অনেকেই প্রশ্ন করে থাকে সিজারের পর কসমেটিক সার্জারি ভালো নাকি নরমাল সেলাই ভালো তবে এই প্রশ্নের উত্তরে ডক্টর ফারজানা শারমিন জানান সাধারণত এখন সিজারের জন্য যে সেলাই দেওয়া থাকে সেটা কসমেটিক সেলাই বা ইন্ট্রডারমাল সেলাই যে শিলা এগুলো কাটা লাগে না পরবর্তীতে এটা শরীরের সঙ্গে মিশে যাই।
তবে কিছু কিছু ক্ষেত্রে সিজারের পর কসমেটিক সেলাই না দিয়ে নরমাল সেলাই দেওয়া হয় তার কারণ হলো যদি সিজারিয়ানের শরীরে কোন ধরনের প্রবলেম থাকে যেমন ডায়াবেটিস ইনফেকশন তো কোন সমস্যা এবং অন্যান্য সমস্যা দেখা দিলে সিজারের জন্য নরমাল যে সিল্ক দিয়ে সেলাই দেওয়া হয় সে সেলাইটা কাটবে হতে পারে।
তবে নরমালি সিজারের পর এই ডিসিশন নেওয়া হয় কার ক্ষেত্রে কোন ছেলেটা বেটার তবে এক্ষেত্রে সিজারের পর কসমেটিক সার্জারি ভালো নাকি নরমাল সেলাই করা ভাল এই বিষয়টা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হয় না। তাই যার ক্ষেত্রে যেটা বেটার সেটাই সিজারের পর দেওয়া হয়।
সিজারের পর কসমেটিক সার্জারি কেমন
সিজারের পর কসমেটিক সার্জারি ব্যবহার করলে পরবর্তীতে এই সেলাই কাটা লাগে না এক্ষেত্রে শরীরের সাথে মিশে যায়। সিজার হওয়ার পরে ডাক্তারের ডিসিশন অনুযায়ী কসমেটিক সার্জারি করা হয় কেননা কোন কোন সময় রোগীর যদি অত্যধিক চর্বিযুক্ত চামড়া হয়ে থাকে সে ক্ষেত্রে কিন্তু অন্যান্য সেলাই দেয়া লাগতে পারে যেমন নরমাল সেলাই যেটাকে বলা হয় নরমাল সিল্ক দিয়ে সেলাই দেওয়া হয়।
আরো পড়ুন: সিজার অপারেশন খরচ এবং নরমাল অপারেশন খরচ কত
তবে বর্তমানে সিজারের পর কসমেটিক সার্জারি করা হয়। তবে অধিক সময় কারো যদি কোন প্রবলেম হয়ে থাকে তার পরেই নর্মাল সেলাই বা অন্যান্য সার্জারির ব্যবস্থা করা হয়ে থাকে। তবে এটা নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় নয় ডাক্তারের ডিসিশান অনুযায়ী এবং আপনার শরীরে যেটা প্রয়োজন সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিবে।
নরমাল নাকি কসমেটিক সার্জারি কোনটা বেটার
প্রথম অবস্থায় কসমেটিক সার্জারি করা হয় তবে রোগীর যদি ডায়াবেটিকস সহ অন্যান্য কোন প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই নরমাল সেলাই ব্যবহার করা হয় এ ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সিল্ক তাছাড়া যদি কোন ধরনের সমস্যা না থাকে তাহলেই শুধুমাত্র কসমেটিক সার্জারি ব্যবহার করবে। এবং ডাক্তার পরিস্থিতি বিবেচনা করেই বিবেচনা করবে এক্ষেত্রে ডাক্তারকে আগেই আপনাকে বলতে পারবেন না যে কোন শিলায় ব্যবহার করবে। তাই ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করায় সবথেকে ভালো হবে।
আরো পড়ুন:
নরমাল ডেলিভারি হওয়ার লক্ষণ গুলো কি কি দেখে নিন
সিজারে কোন সেলাই ভালো
এই প্রশ্নের উত্তরে বলা যায় যে সিনারে সাধারণত কসমেটিক সার্জারি ভালো তবে সেটা ডিপেন্ড করে রোগীর পরিস্থিতির উপর রোগের পেটের চামড়া যদি বেশি মোটা হয় অথবা রোগীর যদি কোন ধরনের সমস্যা থাকে যেমন ডায়াবেটিস জনিত সমস্যা অথবা ইনফেকশনজনিত যদি কোন সমস্যা হয় সে ক্ষেত্রে কিন্তু নরমাল স্যালাইন দেওয়া হয়ে থাকে তাই এটি সম্পূর্ণ ডিপেন্ড করে সিজারিয়ানের শরীরের জন্য কোনটা বেটার হবে সেটার উপর নির্ভর করে।
আরো পড়ুন:
একটি মন্তব্য পোস্ট করুন