন্ড্রয়েড ফোন বা সাধারণ একটি নরমাল এন্ড্রয়েড ফোন হলে এই গেমটি ইন্সটল করা যায়। আর এই গেমটি মেগাবাইট কমিটি বেশি না তারমানে আপনার ফোনে যদি পর্যাপ্ত পরিমাণ এক জিবি এর মত জায়গা থাকে তাহলে আপনি আপনার মোবাইলে এই গেমটি ইন্সটল করে খুব সহজে খেলতে পারবেন। এ রিকোয়ারমেন্ট খুব একটা বেশি নয় এইজন্য সচারাচার মানুষ বেশিরভাগ সময়ই হুটহাট ডাউনলোড দিয়ে গেমটি খেলা শুরু করে দেয় একপর্যায়ে প্রথমে স্বাভাবিকভাবে খেলতে থাকলেও পরবর্তীতে এটা নেশায় পরিণত হয়ে যাই।


    কম এমবি এবং সবাই খেলতে পারে এইজন্য এই দিনটি এতটাই দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে তাছাড়াও বর্তমানে এই গেমের মাধ্যমে। টাকা-পয়সার মাধ্যমেও খেলাধুলা করছে এই গেমে। এক পক্ষ অপর পক্ষের সাথে কাস্টম ভাবে ম্যাচ তৈরি করে তারা বাজি ধরে এখানে গেম খেলছে তাই এই গেমটি প্রতিনিয়ত একজনের কাছে নেশায় পরিণত হচ্ছে। তাই চাইলেও কেউ একটি থেকে মুক্তি এতে অনেক কঠিন হচ্ছে তাই আজকে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই গেম থেকে মুক্তি পেতে হলে আপনাকে কি করতে হবে তাহলে চলুন পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক কি কি ক্ষতি হতে পারে।


    কিভাবে ব্যান হওয়া ফ্রী ফায়ার আইডি ব্যাক আনবেন | Freefire suspend Id Back


    বর্তমান সময়ে এখন সবার হাতেই এন্ড্রয়েড মোবাইল রয়েছে এবং সবথেকে দামি দামি কোনগুলো ইয়াং জেনারেশনের মানুষ গুলো ব্যবহার করে থাকে তাই তাদের মোবাইলে খুব সহজেই এই গেমটা ডাউনলোড দিয়ে খেলা যায় তাই সচারাচার সবাই এই গেমটি ডাউনলোড দিয়ে খেলছে এবং এর ইউজার সংখ্যা বেশি হওয়ায়। সঙ্গিসাথি বেশি পাওয়া যায় তাই যে কেউই এই গেমটা খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এই জন্য প্রতিনিয়ত এই গেমটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

    • এজেন্ট একেবারে সম্পুর্ন ফ্রী
    • এই গেমটি খেলতে খুব একটা জায়গার প্রয়োজন হয় না মোবাইলে
    • এ গেমটির মুভমেন্ট এবং চলাফেরা অনেকটাই সহজ
    • কম বাজেটের ফোনের মধ্যে গেমটি খেলা যায়
    • গেম এর ইউজার ইন্টারফেস অনেকটাই সহজ যেটা সবাই খেলতে পারে
    • এই গেমটি ইউজার সংখ্যা বেশি হওয়ায় সঙ্গী-সাথী বেশি পাওয়া যায়
    • এই গেমটি প্রতিনিয়ত আপডেট করে সহজ করে তুলছে
    • এই গেমটি খেলতে হলে বেশি এমবির প্রয়োজন পড়ে না
    • এই গেমটি খেলতে পূর্বকোণ ও দক্ষতা না থাকলেও খেলা যায়
    • এই গেমটি খেলতে হলে পর্যাপ্ত সময় দিতে হয়


     ফ্রী ফায়ার খেললে কি ক্ষতি হয় 

    ফ্রী ফায়ার গেম খেলব নানা রকমের সমস্যা তৈরি হয় সেটা আর্থিকভাবে সমস্যা তৈরি হয় অথবা পড়াশোনার জনিত সমস্যা তৈরি হয়। নানা রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়াও আপনার শ্রবণশক্তির সমস্যা হতে পারে আপনার মেধা সমস্যা হতে পারে নানা রকম সমস্যার দিক দেখা দিতে পারে তাই পর্যায়ক্রমে আমরা একটি লিস্ট আকারে আপনাদের কাছে তুলে ধরছি যে ফ্রি ফায়ার গেম খেললে কি কি ক্ষতি হতে পারে।


    • ফ্রী ফায়ার খেলার কারণেই পড়াশোনার ক্ষতি হয়
    • মেধা শক্তি কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে
    • খাওয়া-দাওয়ার প্রতি অনীহা চলে আসে
    • মেজাজ খিটখিটে এবং খুব তাড়াতাড়ি রাগ হতে পারে
    • শারীরিকভাবে অনেকটাই দুর্বল অনুভূত লাগতে পারে
    • এই গেমটি অনেকদিন খেলার কারণে চোখে কম দেখবে
    • দৈনন্দিন জীবনে বন্ধু-বান্ধবের সংখ্যা কমে আসবে
    • ফ্রী ফায়ার খেলার কারণে ঝগড়া-বিবাদ লাগার সম্ভাবনা থাকে
    • এই গেমটি খেলতে হলে অর্থের অপচয় হয়
    • টাকা পয়সা নেওয়ার জন্য পারিবারিকভাবে সমস্যা দেখা দিতে পারে
    • গেমের বিষয়টা বাহিরেও প্রতিফলিত হতে পারে


    তাছাড়া ওর নানা রকমের সমস্যা দেখা দিতে পারে এমনকি এমন ঘটনা পাওয়া যায় যে খেলা জনিত কারণে এলাকা অন্য এলাকার সবচেয়ে বড় রকমের গন্ডগোল সৃষ্টি হয়েছে অথবা বাজার ঘাটে বা রাস্তার আশেপাশে বিভিন্ন রকমের ছোটখাটো সমস্যা লেগে যায় এই গেম জনিত কারণ। আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় ফলো করলে দেখা যাচ্ছে টিম আকারে তারা নির্দিষ্ট কয়েকজন মিলে ফ্রী ফায়ার গেমটি খেলছে। এর মধ্যে অনেক গালিগালাজ করে থাকে।



    ফ্রী ফায়ার এত জনপ্রিয় হওয়ার কারণ কি

    প্রতিনিয়ত ফ্রী ফায়ার হাজার হাজার মানুষ ডাউনলোড করছে এবং এই গেমটি নতুনভাবে খেলা শুরু করছে। আর এই গেমটি প্রতিনিয়তঃ আপডেটের মাধ্যমে নতুন নতুন ক্যারেক্টার সহ বিভিন্ন মুড নিয়ে আসছে যার কারণে এই গেমটি খেলার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করছে এবং প্রতিনিয়ত খেয়েছে। আর এই গেমটি খেলার জন্য যে খুব একটা জায়গার প্রয়োজন আছে মোবাইলে তা কিন্তু নয় এটি একটি সাধারণ 5 থেকে 10 হাজার টাকার মোবাইল এর মধ্যেই এই গেমগুলো খেলা যাচ্ছে তাই প্রতিনিয়তই গেম এর চাহিদা মানুষের কাছে বৃদ্ধি পাচ্ছে।


    আর বর্তমানের ফ্রী ফায়ার তাদের নানা রকম প্রমোট এর মাধ্যমে এই পরিচালনা গুলো চালিয়ে যাচ্ছে। বর্তমানে ফ্রী ফায়ার বা গেরিনা কোম্পানির মাধ্যমে স্ট্রিমিং অপশন চালু করেছে যার মাধ্যমে আপনি স্ট্রিমিং করলে আপনার যদি ভালো অডিয়েন্স থাকে তাহলে এখান থেকে ইনকাম করার একটি সুযোগ তৈরি করে দিয়েছে তবে অবশ্যই আপনাকে ভালো গেম প্লে দিয়ে আপনাকে অডিয়েন্স নিয়ে আসতে হবে এই ভাবে যদি আপনি বেশি পরিমাণে অডিয়েন্স নিয়ে আসতে পারেন তাহলে আপনার মান্থলি একটা ইনকাম তৈরি হবে এইভাবে অনেকজন দিনটি জনপ্রিয় করে তুলেছে।


    এই গেমের ভিডিও তৈরি করে তারা ফেসবুকের মাধ্যমে অথবা ইউটিউব এর মাধ্যমে তারা প্লেলিস্ট আকারে ছেড়ে দিচ্ছে সেখান থেকে ইউজাররা গেম খেলে মজা নিচ্ছে এবং দেখে মজা নিচ্ছে তারা এখান থেকে গান শিখছে এইভাবে প্রতিনিয়তঃ এই গেমটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে তাই এই গেমটি এখন এমন একটি ব্যাপার হয়ে দাঁড়ায় সে যে প্রত্যেকটি মানুষের মোবাইলে অটোমেটিক ভাবে ভিডিও অথবা এডভেটাইজ সামনে চলে আসে তখন তারা খুব সহজেই সেটি ডাউনলোড দিয়ে ইন্সটল করে খেলতে লাগছে।


    টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায় |  টিকটক কিভাবে অটো লাইক নিতে পারবেন


    ছেলে মেয়েদের ফ্রী ফায়ার খেললে কি ক্ষতি হয়

    বর্তমানে ছেলে মেয়ে উভয়েই ফ্রী ফায়ার গেমে আসক্ত অন্যান্য দিন গুলোতে সাধারণত মেয়েদেরকে কম দেখা যায় তবে ফ্রী ফায়ার গেম এর সচারাচার মেয়েদেরকে বেশি দেখা যায় কারন তারা অল্প টাকায় ফোন করলেও খুব সহজেই গেমটি ইন্সটল করে খেলতে পারে আর এই গেমটি খেলার জন্য আপনাকে বেশি সময় দেওয়া লাগে না আপনি যদি 10 থেকে 20 মিনিট সময় দিতে পারেন তাহলে এর মধ্যে দু একটা গেম প্লে করে ফেলতে পারেন।


    এই ভাবেই বন্ধু-বান্ধবের মাধ্যমে প্রতিনিয়ত ছেলে মেয়ে উভয়েই এই গেমে আসক্ত হয়ে উঠছে তবে এই গেম খেলার কারণে অনেকেই নানা ধরনের বিবাদে জড়িয়ে পড়ছে অথবা গালিগালাজ করছে এমনকি বিভিন্ন ধরনের মন্তব্যের কারণে ও তাদের মধ্যে একটি রাগান্বিত ভাব চলে আসছে এই ভাবেই গেমটি প্রতিনিয়ত ছেলেমেয়েদেরকে ক্ষতি করে ফেলছে।


    তার থেকেও বড় সমস্যা হল এই গেমটি অতিরিক্ত খেলার কারণে পড়াশোনার প্রতি অনীহা চলে আসছে এমনকি আপনি যখন পড়তে বসবেন তখন এই গানের কথা মনে পড়লে তারা আবার পুনরায় গেম খেলার দিকে ঝুঁকে পড়ছে তখন পড়াশোনা একেবারে গোল্লায় যাচ্ছে।


     এই ভাবে দিন দিন ফ্রি ফায়ার গেমে আসক্ত হওয়ার কারণে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে আপনার শারীরিকভাবে সমস্যা দেখা দিতে পারে এবং আর্থিকভাবেও সমস্যা দেখা দিতে পারে কারণ এই গেমটি খেলতে হলে কিছুটা টাকা প্রয়োজন আছে আপনি যখন বিভিন্ন ক্রিয়েট ওপেন করবেন তখন এ সমস্ত টাকা দিয়ে আপনাকে ডায়মন্ড টপ আপ করা লাগবে আর সেই ডায়মন্ড আপনাকে এই গেমের ক্যারেক্টার সহ বিভিন্ন ড্রেস কিনতে পারবেন।


    আর্থিকভাবে কিভাবে ক্ষতি করে ফ্রী ফায়ার

    গেমটি খেলতে হলে ডায়মন্ডের প্রয়োজন আছে কারণ দিয়ে বিভিন্ন ক্রিয়েট ওপেন করতে হবে এবং আপনার ব্রেস্ট বা গানের স্কিন কিনতে হবে যা আপনার গেমের মধ্যে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং কালারফুল এবং সুন্দর দেখাবে এবং আপনাকে প্রফেশনাল লুক দিবে এজন্য তারা টাকা দিয়ে এ সমস্ত স্কিন কিনে নেয়। একটি কিনার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনি এগুলো কিনতে পারবেন এবং আপনার প্রফেশনাল ভাব দেখানোর জন্য এটা করে থাকে।


    এখানে 1000 টাকা থেকে শুরু করে অনেকেই লাখ লাখ টাকা পর্যন্ত শেষ করে দিচ্ছে এমনকি এমনও হয়েছে যে এক একজনের আইডিতে 5 লাখ 10 লাখ পর্যন্ত খরচ করেছে তারা শেষ পর্যন্ত বিভিন্ন টুলস ব্যবহারের কারণে আবার পুনরায় গেমের একাউন্ট সাসপেন্ড হয়ে গেছে এমনও দেখা গিয়েছে তাই অবশ্যই এসমস্ত টাকা পয়সা পোড়ানোর আগে একবার নিজের দিকটা বিবেচনা করবেন যে আপনি এই গেমের পিছনে কত টাকা খরচ করছেন।


    আর এত টাকা খরচ করার পরেও আপনাকে কতটা তারা বেনিফিট দিচ্ছে এবং আছি সেখান থেকে কত টাকা আয় করতে পারছেন যারা না হয় স্টিলিং করেছে তাদের বিষয়টা আলাদা কিন্তু আপনার ক্ষেত্রে সম্পূর্ণ একটি আলাদা বিষয় কারণ আপনার দ্বারা ইনকাম হয় নাই গেম খেলার মাধ্যমে। গেম খেলার মাধ্যমে শুধু আপনার সময় যাচ্ছে পাশাপাশি আপনার পড়াশোনা যাচ্ছে এবং অন্যান্য কাজকর্ম হতে আপনি বিরত থাকছেন তাই অবশ্যই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই বিষয়টি নজরে রাখবেন।


    ফ্রি ফায়ার রেডিম কোড টুডে নিউ |


    ফ্রি ফায়ারের ভালো-খারাপ দুইটা দিক

    বর্তমানে ফ্রি ফায়ারে ভালো-খারাপ দুইটা দিক বলতে গেলে খারাপের দিকটাই বেশি ভালো দিকটা একেবারে নেই বললেই চলে কারন যারা একলা মানুষ বসে থাকেন কাজ কাম নাই তাদের বেলায় যদি অল্প কিছু মাত্রায় খেলে তাহলে তার সময় পাস কিন্তু যারা এটা নেশার মত খেলে তাদের শারীরিক ভাবে কোনো আর্থিক ভাবে বিভিন্ন রকমের খারাপ হয়ে থাকে কারণ এই গেমটি খেলার কারণে অনেকের শারীরিকভাবে বিভিন্ন ইফেক্ট দেখা দিতে পারে যেমন চোখের সমস্যা কানের সমস্যা এমনকি শারীরিক চরিত্রের পরিবর্তন হতে পারে যেমন বেশি গালাগালি করা অথবা মেজাজ খিটখিটে হওয়া।


    এই সমস্ত বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে খারাপের দিকটাই বেশি আর ভালোর দিকটা হলো যাতে পর্যাপ্ত সময় আছে এবং যারা ছোট থেকে গেম খেলে আসছে এবং তাদের টাকা পয়সার কোন অভাব নেই তারা বড় কোন ইস্টিমার হতে পারে অথবা গেম প্লে করে হাজার হাজার ডলার ইনকাম করার জন্য খেলছে তাদের বিষয়টি আলাদা কিন্তু আপনার ভাল মোবাইল নেই পর্যাপ্ত সময় নেই পর্যাপ্ত টাকা নেই তাহলে আপনার জন্য ফ্রি ফায়ার গেম খেলা টা একেবারেই উচিত না আপনাকে অন্য কোন লাইন ঘাট দেখে সেই সমস্ত কাজে লেগে যাওয়া উচিত।


     ফ্রী ফায়ার খেলে মৃত্যু

    আমাদের পত্রপত্রিকাতে বিভিন্ন খবরা-খবর আসে যে বিভিন্ন এলাকায় ফ্রী ফায়ার জনিত কারণে সংঘর্ষ হয়েছে এক দল আরেক দলের সঙ্গে লাঠিপেটা সহ বিভিন্ন ধরনের মার্কেটের খবর পাওয়া যায় এমনকি তার মধ্যে আহত এবং হতাহতের ঘটনা পাওয়া গিয়েছে আমাদের নিউজ চ্যানেল খুললে সাধারণত চোখের সামনে বর্তমানে গুলো আসছে তবে বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এইমাত্র গেল বেশি ছড়াচ্ছে।


    বাংলাদেশের কিছুদিন আগে গেম খেলা উদ্দেশ্য করে মায়ের কাছ থেকে ফোন কেনার জন্য টাকা চেয়েছে তখন মা যখন টাকা দেয়নি তখন মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এমন ঘটনাও পত্রিকা কে প্রকাশ হয়েছিল তারপরে ইন্ডিয়াতে বর্তমানে এমন একটি ঘটনা ঘটেছে তার বন্ধুকে গেম খেলার কারণে হত্যা করেছে এই ফ্রী ফায়ার গেম কে উদ্দেশ্য করেই যেখানে তাকে নাকি রিভাইভ করেনি এমন একটি অজুহাত দিয়ে তার বন্ধুকে ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে।


    গেম খেলার মুহূর্তে মানুষের মন মেজাজ একটু অন্যরকম হয়ে থাকে এমনতো অবস্থায় সেটা কাছের মানুষ হোক অথবা দূরের মানুষ হোক খুব সহজে আঘাত করে বসা অনেকেই আবার অনেকেরই মেজাজটা অনেক খারাপ হয়ে থাকে গেমে ভালো না করার কারণে তখন কিন্তু অনেকেই কাছের মানুষকে আঘাত করে বসে অথবা এমন ভাবে আঘাত করে যে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তাই এই সমস্ত গেম থেকে দূরে থাকা উচিত এবং যদিও বা গেম খেলে তাহলে মারাত্মক লেভেলের ডিসিশন না নেওয়াই উচিত।


    কিস্তিতে ল্যাপটপ কেনার নিয়ম | ছাত্রদের জন্য কিস্তিতে ল্যাপটপ


    বেশি পরিমাণে ফ্রী ফায়ার খেললে কি হয়

    আপনি যদি বেশি পরিমাণে ফ্রী ফায়ার গেম খেলে থাকেন তাহলে আপনার শারীরিক ভাবে নানা ধরনের ইফেক্ট দেখা দিতে পারে যেমন আপনার চোখের সমস্যা হতে পারে মাথার সমস্যা হতে পারে অথবা আপনার লিভারের কোন সমস্যা হতে পারে কারণ আপনি যখন অধিকমাত্রায় বসে থাকবেন অথবা চোখ দিয়ে সারাক্ষণ মোবাইল দেখবেন তখন আপনার চোখের সমস্যা হতে পারে এমনকি আপনি চোখে কম দেখতে পারেন তাছাড়া আপনার মাথার সমস্যা হতে পারে যেখানে মাজার ক্ষয়জনিত সমস্যা হয়ে থাকে।


    তাছাড়াও দেখা যাচ্ছে নানারকম সমস্যা হয় আপনার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে তা ছাড়াও আপনি অন্য জনের সঙ্গে কথা বললে গালিগালাজ চলে আসতে পারে এমনকি আপনার আদব-কায়দার মধ্যে পরিবর্তন আসতে পারে যখন অন্য কোন মানুষের সঙ্গে গিয়ে আপনি ভালোমতো কথা বলতে পারবেন না উঠা বসা করতে পারবেন না এমনকি আপনাকে বহুৎ হার্ড যেকোনো সময় মোবাইল বের করে মোবাইল চেক করতে যাবেন অথবা গেম খেলতে যাবেন এই মুহূর্তগুলো আপনার খুব বেশী বেশী হয়ে থাকে সাধারণত যারা বেশিক্ষণ ফ্রী ফায়ার খেলে।


    তাই যদিও বা গেমটি আপনি না থাকতে পারেন তাহলে এর মাত্রা কমিয়ে আনতে হবে এবং মানুষের মাঝে গিয়ে এই সমস্ত খেলা আপনাকে বন্ধ করতে হবে তাহলে এক পর্যায়ে আপনি এটা নিয়ন্ত্রণে আসবে আর পড়াশোনা ঠিকঠাক মত চালিয়ে যেতে হবে তাহলে আপনার গেম খেললে কোন ক্ষতি হবে না একপর্যায়ে আপনার গ্রামের দিকে খেলে আপনি আপনার মনকে ইনজয় দিতে পারলেন অপরদিকে আপনি মানুষদের সঙ্গে একটু ভালো আচরণ করলেন তখন মানুষ আপনাকে ভালো বলবে।


    আপনার সানিলি কিন্তু আপনার উপরে চড়াও মেজাজ করে বসবে কারণ তারা চাইবে না তাদের ছেলে পড়াশোনা বাদ দিয়ে গেম খেলে আর এই গেম খেলা টা বাবা-মা কখনোই ভালো চোখে দেখে না তাই অবশ্যই সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে গেম খেলতে বসা উচিত তখন বাবা-মা দেখলে কিছু বলবে না তখন মনে করবে যেন আমার ছেলেটা পড়াশোনা করেছো তারপরে গেম খেলতে গেছে এরকমই মনোভাব তৈরি করে তারা আপনাকে গেম খেলার জন্য পর্যাপ্ত সময় বের করে দেবে। তাই অবশ্যই এটি অতিমাত্রায় কখনোই খেলবেন না।


    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    ইসলামে ফ্রী ফায়ার খেলা কি জায়েজ আছে

    ইসলামিক গেম খেলা একেবারেই হারাম সেটা ভিডিও গেমস হোক বা অনলাইনের বিভিন্ন ধরনের গেমস লোক তাই বর্তমানে ফ্রি ফায়ারে ইসলামকে হেয় করে অনেক ধরনের মুড নিয়ে আসছে যার মাধ্যমে ইসলামকে একবারে পরিপূর্ণভাবে খারাপ ভাবে দেখানো হয়েছে যেমন দাজ্জালের কারবার নিয়ে আসছে এখানে তা ছাড়াও বিভিন্ন রকমের মসজিদ মন্দিরে হামলার বিষয়টি এখানে তুলে ধরেছে তাই এই গেমটি খেলা একেবারে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে।


