মার্সেল ফ্রিজের দাম ২০২৩ | মার্সেল ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম

    মার্সেল ফ্রিজের দাম ২০২২


    আমাদের বাসা বাড়িতে প্রয়োজনীয় খাবার এবং শাকসবজি ভালো রাখার জন্য প্রয়োজন একটি ভাল মানের ফেস তাই বর্তমান বাজারে মার্সেলের ফ্রিজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই আজকে আমরা কথা বলবো মার্সেল ফ্রিজ এর বর্তমান প্রাইস এবং নতুন মডেলের মার্সেল ফ্রিজ নিয়ে তাহলে চলুন পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক মার্সেল ফ্রিজ নিয়ে বিস্তারিত তথ্য।


    খাবারের মান ভালো রাখার জন্য বা শাকসবজি ভালো রাখার জন্য প্রয়োজন একটি ভালো মানের ফ্রিজ আর এই ফ্রিজটির যদি ভাল হয় তাহলে আপনার সব খাবার অনায়াসে ভালো রাখতে পারবেন তাই প্রয়োজন একটি আপনার ভালো মানের ভালো ব্যান্ডের ফ্রিজ আরে ভালো ব্যান্ডের সুইচিং তাহলে আপনাকে আগেই ভালোমতো রিসার্চ করে তারপরে কিনতে যাওয়া উচিত তাই আজকে আমরা মার্সেল ফ্রিজ দিয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব এবং এর ভালো এবং খারাপ দিক দুটোই জানিয়ে দিব আশা করছি সমস্ত কনটেন্টে পড়লে মার্সেল ফ্রিজের দাম এবং নতুন মডেল নিয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।


    মার্সেল ফ্রিজ বাংলাদেশ প্রাইস

    মার্সেলের বর্তমানে ঈদ উপলক্ষে নানা ধরনের নতুন ব্যান্ডের বাজারে ছেড়েছে মার্সেল কোম্পানি। তাই আজকে আমরা এই পোস্টটিতে মার্সেল ফ্রিজ এর দাম নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরবো আশা করছি আপনাদের সাধ্যের মধ্যেই এই ফ্রিজ গুলো আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে বাজারে মার্সেল ফ্রিজ আছে সবগুলোই টেকনোলজি ব্যবহার করা হয়েছে তবে কনফিগারেশন যে কোন রং অথবা কালার ভেদে ভিন্ন হয়ে থাকতে পারে বাংলাদেশের যেকোনো মার্সেল শোরুম এলেই আপনি এই মার্সেল ফ্রিজ গুলো কিনতে পারবেন তাহলে চলুন পর্যায়ক্রমে মডেল অনুযায়ী আমরা বিস্তারিতভাবে আলোচনা করি।


    মার্সেল ফ্রিজে ঈদ অফার ২০২৩

    ২০২৩ এ মার্সেল ফ্রিজে ঈদ অফার প্রদান করা হচ্ছে এক্ষেত্রে আপনারা যদি যেকোনো মডেলের মার্সেল ফ্রিজ কিনলেই পাচ্ছেন ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সেই সাথে রয়েছে আকর্ষণীয় গিফট। মার্সেলের যে কোন মডেলের ফ্রিজ যদি আপনারা বাংলাদেশের যেকোনো আউটলেট থেকে কিনতে পারেন তাহলে এই অফারের আওতায় প্রযোজ্য থাকবেন।


    এক্ষেত্রে কিস্তির মাধ্যমেও যদি আপনি মার্সেলের যে কোন মডেলের ফ্রিজ নেন তারপরেও কিন্তু আপনি অফারের আওতায় থাকবেন। মার্সেল ফ্রিজে ঈদ অফার উপলক্ষে ২০২৩ আপনারা বিভিন্ন গিফট সহ রয়েছে আকর্ষণীয় মূল্যের ক্যাশব্যাক অফার এ ক্ষেত্রে  গিফট কার্ড সহ আরো অন্যান্য অফার গুলো নিতে পারবেন।

    মার্সেল ফ্রিজের মূল্য তালিকা ২০২৩

    বর্তমান বাজারে মার্সেল ফ্রিজ এর নতুন মডেল এর ভিত্তিতে আমরা একটি মার্সেল ফ্রিজের মূল্য তালিকা প্রকাশ করলাম যা সবার সাধ্যের মধ্যে কেনার সামর্থ্য রয়েছে এই মডেল গুলোর মধ্যে। তাই মার্সেল ফ্রিজের নতুন মডেল এবং নতুন ফিচার যুক্ত এই দশটি মডেল নিচে প্রকাশ করা হলো মডেল অনুযায়ী দাম নির্ধারণ করা আছে সেই সাথে লোডিং ক্যাপাসিটি কতটুকু সেই বিষয়টিও এখানে তুলে ধরা হয়েছে।


    মার্সেল ফ্রিজের মূল্য তালিকা বিভিন্ন ধরনের রয়েছে এক্ষেত্রে যদি আপনারা সর্বোচ্চ নিম্ন 30 হাজার টাকা থেকে এবং বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে মার্সেলের ফ্রিজ কিনতে পারবেন। এক্ষেত্রে ফ্রিজের দাম মূলত নির্ধারণ হয়ে থাকে সেফটির উপর। তাই আপনি যদি বেশি সেফটির ফ্রিজ নিতে চান তাহলে আপনাকে বেশি পরিমাণ টাকা প্রদান করা লাগবে এক্ষেত্রে আপনারা 30 হাজার টাকা থেকে 2 লক্ষ টাকার মার্সেলের বিভিন্ন মডেলের ফ্রিজ কিনতে পারবেন।


    Model

    Loading Capacity

    Price

    MFB-B2F-ELXX-XX


    98/ 72/ 36

    Tk. 33,990.00

    MFA-B2X-RXXX-XX

    103/ 103/ 50

    Tk. 28,990.00

    MFA-A9C-GDEL-XX

    144/109/49

    Tk. 46,990.00

    MFE-C5H-GDEN-XX

    76/ 57/ 27

    Tk. 45,490.00

    MFD-A4D-GDEH-XX

    112/ 112/ 52

    Tk. 26,690.00

    MFD-A4D-RXXX-XX

    112/ 112/ 52

    Tk. 25,190.00

    MFD-1B6-RXXX-XX

    160/ 116/ 53

    Tk. 24,490.00

    MFB-A7G-GDXX-XX

    105/ 105/ 52

    Tk. 30,990.00

    MFE-C5H-GDEN-XX

    76/ 57/ 27

    Tk. 45,490.00



    পর্যায়ক্রমে আমরা মার্সেল ফ্রিজের মূল্য তালিকা তুলে ধরেছে এখানে আপনারা অল্প দামের মধ্যে মার্সেলের ভালো কিছু মডেল উল্লেখ করেছি যেখান থেকে আপনারা এই মডেলগুলোর মধ্যে বাছাই করে আপনারা মার্চের ফ্রিজ কিনতে পারবেন শুধুমাত্র মডেল নাম্বার এবং লোডিং ক্যাপাসিটি দেখে আপনারা নির্ধারণ করতে পারবেন তাহলে চলুন পর্যায়ক্রমে আরো বিস্তারিত তথ্য গুলো জেনে নেয়া যাক।


    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    MFC-C6E-GDEL-XX

    MFC-C6E-GDEL-XX মার্সেলের এই এই মডেলের ফ্রিজ এ ঈদ উপলক্ষে বাজারে নতুন নিয়ে আসা হয়েছে এই ফ্রিজটির দাম নির্ধারণ করা হয়েছে 45 হাজার 490 টাকা তবে ঈদ উপলক্ষে তাদের ক্যাশব্যাক অফার রয়েছে বাংলাদেশের যে কোন আর্টিকেলে মার্সেলের এই সৃষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তা ছাড়াও বাজারে নতুন এখন অ্যাভেলেবল কম দামের মধ্যে খুবই ভালো কনফিগারেশনের একটি ফ্রিজ।

    মার্সেল ফ্রিজের দাম ২০২২


    মার্সেলের এই ফ্রিজ  ফ্রস্ট তবে ফাস্ট ফ্রিজ নানা ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং এর উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যার কারণে খাবারের মান এর কোনো পরিবর্তন হবে না এবং খাবারের কোন গন্ধ হবে না এটি বিএসটিআই অনুমোদিত একটি বক্স ব্যবহার করা হয়েছে যার কারণে খাবারের মান 14 দিন পর্যন্ত ভালো থাকবে।


    এই মডেলের সৃষ্টিতে কালার দুই ধরনের হয়ে থাকে হচ্ছে কাল আরেকটি হচ্ছে লাল কালো এই দুই কালারের মধ্যেই সৃষ্টি সুন্দর দেখাচ্ছে তবে আপনি দুই কালারের যেকোনো একটি কালার নিতে পারেন যদি শোরুমে বল বল থাকে তবে বর্তমানে নতুন ফ্রিজ হিসাবে শোরুমে বর্তমানে অ্যাভেলেবল আছে।


    বাংলাদেশে কোন কোম্পানির ফ্রিজ ভালো জেনে নিন


    MFC-C6E-GDEL-XX এই মডেলটির দাম কত

    বর্তমানে মার্সেলের এই মডেলটির দাম ধরা হয়েছে 42 হাজার 490 টাকা তবে ঈদ উপলক্ষে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 40 হাজারের মধ্যেই পাওয়া যাবে তবে বিভিন্ন শোরুমে গেলে তাদের বিভিন্ন গিফট ভাউচার সহ অন্যান্য প্যাকেজ সুবিধাও পেয়ে থাকতে পারেন। ঈদ উপলক্ষে সৃষ্টিতে বিশেষ ভাবে ছাড় দিচ্ছে মার্সেল কোম্পানি।


    MFE-C5H-ELNX-XX

    যার আমার ছেলের এই মডেলের ফ্রিজ টি কিনতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে বিশেষ ডিসকাউন্ট শুধুমাত্র ঈদ উপলক্ষে। এই মার্সেলের এই মডেলের ফ্রিজে বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 41 হাজার 490 টাকা তবে এই ফ্রিজটির 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 39 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সেই যে আগের মতোই সেম কনফিগারেশন ব্যবহার করা হয়েছে তবে এটা কালার এবং ডিজাইনের দিকে একটু ভিন্ন।

    মার্সেল ফ্রিজের দাম ২০২২


    তবে যারা ইউনিক একটি ডিজাইন চাচ্ছেন তাদের জন্য একটি ভালো হবে এটি একটি সিলভার কালার ফ্রিজ। ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার কারণে বৈদ্যুতিক বিল কম আসবে সেই সাথে খাবারের মান ভালো রাখবে এবং উন্নত মানের গ্যাস ব্যবহার করা হয়েছে যার কারণে খাবারের মান ভালো থাকবে এবং উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যা বিএসটিআই অনুমোদিত।


    MFE-C5H-ELNX-XX দাম কত

    মার্সেল ফ্রিজের এই মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে বর্তমান বাজার মূল্য 42 হাজার 490 টাকা তবে ঈদ উপলক্ষে ফ্রিজের 2000 টাকা ডিসকাউন্ট 41 হাজার টাকায় পাওয়া যাচ্ছে তবে শোরুম ভেদে এটার দাম এবং বিভিন্ন অফার নির্ধারিত থাকবে না তবে কোন কোন শোরুমে তাদের বেচাকেনার স্বার্থে বিভিন্ন রকম অফার দিচ্ছে অথবা ঈদ উপলক্ষে বিভিন্ন রকম অফার দিচ্ছে।


    ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২ ঈদ অফার, ওয়ালটন ফ্রিজ কেমন?


    অল্প দামে মার্সেল ফ্রিজ

    MFA-B4D-GDEL-US 30 হাজার টাকা বাজেটের মধ্যে এই মডেলের সৃষ্টি পাওয়া যাচ্ছে। উপরের দুটি মডেলের কথা আমরা বিবেচনা করেছি সেখানে 40000 টাকার মধ্যে আগের মডেল গুলো পেয়ে যাবেন তবে 30 হাজার টাকা বাজেটের মধ্যে যাদের  কিনার চিন্তাভাবনা রয়েছে তার আমার মার্সেলের MFA-B4D-GDEL-US  এই মডেলের সৃষ্টি নিতে পারেন।

    মার্সেল ফ্রিজের দাম ২০২২


    মার্সেলের এই মডেলের ফ্রিজে উপরে ডিপ ফ্রিজ আর নিচে নর্মাল সেকশন ব্যবহার করা হয়েছে। এটি একটি ফ্রস্ট ফ্রিজ উন্নত মানের গ্যাস কিট ব্যবহার করা হয়েছে যার কারণে খাবারের গন্ধ হবে না তবে এই গ্যাসকেট মাঝে মাঝে আপনারা খুলে পরিষ্কার করতে পারবেন খুব সহজেই এটি মাসে বা বছরে যখন ময়লা জমলে তখন আপনারা যেকোনো সময় খুলে এটি পরিষ্কার করতে পারবেন এটি তো উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যা বিএসটিআই অনুমোদিত।


    MFA-B4D-GDEL-US দাম কত

    বর্তমান বাজার মূল্য 29 হাজার 500 টাকা তবে ডিসকাউন্ট সহ অন্যান্য অফার বিভিন্ন শোরুমে হয়ে থাকে। তাই যারা এই মডেলের সৃষ্টি নিতে চাচ্ছেন তার আমার ছেলের যেকোন শো-রুমে গেলে খুব সহজেই কিনতে পারবেন। অল্প দামের মধ্যে খুবই ভাল একটি ফ্রিজ।


    কিস্তিতে ওয়ালটন ফ্রিজের দাম | কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কেনার নিয়ম


    মার্সেল ফ্রিজ দিয়ে বিস্তারিত তথ্য

    বর্তমান বাজারে মার্সেল ফ্রিজের ডিমান্ড প্রতিনিয়ত বাড়ছে কারন মার্সেল ফ্রিজ ওয়ালটনের পরে অবস্থান করছে দেশীয় কোম্পানি হিসেবে বর্তমানে ব্যাপক সুনাম এর সাথে ফ্রিজ গুলো তৈরি করছে মার্সেল কোম্পানির তাই মানুষের চাহিদার দিক দিয়ে বিবেচনা করে এবং সাধ্যের মধ্যে মার্সেল ফ্রিজ পাওয়া যাচ্ছে এই ফ্রিজ গুলো আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আমরা কিস্তির মাধ্যমে কিভাবে নিবেন সে বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করেছি।


    মার্সেল ফ্রিজ ১৬ সেফটি দাম কত

    মার্সেল ফ্রিজ ১৬ সেফটি দাম বর্তমান বাজারমূল্য অনুযায়ী 71 হাজার 900 টাকা। এই ফ্রিজে নেট ভলিয়ম 996 লিটার। ইটের মোট আয়তন রয়েছে 140 মিটার পর্যন্ত। সেইসাথে ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এর সাথে রয়েছে তালা এবং তামা এবং এটাতে উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। যা খাবারের মান 20 থেকে 25 দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে।


    কিস্তিতে ল্যাপটপ কেনার নিয়ম | ছাত্রদের জন্য কিস্তিতে ল্যাপটপ


    মার্সেল ফ্রিজ ১২ সেফটি দাম কত

    মার্সেল ফ্রিজ ১২ সেফটি দাম বর্তমান বাজারমূল্য অনুযায়ী 36 হাজার 500 টাকা। 348 লিটার ধারণক্ষমতা আর আকর্ষণীয় মডেলের সৃষ্টিতে দাম নির্ধারণ করা হয়েছে 36 হাজার 500 টাকা মাত্র। এই ফ্রিজে উন্নত মানের টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা খাবারকে 14 থেকে 25 দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। আর এটার মাসে বৈদ্যুতিক বিল আসবে মাত্র 60 থেকে 120 টাকা পর্যন্ত।


    মার্সেল ফ্রিজ 14 সেফটি দাম কত

    মার্সেল 14 সেফটি ফ্রিজের দাম নির্ধারণ করা হয়েছে 38 হাজার 900 টাকা বর্তমান বাজারমূল্য অনুযায়ী বাংলাদেশের যেকোনো মার্সেল শোরুম গেলে খুব সহজেই ফ্রিজ কিনতে পারবেন এই 14 সেফটি ফ্রিজ আপনি চাইলে কিস্তির মাধ্যমে কিনতে পারবেন মার্সেল ফ্রিজের কিস্তি সুবিধা চালু আছে আমরা কিস্তি নিয়ে বিস্তারিত ভাবে তুলে ধরব কিভাবে কিস্তির মাধ্যমে মার্সেল ফ্রিজ কিনতে পারবেন।


    মার্সেল ফ্রিজ 10 সেফটি দাম কত

    মার্সেলের 10 সেফটি ফ্রিজের দাম 30 হাজার 500 টাকা করা হয়েছে। কম বাজেটের মধ্যে মার্সেলের 10 সেফটি ফ্রিজের এটাই সর্বনিম্ন বাজেট। তাই যারা দর্শকদের মধ্যে শেষ করছেন তারা 30000 টাকার মধ্যে মার্সেলের এই সিরিজটি খুব সহজে কিনতে পারবেন বাংলাদেশের যেকোন মার্সেল আউটলেটে গেলে ওষুধের সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিবে তাছাড়া আজকে আমরা জানিয়ে দিচ্ছি মার্সেলের এই ফ্রিজ এ উন্নত মানের টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার কারণে বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে।


    এলজি ফ্রিজের মূল্য তালিকা ২০২২ | কিস্তিতে এলজি ফ্রিজ কেনার নিয়ম


    মার্সেল ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম

    মার্শালের যেকোনো ফ্রিজ আপনি চাইলে কিস্তির মাধ্যমে তুলতে পারবেন। বাংলাদেশের যেকোনো মার্সেল শোরুম এ গেলে তারা কিস্তি নিয়ে বিস্তারিত তথ্য আপনাকে জানিয়ে দিবে তাছাড়া আজকে আমরা জানিয়ে দিব এর মাধ্যমে কিভাবে মার্সেল ফ্রিজ কিনতে পারবেন।


    আপনি যদি মার্সেল শোরুম একই মার্সেলের যেকোনো ফ্রিজ পছন্দ করে কিস্তির মাধ্যমে খুব সহজে কিনতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 30 পার্সেন্ট ডাউন পেমেন্ট দেওয়া লাগবে। ডাউনপেমেন্ট বলতে বলা হয়েছে এখানে আপনাকে অগ্রিম কিছু টাকা পেমেন্ট করা লাগবে সেটা 30% অথবা 40% এটা এটা সম্পূর্ণ নির্ভর করে আলোচনার ভিত্তিতে তাই আপনি চাইলে খুব সহজেই 10 থেকে 12 হাজার টাকা জমা দিয়ে মারছিল যে কোন ব্যান্ডের ফ্রিজ আপনি কিনতে পারবেন তবে পরবর্তী মাস থেকে আপনাকে ছয় মাস পর্যন্ত কিস্তি দিতে হবে এক্ষেত্রে আপনাকে কোন ইন্টারেস্ট বা বাড়তি কোন টাকা প্রদান করতে হবে না।


    তাদের দেওয়া কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো যদি আপনি ভালোমতো ফলো করেন তাহলে মার্সেলের  যে কোন ব্যান্ডের প্লিজ আপনি অনায়াসেই কিস্তির মাধ্যমে তুলতে পারবেন। তাদের দেওয়া রিকোয়ারমেন্ট গুলো নিয়ে অবশ্যই মার্সেলের যেকোন শো-রুমে গেলেই আপনারা কিস্তির মাধ্যমে কিনতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক মার্সেল ফ্রিজ কিস্তিতে কিনতে হলে কি কি লাগবে।


    মার্সেল ফ্রিজ কিস্তিতে নিতে কি কি লাগবে

    আপনি যদি মার্সেল ফ্রিজ কিস্তিতে কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে তাদের দেওয়া রিকোয়ারমেন্ট গুলো পূরণ করা লাগবে। এবং 30 পার্সেন্ট ডাউন পেমেন্ট করা লাগবে পরবর্তীতে মিলগুলো আপনাকে ছয় মাসের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করতে হবে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোন ইন্টারেস্ট দেওয়া লাগবে না। যেটা দাম নির্ধারণ করা হয়েছে সেটা আপনাকে ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে পরবর্তীতে পরিশোধ করতে দেরি হলে সেই মাসের ভিত্তিতে আপনাকে ইন্টারেস্ট প্রদান করতে হবে যদি ছয় মাস পার হয়।


    • এনআইডি কার্ডের ফটোকপি
    • এক কপি পাসপোর্ট সাইজের ছবি
    • ব্যাংকের স্টেটমেন্ট
    • বাসার বিদ্যুৎ বিল এর ফটোকপি
    • দুইজন গ্যারান্টার নিকটাত্মীয়ের মধ্যে


    এই কাগজপত্রগুলো নিয়ে মার্সেল এর যেকোন শো-রুমে গেলে খুব সহজেই আপনি কিস্তির মাধ্যমে তুলতে পারবেন তবে অবশ্যই এটা মনে রাখবেন আপনি ডাউনপেমেন্ট যত বেশি দিতেন পরবর্তীতে কিস্তির রেট আপনার তত কম হবে আপনি যদি ডাউনপেমেন্ট কম দেন তাহলে পরবর্তীতে আপনার কিস্তির পরিমাণ বেড়ে যাবে তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে ছয় মাসের মধ্যে সম্পূর্ণ কিস্তি পরিশোধ করতে হবে।


    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন