বিকাশ টাকা দেখার নিয়ম? | বিকাশ থেকে টাকা ইনকাম | বিকাশ মালিকানা পরিবর্তন

     

    বিকাশ টাকা দেখার নিয়ম? | বিকাশ থেকে টাকা ইনকাম | বিকাশ মালিকানা পরিবর্তন

    বিকাশ অ্যাপ

    আজকে আমরা আপনাদের সঙ্গে বিকাশ নিয়ে যাবতীয় সকল তথ্য আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের এই কনটেন্ট থেকে উপকৃত হবেন। আমরা বিকাশ ব্যবহার করে না এমন মানুষ কমই আছে। আমরা এখন প্রায় সকলেই বিকাশ ব্যবহার করে থাকি। আমরা বিকাশ অ্যাপ এর মাধ্যমে অনেক সহজে লেনদেন করতে পারি। বিকাশ অ্যাপ ব্যবহার করা আমাদের জন্য অনেক সুবিধাজনক। 


    বিকাশ অ্যাপ এ আমরা বাংলা এবং ইংরেজি যেকোনো ভাষায় ব্যবহার করতে পারি। সুতরাং আমরা যে ইংলিশ পারি না তারাও খুব সহজেই বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারব। বিকাশ সম্পর্কে বিকাশ অ্যাপ এ আপনি সকল বিষয় খুব সহজে জানতে পারবেন। বিকাশ অ্যাপ থেকে আপনি দেখতে পারবেন লেনদেনের পরিমাণ কোথায় লেনদেন করেছেন তার সম্পর্কে এককথায় সবকিছুই বিকাশ অ্যাপ থেকে দেখা সম্ভব। এখন আমরা প্রায় মানুষ বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকি আমাদের সুবিধার জন্য।

    বিকাশ টাকা দেখার নিয়ম?

    আপনি যদি বিকাশ অ্যাপ এর মাধ্যমে টাকা দেখতে চান তাহলে খুব সহজেই আপনি টাকা দেখতে পারেন। কিন্তু আপনি যদি মোবাইল প্যাড থেকে ডায়াল করে টাকা দেখতে চান তাহলে আপনাকে কয়েকধাপ পর্যন্ত যেতে হবে।


    ধাপগুলো হলো :

    • প্রথমে আপনাকে * 247# তুলে ডায়াল করতে হবে।

    •  তারপরে 8 নাম্বারে মাই বিকাশ লিখা আছে সেখানে 8 সেন্ড করতে হবে।

    • তারপরে আপনাকে আরেক ধাপে নিয়ে যাবে সেখানে 1 নাম্বারে চেক ব্যালেন্স লেখা থাকবে সেখানে 1 লিখে ডায়াল করতে হবে।

    • এবার আরেকটি নতুন ধাপে নিয়ে যাবে সেখানে আপনার কাছ থেকে আপনার পিন নাম্বারটি চাইবে সেখানে বসিয়ে দিলে আপনি আপনার বিকাশে কত টাকা আছে দেখতে পাবেন।

    বিকাশ ক্যাশ আউট চার্জ কত?

    আমরা হয়তো সকলেই জানি বিকাশ ক্যাশ আউট চার্জ কত। যারা জানেননা বিকাশ থেকে ক্যাশ আউট করতে হলে কত টাকা চার্জ কাটে তারা এই আর্টিকেল থেকেই স্পষ্ট বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিকাশ থেকে যদি আপনি ক্যাশ আউট করেন তবে 1000 এ 18 টাকা চার্জ কাটে। আপনি যদি 10 হাজার টাকা ক্যাশ আউট করতে চান তাহলে 10*18=180 টাকার মত কাটবে। আমরা ইতিমধ্যে সকলেই জানি সবচেয়ে বিকাশে চার্জ বেশি কাটে ক্যাশআউট করার সময়। বিকাশে যদি আপনি ক্যাশ আউট করেন তাহলে 100 টাকায় 1.75 টাকা চার্জ কাটবে। এটাই বিকাশ ক্যাশ আউট চার্জ এর হিসাব নিকাশ। আশা করি বুঝতে পেরেছেন।

    বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার

    আমরা এখন সকলে বিকাশ ব্যবহার করে থাকি। আমাদের সকলের জানা উচিত বিকাশ কাস্টমার কেয়ারের নাম্বারটা। কেননা অনেক সময় আমাদের বিকাশের সমস্যা হয়ে থাকে। তখন আমাদের সেই সমস্যাটি সমাধান করার জন্য কাস্টমার কেয়ারে ফোন দিতে হয়। কিন্তু আমরা যদি নাম্বারটি দেয়া যায় তাহলে কিভাবে ফোন দেব তাই আমাদের বিকাশ কাস্টমার কেয়ারের নাম্বারটা জানা জরুরী। বিকাশ কাস্টমার কেয়ারে আমরা অনেক রকম কাজে ফোন দিয়ে থাকে যেমন, পিন নাম্বার ভুলে গেলে তা সংশোধন করার জন্য, বিকাশ রিসেট করতে, বিকাশ থেকে তথ্য জানতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার টি হল : 16247

    বিকাশ থেকে টাকা ইনকাম

    আমরা অনেক সময় অনেকের মুখ থেকে শুনে থাকি বিকাশ থেকে টাকা ইনকাম করা যায়। আমরা অনেকেই জানিনা আসলেই কি বিকাশ থেকে টাকা ইনকাম করা সম্ভব নাকি সম্ভব না। আজকে আমরা আপনাদের সঙ্গে এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন।

    আসলেই বিকাশ একাউন্ট থেকে টাকা ইনকাম করা সম্ভব। হয়তো অনেকেই ভাবছেন এ কিভাবে টাকা ইনকাম করা সম্ভব।


    আমরা অনেক রকম ভাবে বিকাশ অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারি। যেমন, লেনদেনের উপর ভিত্তি করে টাকা ইনকাম করতে পারবেন। বিকাশে কয়েক রকম ধাপ রয়েছে যেমন ব্রোঞ্জ, সিলভার, টাইটেনিয়াম, গোল্ড, প্লাটিনাম, হীরা প্রতিটি স্তরের জন্য আপনার কোন না কোন পুরস্কার থাকবে। আপনি রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করেও টাকা ইনকাম করতে পারবেন। যত বেশি লেনদেন করবেন তত বেশি রিওয়ার্ড পয়েন্ট পাবেন। আপনার রিওয়ার্ড পয়েন্ট কেটে দিয়ে আপনাকে টাকা প্রদান করা হবে এভাবেই রিওয়ার্ড পয়েন্ট থেকে টাকা ইনকাম করা সম্ভব।

    বিকাশে টাকা পাঠানোর নিয়ম

    আমরা যেহেতু সকলেই বিকাশ ব্যবহার করে থাকি। সেহেতু আমরা প্রায়ই মানুষ ওই বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে হয়তো অবগত রয়েছি। যারা বিকাশের টাকা পাঠাতে জানেন না আশা করি এখন থেকে আপনারাও খুব সহজে বিকাশ থেকে টাকা পাঠাতে পারবেন ইনশাআল্লাহ।


    • যদি আপনি বিকাশ অ্যাপ থেকে টাকা পাঠাতে চান তাহলে আপনি বিকাশ অ্যাপ এ ঢোকার সঙ্গে সঙ্গে কয়েকটি অপশন দেখতে পারবেন সেখানে দেখবেন সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ ইত্যাদি অপশন থাকবে সেগুলো থেকে আপনি যেটা করতেছো সেটা করতে পারবেন।

    • আপনি যদি ক্যাশ আউট করতে চান তাহলে ক্যাশ আউট এর ওপর আলতো ভাবে ক্লিক করুন।

    • তারপর আপনার কাছ থেকে একটি নাম্বার চাওয়া হবে আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে চান সেই নাম্বার টি বসাতে হবে।

    • তারপরে আপনি কত টাকা পাঠাতে চান তা লিখতে হবে।

    • তারপর আপনার কাছ থেকে পিন নাম্বার চাওয়া হবে পিন নাম্বারটি বসে টেপ করে ধরে রাখলে টাকা চলে যাবে।


    আর যদি আপনি মোবাইল প্যাড ব্যবহার করে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে প্রথমত যে কাজগুলো করতে হবে তা নিচে দেওয়া হল :


    • *147# ডায়াল করতে হবে।

    • প্রথমে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, মাই বিকাশ ইত্যাদি অপশন দেখতে পাবেন।

    • আপনি যেটা করতে চান কত নাম্বার ডায়াল প্যাডে তুলে সেন্ড করুন।

    • পরবর্তী ধাপে যাওয়ার পর আপনার কাছ থেকে ফোন নাম্বার চাওয়া হবে। আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে চান সেই নাম্বারটি তুলতে হবে। তারপরে আবার সেন্ড করতে হবে।

    • পরবর্তী ধাপে নিয়ে যাবে আপনাকে। সেখান আপনাকে জিজ্ঞেস করবে আপনি কত টাকা পাঠাতে চান। টাকার পরিমাণ টা বসাবেন এবং পরবর্তীতে পিন নাম্বার টি দিবেন তাহলে ওই নাম্বারে আপনার কাছ থেকে টাকা টা চলে যাবে।

    বিকাশ সেন্ড মানি খরচ

    আমরা অনেকেই জানিনা বিকাশে সেন্ড মানি করলে কত টাকা খরচ হয় তার সম্পর্কে। আজকে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।


    বিকাশ থেকে যদি আমরা সেন্ড মানি করে থাকি তাহলে আমাদের কাছ থেকে হাজারে 5 টাকা চার্জ নেওয়া হতো। বিকাশ এখন আমাদের সুবিধার জন্য যেকোনো পাঁচটি নাম্বারে সেন্ড মানি করা ফ্রি করে দিয়েছেন। কিন্তু আমরা 5 টির বেশি নাম্বারে সেন্ড মানি করতে গেলে আমাদের থেকে চার্জ কাটা হবে হাজার 5 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিকাশ থেকে সেন্ড মানি করলে কত টাকা খরচ হয় সে সম্পর্কে।

    বিকাশ সেভিংস

    আমরা অনেকেই বিকাশের সঙ্গে পরিচিত কিন্তু আমরা বিকাশ সেভিংস এর সঙ্গে পরিচিত নয়। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বিকাশ সেভিংস সম্পর্কে বিস্তারিত।

    বিকাশ সেভিংস এর মাধ্যমে আমরা খুব সহজেই টাকা সেভিংস করতে পারি। বিকাশ হবে প্রতি মাসে যত টাকা জমা দিলে কত টাকা সেভিংস স্কিম কেটে নিবে। এবং আপনার মেয়াদ শেষ হলে আপনার টাকা লাভ সহ আসল ফেরত দিয়ে দেবে। এভাবে আপনি আপনার বিকাশ একাউন্টে সেভিংস করতে পারেন।

    বিকাশ একাউন্ট কার নামে আছে

    এই প্রশ্নটিই অনেকেই করে থাকেন যে বিকাশ একাউন্ট কার নামে আছে তা দেখবো কিভাবে বা জানবো কিভাবে। আজকে সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আসলে বিকাশ একাউন্ট কার নামে বা কার আইডি কার্ড দিয়ে খোলা আছে তা জানার কোন উপায় নেই। যদি আপনার যাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাকে বিকাশের অফিসে যেতে হবে অথবা 16247 এ নাম্বারে কল দিয়ে বিকাশ এজেন্ট থেকে জেনে নিতে হবে। এছাড়া বিকাশ একাউন্ট কার নামে আছে তা জানা সম্ভব নয়।

    বিকাশ মালিকানা পরিবর্তন

    আমরা অনেক সময়ই বিকাশ মালিকানা পরিবর্তন করতে চাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিকাশ মালিকানা পরিবর্তন কিভাবে করে তা নিয়ে।


    • বিকাশ এর মালিকানা পরিবর্তন করতে হলে যার নামে বিকাশ খোলা রয়েছে থাকি শশরীরে উপস্থিত হতে হবে। এনআইডি কার্ড সঙ্গে নিতে হবে।

    • নতুন জানাবে অ্যাকাউন্টটি খুলবেন তার এনআইডি কার্ড এবং ছবি সঙ্গে নিতে হবে।

    • বিকাশ একাউন্টের ব্যালেন্স 0 করতে হবে।

    মূলতো এগুলো করলে বিকাশ একাউন্ট এর মালিকানা চেঞ্জ করা যাবে।

    বিকাশ অ্যাপ দিয়ে টাকা ইনকাম

    আমরা অনেকেই জানি না বিকাশ অ্যাপ দিয়ে টাকা ইনকাম করা যায় কি যায় না তার সম্পর্কে। আসলে বিকাশ অ্যাপ দিয়ে টাকা ইনকাম করা সম্ভব। এর জন্য আপনাকে বিকাশে অনেক বেশি লেনদেন করতে হবে। যত বেশি লেদের করবেন আপনি তত বেশি রিওয়ার্ড পয়েন্ট পাবেন। রিওয়ার্ড পয়েন্ট এর মাধ্যমে আপনি টাকা পাবেন। আপনার কাছে রিওয়ার্ড পয়েন্ট জমা হলে রিওয়ার্ড পয়েন্ট কেটে দিয়ে আপনাকে টাকা বিকাশে দেওয়া হবে।


    5000 রেওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি 50, 60, 70 টাকা পর্যন্ত পেতে পারেন। আপনার বিকাশ একাউন্ট থেকে আপনি যত বেশি টাকার লেনদেন করবেন আপনার রিওয়ার্ড পয়েন্ট তত বেশি বৃদ্ধি পাবে। সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। মূলত এভাবেই বিকাশ অ্যাপ থেকে টাকা ইনকাম করা যায়।



    1 মন্তব্যসমূহ

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment

    নবীনতর পূর্বতন