    কারণ এই গেমটি খেলা অবস্থায় অনেকে অনেক ভাবে গালিগালাজ করে যায় ইসলামে একবারে বহির্ভূত কাজ আর এই গেমের মধ্যে যে হত্যাজনিত কারণ দেখায় যেমন এক অনন্য এনিমি কে মারছে অথবা আপনিও উন্নয়নের কে মারছে এটা একটা হত্যাজনিত ঘটনা যা রিয়াল লাইফে এসে পড়তে পারে তাই এই সমস্ত দিক বিবেচনা করে আপনাকে এই গেমটি একেবারে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করতে হবে।


    এটি খেলার কারণে আপনি পর্যাপ্ত নামাজ বা অন্যান্য সময় পান না আর এই গানটির মধ্যে যে ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয়েছে তা একেবারেই খারাপ ক্যারেক্টার কেননা ইসলামের সম্পূর্ণ ভাবে এসমস্ত কাটুন এবং গেম খেলা নিষিদ্ধ করা হয়েছে তাই এই সমস্ত গেম খেলা থেকে বিরত থাকুন এবং পাপ হতে মুক্ত থাকুন এতে করে আপনার শারীরিক এবং পরকাল ইহকাল সবগুলাতেই আপনি সুখী হতে পারবেন।


    শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় ফ্রী ফায়ার খেললে

    এই গেমটি খেললে শারীরিকভাবে আপনার নানা রকমের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া আপনার পর্যাপ্ত সময় চলে যাবে এবং অর্থের অপচয় হবে আমরা উপরে বিস্তারিতভাবে তুলে ধরেছি আপনার কি কি সমস্যা হতে পারে তারপরেও আমরা নিচে পয়েন্ট আকারে তুলে ধরছি যা একেবারে দেখে নিতে পারবেন।

    • চোখের সমস্যা হতে পারে
    • শারীরিকভাবে দুর্বল লাগবে
    • মেধা শক্তি কমে যাবে
    • খাওয়া-দাওয়ার প্রতি অনীহা আসবে
    • পড়াশোনার ক্ষতি হবে


    এছাড়াও নানা রকমের সমস্যা রয়েছে এই গেমটি অধিকমাত্রায় খেলার কারণে আপনাকে একা থাকে একই স্থানে অনেকক্ষণ বসে থাকার কারণে আপনার মাজার সমস্যা হতে পারে অথবা আপনার বিভিন্ন রকমের শরীরে সমস্যা দেখা দিতে পারে যাদের চোখের সমস্যা তাদের এই চোখের সমস্যাটা আরো অধিক মাত্রায় বেড়ে যাবে তা ছাড়াও নানা রকমের যদি আপনার টুকিটাকি সমস্যা থাকে সেগুলোও বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর সব থেকে বেশি ব্যাপার হলো আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে আপনি  অল্প কথাই রেগে হতে পারেন।


    সাবধানতা

    ফ্রী ফায়ার গেম খেলা কে কেন্দ্র করে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে প্রতিনিয়ত তাই আপনি আপনার দিকটা বিবেচনা করে এই সমস্ত খারাপ দিক হতে বিরত থাকবেন এবং গালিগালাজ করবেন যাতে করে আপনাকে মানুষ খারাপ না বলতে পারে আর এই গেমটা পর্যাপ্ত সময় এবং সঠিক সময়ে খেলবেন অন্যান্য আপনার মেইন কাজ গুলো বাদ দিয়ে এই গেমটি কখনোই খেলতে যাবেন না।


    আজকে আমরা কথা বলি শিশু সার্জনের কি কি ক্ষতি হয় এবং এটা খেলার কারণে আপনার কি কি সমস্যা হতে পারে আর্থিকভাবে সমস্যা হতে পারে এবং নানা ধরনের সমস্যা বিষয়টি আমরা এখানে তুলে ধরেছি আশা করি সেই কন্টেন্টটি করি আপনাদের অনেকটাই উপকৃত হবেন তাহলে এই ছিল আজকে আমাদের ফ্রী ফায়ার খেলে কি কি ক্ষতি হয়। 


    কিস্তিতে ওয়ালটনের ল্যাপটপ কেনার নিয়ম |  কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ ২০২২

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন