মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

    মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম


    আজকে আমরা কথা বলবো মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন কিভাবে করবেন এই বিষয় নিয়ে। মায়ের অসুস্থতার জন্য যদি ছুটির প্রয়োজন পড়ে তাহলে আপনাকে অফিস অথবা স্কুল-কলেজসহ যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আপনারা কাজে নিয়োজিত থাকেন সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে হয়। তাই অনেকেই জানেনা মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন কিভাবে করবেন এবং কি কি বিষয় উল্লেখ করা লাগবে। তাই আজকে আমরা এখানেই দেখায় দিবে আপনাদেরকে কিভাবে আপনারা মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লিখবেন।


    আপনার মায়ের অসুস্থতার কারণে যদি আপনি শিক্ষাপ্রতিষ্ঠানে অথবা আপনার অফিসে পৌঁছাতে না পারেন বা কিছুদিন দেরি করেছেন তার পরেও কিন্তু আপনাকে মায়ের অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত লিখতে হবে তারপরে দরখাস্ত আপনার অফিসে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে মঞ্জুর করতে হবে। আবার অনেকেই আছে যে মায়ের অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবত সে শিক্ষাপ্রতিষ্ঠানে অথবা অফিসে যেতে পারবে না এক্ষেত্রে কিন্তু মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন করতে হবে।


    তাই এই আবেদনপত্র লিখার জন্য কিছু নিয়ম আছে এবং কিছু বিষয় উল্লেখ করতে হয়। কি কি বিষয় উল্লেখ করবেন এবং কিভাবে লিখবেন এই নিয়ে বিস্তারিত ভাবে আমরা এই কনটেন্ট এর মধ্যে তুলে ধরেছে আশাকরি সম্পূর্ণ কোনটি যদি আপনি পড়েন তাহলে সবকিছু বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন নিয়ে বিস্তারিত তথ্য।


    মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন 

    বরাবর

    রাজশাহী বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ

    সপুরা, রাজশাহী

    বিষয়ঃ মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন 

    জনাব,

    সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্র। ০৮/১০/২৩ ইং থেকে ১৪/১০/২৩ ইং পর্যন্ত আমার মায়ের অসুস্থতার কারণে আমি অত্র বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

    অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ৫  দিনের ছুটি বর্ধিত করবেন।


    বিনীত নিবেদক,

    আপনার অনুগত ছাত্র

    নাম: আজমাইন হাসিন

    শ্রেণি: নবম

    শাখা: ক 

    বিভাগ: বিজ্ঞান

    রোল নাম্বার: ১২


    মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদনের ক্ষেত্রে অবশ্যই কত তারিখ থেকে কত তারিখ ছুটির প্রয়োজন সে বিষয়টি সুন্দর মত উল্লেখ করবেন এবং আপনি কত দিনের ছুটি নিতে চাচ্ছেন সেই বিষয়টি যদি ভালোমতো উল্লেখ না করেন তাহলে আপনার আবেদনপত্র গ্রহণ না করার সম্ভাবনা বেশি থাকবে


    আরো পড়ুন: কিস্তিতে ল্যাপটপ কেনার নিয়ম | ছাত্রদের জন্য কিস্তিতে ল্যাপটপ


    মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

    বরাবর

    .......................(প্রতিষ্ঠানের নাম)

    .......................(প্রতিষ্ঠানের ঠিকানা)

    বিষয়ঃ মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন 

    জনাব,

    সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্র। .......................( ছুটি শুরুর তারিখ )ইং থেকে.......................( কত দিন ছুটি কাটাবেন )  ইং পর্যন্ত আমার মায়ের অসুস্থতার কারণে আমি অত্র বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

    অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে .......................( ছুটির দিন উল্লেখ করুন )   দিনের ছুটি বর্ধিত করবেন।


    বিনীত নিবেদক,

    আপনার অনুগত ছাত্র

    .......................( নিজের নাম ) 

    শ্রেণি: .......................(শ্রেণি)

    শাখা: .......................(শাখা)

    বিভাগ:.......................(বিভাগ)

    রোল নাম্বার:.......................(রোল নম্বর)


    মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন নিয়ে বিস্তারিত

    মায়ের অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার জন্য অবশ্যই সাদা কাগজে লিখতে হবে। কালি ব্যতীত অন্য কোন কালারের কালি ব্যবহার করা যাবে না এতে করে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার আবেদনপত্র অ্যাপ্রভাল পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। কারণ কোন ধরনের আবেদনপত্রে কখনোই কালো কালি ব্যতীত অন্য কালি ব্যবহার নিয়ম নেই।


    এবং প্রতিটি লাইন যেনো সোজা হয় এবং হাতের লেখা যেন অস্পষ্ট না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন। লেখার মধ্যে কোন ধরনের ভুল-ত্রুটি থাকলে আবেদন পত্র গ্রহণ না করার সম্ভাবনা বেশি থাকে। একের অধিক কোন জায়গায় যদি ভুল থাকে তাহলে অবশ্যই সেটা বাতিল করে নতুন ভাবে আবার আবেদনপত্র লিখতে হবে।


    আরো পড়ুন: কিস্তিতে ওয়ালটনের ল্যাপটপ কেনার নিয়ম |  কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ


    এক্ষেত্রে আপনি আবেদনপত্রটি ভালোমতো কয়েকবার পড়ে তারপরে আবেদনপত্র জমা দিবেন। এবং আপনি কি বিষয়ে আবেদন পত্র লিখবেন সুন্দরমতো উল্লেখ করার পরে আপনি কোন বিভাগে পড়েন এবং আপনার শ্রেণী কি সে বিষয়টি ভালোমতো উল্লেখ করবেন। আপনার মায়ের অসুস্থতার ছুটির আবেদন চেয়ে থাকেন তাহলে সেই বিষয়টি আপনি উল্লেখ করবেন।


    এবং কতদিন পর্যন্ত আপনি ছুটি কাটাতে চাচ্ছেন এবং অলরেডি কতদিন আপনি ছুটিতে আছেন সেই বিষয়টি উল্লেখ করতে পারলে আপনার আবেদন পত্র অ্যাপ্রভাল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনাকে একটু অবশ্যই ভালোমতো উপস্থাপনা করতে হবে আপনার দরখাস্তে। তাহলে আবেদনপত্র গ্রহণ করার সম্ভাবনা বেশি থাকবে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন