পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন (PDF)

    পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন


    আজকে আমরা কথা বলবো পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন কিভাবে লিখবেন। পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন পত্র লিখতে হলে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলো সেখানে সংযোজন করতে হবে। আপনি যদি মূল কারণ উল্লেখ না করতে পারেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্র গ্রহণ না করার সম্ভাবনা বেশি থাকবে। তাই আজকে আমরা দেখিয়ে দিব পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত।


    আমাদের বিভিন্ন সমস্যার কারণে পারিবারিক অথবা বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান এর কারণে আমরা অফিস অথবা ইস্কুল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছুটি প্রয়োজন পড়ে। তবে অনেকেই জানিনা যে কিভাবে আপনারা পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন করবেন। এবং উপযুক্ত কারন না দেখাতে পারলে কিন্তু আপনার ছুটি মনজুর নাও হতে পারে তাই আজকে আমরা সেই বিষয়গুলো দেখাই দিব এবং আপনারা কাগজে কিভাবে লিখবেন সে বিষয়টিও তুলে ধরেছি।


    পারিবারিক সমস্যার জন্য ছুটির জন্য আবেদন

    তারিখঃ ০১০/০৯/২০২৩ ইং
    বরাবর,
    ………….., (যার অধিনস্থ আছেন,পদবি)
    …………….. (প্রথিষ্ঠানের নাম)
    …………… (প্রতিষ্ঠান ঠিকানা)


    বিষয়ঃপারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন


    জনাব,
    সম্মানের সাথে জানাই যে, আমি আপনার অধীনস্থ একজন ……………….. (পদবি)। আমি গত ২৫/০৭/১৯ ইং থেকে ৩০/১০/২৩ ইং পর্যন্ত পারিবারিক সমস্যার কারণে অফিসে উপস্থিত হতে পারিনি।

    অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৭  দিনের ছুটি দানে বাধিত করবেন।

    বিনীত নিবেদক
    ……….. (নাম)
    ………… (পদবি)
    …………… (প্রতিষ্ঠানের নাম)


    পারিবারিক সমস্যার জন্য ছুটির জন্য আবেদন লেখার নিয়ম

    তারিখঃ ১০/০৯/২০২৩ ইং
    বরাবর,
     (যার অধিনস্থ আছেন,পদবি)
    আই বক্স কমিউনিকেশন বাংলাদেশ
    রাজশাহী, বাংলাদেশ


    বিষয়ঃ পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন


    জনাব,
    সম্মানের সাথে জানাই যে, আমি আপনার অধীনস্থ একজন ……………….. (পদবি)। আমি গত ২৫/০৭/১৯ ইং থেকে ৩০/১০/২৩ ইং পর্যন্ত পারিবারিক সমস্যার কারণে অফিসে উপস্থিত হতে পারিনি।


    অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৫  দিনের ছুটি দানে বাধিত করবেন।


    বিনীত নিবেদক
    মোহাম্মদ আজমাইন হাসিন
    সাপোর্ট ইঞ্জিনিয়ার
    আই বক্স কমিউনিকেশন বাংলাদেশ


    আরো পড়ুন: আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন নিয়ে বিস্তারিত

    প্রথম অবস্থায় আপনাকে একটি সাদা কাগজ দিতে হবে সেখানে কোন ধরনের মার্জিন দিতে হবে না। মনে রাখবেন কোন ধরনের আবেদন পত্র করার আগে কখনোই কাগজে কোন ধরনের মার্জিন ব্যবহার করবেন না একেবারে সরাসরি সাদা কাগজে এবং কোনো রকমের দাগ ছাড়াই আবেদনপত্র লিখতে হয়।


    আবেদনপত্র লেখার আগে অবশ্যই আপনার প্রয়োজনীয় তথ্য সংযোজন করা লাগবে সেই বিষয়ে আপনি চিন্তাভাবনা করবেন। এবং কি কি বিষয়ে আবেদন করতে চাচ্ছেন এবং আপনি কত দিনের জন্য ছুটি নিবেন সেই বিষয়টি ভালোমতো সেখানে উল্লেখ করবেন। মনে রাখবেন আপনি তারিখ অনুযায়ী কিন্তু এই আবেদনপত্রে তথ্য সংযোজন করবেন।


    আবেদনপত্র লেখার জন্য অবশ্যই প্রথমে আপনার নাম ঠিকানা এবং এড্রেস ব্যবহার করবেন এবং আপনি কোন পদে অবস্থান করছেন সেই বিষয়টিও সেখানে উল্লেখ করতে হবে। আবেদনপত্রে কোন ধরনের ভুল ত্রুটি থাকা যাবেনা। আবেদনপত্রে কোন ধরনের ভুল থাকলে তা আবেদন পত্র প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে।


    আবেদনপত্র লেখার সময় লাইন সোজা করে লিখতে হবে। এবং কোন ধরনের ভুলত্রুটি হওয়া যাবে না। আবেদন পত্র লেখার সময় অবশ্যই কালো কালি দ্বারা লিখতে হবে কোন ধরনের অন্য কোন কালি ব্যবহার করবেন না তা না হলে আবেদনপত্রের সৌন্দর্য এবং মান নষ্ট হয়ে যায়। এবং সেইসাথে আবেদনপত্র অ্যাপ্রভাল না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।


    সুন্দর মত আপনার পারিবারিক সমস্যার বিষয়টি উল্লেখ করবেন এবং আপনার এই সমস্যাটা কতদিন যাবৎ হতে পারে এই বিষয়টিও ভালোমতো জানিয়ে দিবেন। আবেদনপত্র একেবারে সুন্দর এবং সাবলীল ভাষায় লিখতে হবে তা না হলে আপনার আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন