মোটরসাইকেল মালিকানা পরিবর্তন ফি কত ২০২৩ ( নতুন নিয়ম )

    সরকারি অর্থায়নে ফ্রি কম্পিউটার আইটি কোর্স


    দেশে দৈনন্দিন মোটরসাইকেল এর চাহিদা বাড়তেই আছে। দ্রুত চলাফেরা করার জন্যই মানুষ মূলত মোটরসাইকেল বা বাইক কিনে থাকে এক্ষেত্রে অনেকেই নতুন এবং পুরাতন মোটরসাইকেল কেনাকাটা করে থাকে। এক্ষেত্রে কেউ যদি পুরাতন মোটরসাইকেল কিনে তাহলে অবশ্যই তাকে মালিকানা পরিবর্তন করে নিতে হবে


    মালিকানা পরিবর্তন না করা পর্যন্ত আপনি বৈধভাবে ওই মোটরসাইকেলের দাবিদার হতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনার নামে মালিকানা পরিবর্তন করে না নিবেন ততদিন পর্যন্ত আপনাকে পুলিশি হয়রানি অথবা মামলা মোকাম মধ্যে পড়তে হবে। তাই অবশ্যই মোটরসাইকেল নতুন অথবা পুরাতন কিনার পরেই তৎক্ষণিকভাবে কাগজপত্র আপনার নামে করে নিতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক


    মোটরসাইকেল মালিকানা পরিবর্তন ফি কত ২০২৩

    মোটরসাইকেল মালিকানা পরিবর্তন করতে ১০০ সিসি মোটরসাইকেলের জন্য ফি ৪২০০ টাকা। ১০০ সিসির বেশি মোটরসাইকেল হলে ফি বাবদ খরচ হবে ৫৬০০ টাকা। কাগজ তৈরি হয়ে গেলে বিআরটিএ তে গিয়ে নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে হবে


    এরপরে মূলত ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতে বাইকের ইনস্ট্রাকশন করা হবে। এরপরে নতুন নিয়মে নতুন মালিকানা অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু করা হবে। তবে এক্ষেত্রে আপনাদের জেনে রাখা উচিত যে কাগজ জমা দেওয়ার পরে ইনস্পেকশন ও নতুন মালিকানা অনুযায়ী নাম্বার না আসা পর্যন্ত কিছুদিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে


    এক নজরে মোটরসাইকেল মালিকানা পরিবর্তন খরচ

    • ০০-১০০ সিসি মোটরসাইকেলের জন্য মালিকানা ফি ২১২৮ টাকা
    • ১০০-২০০ সিসি মোটরসাইকেলের জন্য মালিকানা ফি ২৬৬৫ টাকা টাকা
    • ২০০ সিসির ডিজিটাল নাম্বার প্লেটের জন্য খরচ ২২৬০ টাকা
    • ০০-২০০ সিসির ৫৫৫ টাকা দিতে হয় ডিজিটাল ব্লু বুকের জন্য
    • ২০০ সিসি বাইকের জন্য প্রতিলিপি ফি বাবদ দিতে হয় ৩৪৫ টাকা


    মোটরসাইকেল মালিকানা পরিবর্তন ফরম

    মোটরসাইকেল মালিকালা পরিবর্তন ফরমে নিজের নাম এবং পিতা এবং স্থানীয় ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। মোটরসাইকেল মালিকানা পরিবর্তনের জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ইন্সুরেন্স এর সার্টিফিকেট যুক্ত করতে হবে মালিকানা পরিবর্তন ফরম এর সাথে


    মোটরসাইকেল মালিকানা পরিবর্তনের ফরম ডাউনলোড করার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং উপরের দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেল মালিকানা পরিবর্তনের ফরমটি পূরণ করুন


    মোটরসাইকেল মালিকানা পরিবর্তন ফরম PDF


    বাইকের মালিকানা পরিবর্তন না করলে

    বাইকের মালিকানা পরিবর্তন না করলে ২০১৮ এর ৭৪ ধারা অনুযায়ী এটি একটি অপরাধমূলক কাজে নিয়োজিত হবে। মালিকানা পরিবর্তন না করলে ক্রেতাকে অনধিক এক মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। 


    যানবাহনের মালিকানা পরিবর্তন করা নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ জরুরি বিজ্ঞপ্তি মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে। যারা পুরাতন মোটরসাইকেল কিনে থাকেন অথবা কেনার সিদ্ধান্ত নিচ্ছেন তারা অবশ্যই পুরাতন মোটরসাইকেল কেনার পরে তৎক্ষণিকভাবেই মালিকানা পরিবর্তনের রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে


    টিকটক থেকে টাকা ইনকাম পদ্ধতি।


    মোটরসাইকেল মালিকানা পরিবর্তনের নিয়ম

    মোটরসাইকেল মালিকানা পরিবর্তনের জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই টিটিও ফরম পূরণ করতে হবে। প্রয়োজনীয় ফি রমাদানের রশিদ। ক্রেতার টিন সার্টিফিকেট সত্যায়িত একটি কপি। মূল রেজিস্ট্রেশন সনদ এবং ডিজিটাল রেজিস্ট্রেশন এর প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো। ছবি এবং জুডিশিয়াল স্টাম্পের ক্রেতার হলফনামা থাকতে হবে


    মোটরসাইকেল ক্রেতাকে যা করা লাগবে

    • পূরণ কৃত এবং স্বাক্ষর টিটিও ফরম পূরণ
    • ক্রেতার প্রয়োজনীয় ফি সমাধানের রশিদ
    • ক্রেতা টিন সার্টিফিকেটের সত্যায়িত একটি কপি
    • মূল রেজিস্ট্রেশন/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট
    • ছবিসহ জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা
    • কে তার নাম স্বাক্ষর ইংরেজিতে এবং পিতা মাতার নাম সহ
    • রঙ্গিন সাইজের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি
    • ফটো সহ ফরমেট যাবতীয় তথ্যপূরণ

    মোটরসাইকেল বিক্রেতাকে যা করা লাগবে

    •  ফরম এবং বিক্রয় রশিদ স্বাক্ষর প্রয়োজনীয় তথ্য পূরণ
    • বিক্রেতার ছবিসহ বিক্রয় হালফনামা প্রদান
    • বিক্রেতা কোম্পানি হলে ইন্টিমেশন প্রদান
    • বোর্ড রেজুলেশন এবং অথরাইজেশন পত্র প্রদান
    • মোটরসাইকেল কোন প্রতিষ্ঠানে নিকট দায়বদ্ধ থাকলে ছাড়পত্র সংগ্রহ করা


     সরকারি অর্থায়নে ফ্রি কম্পিউটার আইটি কোর্স


    মালিকানা পরিবর্তন হলফনামা

    মালিকানা পরিবর্তনের হলফনামা হিসেবে গাড়িটি এতদিন ছিল অফিসিয়ালি অন্য একটি মালিকের। এজন্য গাড়ি ক্রয়ের সাথে সাথে বিক্রেতার নিকট গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সহ বিক্রয়ের রশিদ এবং টিও ফর্ম পূরণ করে ২৫০ টাকার নন জুডিশিয়াল স্টাম্পের মাধ্যমে হলফনামা প্রদান করতে হবে সেই সাথে স্বাক্ষর করে তা প্রদান করতে হবে। এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলো এটাস্ট করে বিআরটি এর সার্কেল অফিসের মাধ্যমে জমা দিতে হবে

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন