পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন কীভাবে করবেন এই নিয়ে আজকে আমরা এই কনটেন্ট এর মধ্যে তুলে ধরেছি। স্কুলে, কলেজে অথবা বিভিন্ন অফিসে শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কারনে আমাদের অনেক সময় আবেদনপত্র লিখতে হয়। তবে কারণ ভেদে আবেদনপত্র লেখার ধরন কিন্তু আলাদা বা ভিন্ন হয়ে থাকে। আমরা অনেক সময় বিভিন্ন কারণে বিশেষ করে স্কুল বা কলেজের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনা। পরীক্ষায় কোন কারণে যদি অংশগ্রহণ করতে না পারে সে ক্ষেত্রে অধ্যক্ষের কাছে দরখাস্ত করতে হয়।
সে ক্ষেত্রে আমরা অনেকের কাছে কিভাবে পরীক্ষায় অনুপস্থিতির দরখাস্তের মাধ্যমে তুলে ধরবো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা এই কনটেন্ট এর মধ্যে তুলে ধরেছি। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখিয়েছি যে পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন পত্র কিভাবে লিখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম।
পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন
প্রধান শিক্ষক,
রাজশাহী পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
সপুরা, রাজশাহী
বিষয়: পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন
জনাব,
আমি আজমাইন হাসিন আপনার বিদ্যালয়ের নবম শ্রেণী একজন নিয়মিত ছাত্র। আমি গত 10 ই অক্টোবর হতে, 2020 তারিখে জ্বরের কারণে অনেক কষ্ট পাচ্ছিলাম। এমনতো অবস্থায় আমি কোনমতেই উক্ত দিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। আমার শরীরে অতিমাত্রায় জ্বর থাকার কারণে সেই দিন আমার কোনমতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসার মত পরিস্থিতি ছিলো না।
অতএব মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে, উক্ত বাংলা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্র
নাম: আজমাইন হাসিন
শ্রেণি: নবম।
শাখা: ক
বিভাগ: বিজ্ঞান
রোল নাম্বার: 35
পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন পত্রের নমুনা
প্রধান শিক্ষক,
নিজ স্কুল/কলেজের নাম......................
জেলার নাম.................
বিষয়: .........................................
জনাব,
নিজের নাম............. আপনার বিদ্যালয়ের...... শ্রেণি...... একজন নিয়মিত ছাত্র।
আমি গত ........... তারিখ............ জ্বরের কারণে অনেক কষ্ট পাচ্ছিলাম। এমনতো অবস্থায় আমি কোনমতেই উক্ত দিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। আমার শরীরে অতিমাত্রায় জ্বর থাকার কারণে সেই দিন আমার কোনমতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসার মত পরিস্থিতি ছিলো না।
অতএব মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে, উক্ত ...... সাবজেক্ট.......পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্র
নাম: .......................
শ্রেণি: ..................
বিভাগ:..................
রোল নাম্বার:..........
দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য আবেদন
প্রধান শিক্ষক,
নিজ স্কুল/কলেজের নাম......................
জেলার নাম.................
বিষয়: দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য আবেদন
জনাব,
নিজের নাম............. আপনার বিদ্যালয়ের...... শ্রেণি...... দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র।
আমি গত ........... তারিখ............ উক্ত প্রতিষ্ঠান থেকে আমি দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, উপরোক্ত ক্লাসে আমার ভর্তি হওয়ার জন্য অত্র মহোদয় কে আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি, আমার উক্ত দাবিটি মেনে পরবর্তী ক্লাসে ক্লাস করার সুযোগ করে দিন।
অতএব মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে, উক্ত ...... সাবজেক্ট.......পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্র
নাম: .......................
শ্রেণি: ..................
বিভাগ:..................
রোল নাম্বার:..........
পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন ডাউনলোড
পরীক্ষায় অনুপস্থিত থাকার কারণে আবেদন পত্র ডাউনলোড করার জন্য আমাদের এই অপশন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করে এটি ব্যবহার করতে পারবেন। আবেদনপত্র ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন