ডাচ বাংলা ব্যাংক লোন ২০২২ ও ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন

    ডাচ বাংলা ব্যাংক লোন ২০২২ ও ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন


    ডাচ বাংলা ব্যাংক লোন ২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে খুব সহজে ডাচ বাংলা ব্যাংক থেকে অল্প সুদের হারে লোন পাওয়া যাচ্ছে। তবে সে ক্ষেত্রে অবশ্যই বৈধ ডকুমেন্টস দেখিয়ে ভেরিফিকেশনের পর যেকোনো ব্যক্তি এবং স্টুডেন্টরা খুব সহজেই বিভিন্ন ক্ষেত্রে লোন নিতে পারবে। এই লোনের পরিমাণ সর্বনিম্ন 50 হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই কোটি পর্যন্ত বিভিন্ন খাতে ডাচ-বাংলা ব্যাংক লোন প্রদান করছে। 


    বাংলাদেশের বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের সেবা চালু করেছে তাদের মধ্যে অন্যতম দিক দিয়ে এগিয়ে আছে বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক বর্তমানে স্টুডেন্ট এবং গরিব-দুঃখী পরিবারের জন্য বিভিন্ন সেবামূলক লোন সুবিধা চালু করেছে স্টুডেন্ট বিজনেস সহ স্যালারি লোন, হোম লোন, প্রবাসী লোন সহ বিভিন্ন রকম সুবিধা চালু করেছে তাই পর্যায়ক্রমে আমরা আলোচনা করবো কোন এ কত পার্সেন্ট সুদ দেওয়া লাগে এবং লোন পরিশোধের নিয়ম কি। এই নিয়ে বিস্তারিত ভাবে আজকে আপনাদেরকে জানিয়ে দিব তাহলে চলুন দেখে নেওয়া যাক পর্যায়ক্রমে ডাচ বাংলা ব্যাংক লোন পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য


    ডাচ-বাংলা লোন নেওয়ার পদ্ধতি

    বর্তমানে ডাচ-বাংলা অধীনে আপনি চাইলে হোম লোন, পার্সোনাল লোন, ব্যবসায়িক লোন, কৃষি লোন, প্রবাসী লোন, এজেন্ট ব্যাংক লোন, সেলারি লোন সহ বিভিন্ন প্রকার সুবিধা পেতে পারেন। অন্যান্য ব্যাংকের মতো বর্তমানের ডাচ-বাংলা ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে ঝামেলা মুক্তভাবে লোন সুবিধা দিচ্ছে। আরে লোন কিভাবে নিবেন এবং এর পদ্ধতি কি এবং কি কি লোন পাওয়া যাবে এবং এই লোন এর মেয়াদ কতদিন পর্যন্ত তা নিচে তুলে ধরা হলো। পর্যায়ক্রমে আপনি যেই লোন নিবেন সেই লোনের বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে


    ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন

    ব্যক্তিগত বা নিজ প্রয়োজনে ডাচ-বাংলা ব্যাংক থেকে খুব সহজেই আপনি পার্সোনাল লোন নিতে পারবেন। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন হিসেবে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত লোন নেওয়া যায় এবং এর মেয়াদ কতদিন এবং কত দিনের মধ্যে বা কত কিস্তিতে লোন পরিশোধ করতে হবে। ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি পার্সোনাল লোন হিসাবের সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই নির্ভরশীল হতে হবে তারপরে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন


    আর পার্সোনাল লোন হিসেবে অবশ্যই আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ অন্যান্য প্রমাণাদি যা কিছু প্রয়োজন তার সবকিছুই ডাচ-বাংলা ব্যাংক ভালো মত পর্যবেক্ষন করবে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি পার্সোনাল লোন হিসাবে সর্বোচ্চ 2 লক্ষ টাকা লোন নিতে পারবেন যা পরবর্তীতে আপনাকে মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। কিভাবে আবেদন করবেন নিচে দেওয়া হয়েছে


    বুরো বাংলাদেশ এনজিও লোন ও প্রবাসী লোন পদ্ধতি


    লোনের পরিমাণ এবং সুধ

    50 হাজার টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ডাচ বাংলা ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন। পার্সোনাল লোন 5 বছর মেয়াদী হয়ে থাকে। লোনের পরিমাণ সর্বনিম্ন 50 হাজার টাকা আর সর্বোচ্চ 2 লাখ টাকা মেয়াদ 1 থেকে 5 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। সুদের হার 8 পার্সেন্ট


    ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন

    সেলারি লোন হিসাবে 20 লক্ষ টাকা পর্যন্ত ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে পারবেন। সে ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীকে 18 বছর থেকে 7 বছরের মধ্যে তার বয়স থাকতে হবে। এবং ডাচ বাংলা ব্যাংকের সেভিং সহ অন্যান্য একাউন্ট এর আওতাধীন থাকতে হবে তাহলেই সে সেলারি ব্যাংকের জন্য ডাচ বাংলা ব্যাংক থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা লোন নিতে পারবে। আর এই লোন বিভিন্ন পেশার মানুষ জন নিতে পারবে বয়স সীমা 18 থেকে 7 বছর পর্যন্ত


    সেলারি লোন হিসাবের যদি আপনি সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন তাহলে 9 পার্সেন্ট সুদে ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন প্রদান করে থাকে। তবে এক্ষেত্রে লোনের পরিমাণ সর্বনিম্ন 10 হাজার এবং সর্বোচ্চ 20 লাখ। মেয়াদ পাঁচ বছর সুদের হার 9%


    বিদেশ যাওয়ার জন্য কোন ব্যাংক লোন দেয় দেখে নিন


    ডাচ বাংলা ব্যাংক ব্যবসায়িক লোন

    আপনার যে কোন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করার জন্য ডাচ বাংলা ব্যাংক থেকে যেকোনো সময় লোন নিতে পারবেন। আপনি যদি আপনার মূলধনের প্রয়োজন হয় তবে সে ক্ষেত্রে আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে 50 হাজার টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত লোন সুবিধা নিতে পারবেন ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে তবে সে ক্ষেত্রে অবশ্যই আপনার কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন আছে

    ব্যবসায়িক লোন নিতে হলে যা লাগবে

    • নির্দিষ্ট কোন পেশায় নিয়োজিত থাকতে হবে
    • বাসাবাড়ি থাকতে হবে
    • ডাচ বাংলা ব্যাংকে অবশ্যই একাউন্ট থাকতে হবে
    • সর্বনিম্ন বয়স 18 বছর থাকতে হবে
    • ভোটার আইডি ফটোকপি
    • বিগত এক বছরের ব্যাংক হিসাব
    • T&t
    • টেক্স সার্টিফিকেট
    • ইউটিলিটি বিল


    8 পার্সেন্ট সুদে 20 লাখ টাকা পর্যন্ত আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে পারবেন মাসিক ভিত্তিতে আপনাকে এবং অবশ্যই পরিশোধ করতে হবে এবং সর্বোচ্চ 5 বছর পর্যন্ত। লোনের সর্বনিম্ন পরিমাণ 50000 টাকা লোন এর সর্বোচ্চ পরিমাণ 20 লাখ টাকা। এক থেকে পাঁচ বছর। সুদের হার 8 পার্সেন্ট


    ডাচ বাংলা ব্যাংক কৃষি লোন

    ডাচ বাংলা ব্যাংক থেকে খুব সহজেই কৃষিকাজে উন্নত করার লক্ষ্যে যে কেউ চাইলে লোন নিতে পারবে তবে এখানে সর্বনিম্ন 50 হাজার টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত কৃষিতে লোন নিতে পারবে তবে অবশ্যই লোন এর মেয়াদ এক থেকে তিন বছরের মধ্যেই পরিশোধ করতে হবে। কৃষি লোন নিতে হলে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে আনতে হবে তারপরেই আবেদন গ্রহণযোগ্য হবে। লোনের সুদের হার 5% মেয়াদ এক থেকে তিন বছর


    সোনালী ব্যাংক প্রবাসী লোন  ২০২২ কিভাবে পাবেন দেখে নিন


    কৃষি লোন নিতে যা লাগবে

    • জমির দলিলের ফটোকপি
    • এনআইডি কার্ডের ফটোকপি
    • চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদ
    • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
    • ডাচ বাংলা ব্যাংক একাউন্ট

    ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট লোন

    কোন স্টেশন যদি পড়াশোনা করার জন্য স্কুল কলেজের বেতন বা বইখাতা কোর্স ফি বাবদ অর্থের প্রয়োজন হয় তাহলে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট লোন সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট লোন করতে পারবে তবে এই লোন এর মেয়াদ সর্বোচ্চ 5 বছর মেয়াদী এবং এই লোনের সুদের হার 8 পার্সেন্ট

    স্টুডেন্ট লোন হিসাবের সর্বনিম্ন 50 হাজার টাকা পর্যন্ত আর সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবে আর এই লোন পরিশোধ করতে হবে 1 থেকে 5 বছরের মধ্যে। লোনের সুদের পরিমাণ 8 পার্সেন্ট প্রসেসিং ফি সহ অন্যান্য ওভার টেক কিছুই নাই


    স্টুডেন্ট লোন এর জন্য যা লাগবে

    ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট লোন নেওয়ার জন্য স্টুডেন্টের যদি প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো না থাকে তাহলে বাবা মেয়ের ব্যক্তিগত প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে লোন নিতে পার। নিচে প্রয়োজনীয় কাগজপত্র তুলে ধরা হলো

    • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
    • 4 কপি পাসপোর্ট সাইজের ছবি
    • ব্যক্তিগত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট
    • চাকরিজীবীদের বেতন স্কেল
    • অভিভাবকের ট্রেড লাইসেন্স
    • চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত হয়

    ডাচ বাংলা ব্যাংক বাইক লোন

    বর্তমানে ডাচ-বাংলা ব্যাংকে বাইক কেনার জন্য কোন রকমের লোন প্রদান করা হয় না। বর্তমানে ডাচ বাংলা তে কৃষি লোন, প্রবাসী লোন, সেলারি লোন, সহ কয়েকটি লোন সুবিধা চালু আছে সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য কিছু লোন সুবিধা চালু আছে তবে বর্তমানে বাইক নিয়ে কোন লোন এখন পর্যন্ত চালু করা হয়নি। শুধুমাত্র আর্থিক বিরম্বনার দূর করতে বেলুন প্রদান করে থাকে এটি বিলাসিতার জন্য কখনোই প্রদান করেনা ডাচ বাংলা ব্যাংক


    ডাচ বাংলা ব্যাংক প্রবাসী লোন

    অনেক প্রবাসী আছে যারা টাকা-পয়সা এর জন্য বিদেশে যেতে পারছে না এবং বিদেশ গিয়ে কাজ করতে পারছে না তাদের জন্য ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে বিশেষ লোন সুবিধা। এই লোন নিয়ে খুব সহজে বিদেশ গিয়ে নিজ কর্মসংস্থান তৈরি করতে পারবে এবং বিভিন্ন বিজনেস করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট থাকতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সঙ্গে নিয়ে প্রবাসী লোনের জন্য যে কেউ আবেদন করতে পারবে


    ইসলামী ব্যাংক প্রবাসী লোন | ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি ২০২২


    প্রবাসী লোন এর জন্য যা লাগবে

    প্রবাসী লোন এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো যা যা লাগবে তা ডাচ-বাংলা ব্যাংকের আবেদন পত্র সঙ্গে তা জমা দিতে হবে

    • 18 বছর বয়স হতে হবে
    • কোন দেশে বসবাস করে তার ভিসা
    • পাসপোর্ট এর ফটোকপি
    • বিআইটিএম স্মার্ট কার্ড
    • কর্মরত একটি রশিদ
    • বৈধ রেমিটেন্স এর প্রমাণ
    • বিমানের টিকিট এর ফটোকপি

    লোন নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র

    ডাচ বাংলা ব্যাংক থেকে যেকোন ধরণের লোন সুবিধা নিতে হলে অবশ্যই তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে সে রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনি তাদের প্রমাণ হিসাবে প্রয়োজনীয় কাগজপত্র গুলো জমা দিতে পারেন তারপরে আপনি লোনের জন্য যোগ্য হবেন। তাই নীচে দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র গুলো অবশ্যই আবেদনপত্রের সাথে এটাচ রাখতে হবে তারপরেই ডাচ বাংলা ব্যাংকের লোনের জন্য আবেদন করবেন

    • এনআইডি কার্ডের ফটোকপি
    • নিবন্ধন আইডি কার্ডের ফটোকপি
    • জমির দলিল
    • চাকরিরত অবস্থায় থাকলে চাকরির কাগজ
    • বাড়ির বিদ্যুৎ বিলের কপি
    • পাসপোর্ট সাইজের ছবি
    • প্রবাসে থাকলে ভিসা এর ফটোগ্রাফি
    • চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদ
    • ট্যাক্স এর ফটোকপি

    ডাচ বাংলা লোন পরিশোধের নিয়ম

    ডাচ বাংলা ব্যাংক থেকে যেকোন ধরণের লোন নিলে তাদের এক বছর থেকে 5 বছর মেয়াদী সেবা চালু আছে। যেকোনো লোন সুবিধা নেওয়ার পরে এক বছর থেকে 5 বছরের মধ্যেই লোন পরিশোধ করতে হবে এবং সেই সাথে সুদের হার লোনের পরিমাণের উপর এবং লোনের ক্যাটাগরির ওপর নির্ভর করবে। সাত পার্সেন্ট থেকে 8 পার্সেন্ট লোনের পরিমাণ হয়ে থাকে বিভিন্ন ক্যাটাগরির উপর


    ডাচ বাংলা ব্যাংক লোন কিভাবে নিবেন

    আপনি যেই বিষয় লোন নিতে চাচ্ছেন সেই বিষয়ের উপর টি প্রয়োজনীয় কাগজপত্র প্রমান সহ নিয়ে ডাচ বাংলা ব্যাংকের আবেদন ফরম এর মাধ্যমে আবেদন করতে হবে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাচ-বাংলা ব্যাংকের একটি একাউন্ট থাকতে হবে তারপরে আপনার লোনের জন্য আবেদন করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক থেকে বর্তমানে সেলারি লোন, কার লোন, স্টুডেন্ট লোন, প্রবাসী লোন, সহ বিভিন্ন ধরনের লোন সুবিধা নিতে পারবেন


    ডাচ বাংলা ব্যাংক লোন আবেদন

    আপনি যদি ডিসাইড করে থাকেন আপনার ডাচ বাংলা ব্যাংকের লোনের প্রয়োজন তাহলে আপনি সরাসরি আপনার নিকটস্থ ফ্রান্সের মাধ্যমে যোগাযোগ করে ব্যাংক ম্যানেজারের কাজ থেকে ডাচ বাংলা ব্যাংকের লোনের আবেদন ফরম নিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট উল্লেখ করে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন


    কিস্তিতে ল্যাপটপ কেনার নিয়ম | ছাত্রদের জন্য কিস্তিতে ল্যাপটপ


    ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন আবেদন ফরম

    ডাচ বাংলা ব্যাংকের লোনের জন্য আবেদন করতে হলে প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে আবেদন করতে হবে এবং আপনি যেই ক্যাটাগরিতে লোনের জন্য আবেদন করবেন সেই ক্যাটাগরির উপযুক্ত প্রমান সঙ্গে নিয়ে যেতে হবে তারপরে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন লোনের আবেদন ফরমের জন্য এখানে ক্লিক করুন লোন আবেদন ফরম


    লোন নিতে মাসিক আয় কত টাকা থাকা লাগে

    ন্যূনতম মাসিক আয় 30 হাজার টাকা থাকলে আপনি ডাচ বাংলায় লোনের জন্য আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনার কর্মসংস্থানের প্রমাণাদি এবং ছাত্রীর প্রমাণ নিয়ে তারপর এই লোনের জন্য আবেদন করতে পারবেন


    ডাচ বাংলা ব্যাংকের সুদের হার কত

    ডাচ বাংলা ব্যাংকের সুদের হার ভিন্ন রকম হয়ে থাকে তবে তার ক্যাটাগরির ওপর নির্ভর করে। তবে তাদের সুদের হার খুব বেশি একটা পার্থক্য দেখা যায় না সাধারণত নতুন লোনের জন্য 8 পার্সেন্ট এবং ব্যাংক থেকে টেকওভার লোনের জন্য নেওয়া হয় সাত পার্সেন্ট হারে


    সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি  | সৌদি আরবে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন