এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার | গ্রামীন সিম থেকে টাকা ট্রান্সফার

    এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার  গ্রামীন সিম থেকে টাকা ট্রান্সফার

    এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার নিয়ে আমরা এখানে আলোচনা করব আশা করি আমাদের এ সকল ইনফরমেশন থেকে আপনার অনেক উপকৃত হবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। বাংলাদেশ এ 2022 সালে গ্রামীণফোনের ইউজার সংখ্যা প্রায় 16 কোটি ছাড়িয়ে গেছে এবং এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। 


    তাহলে চলুন আজকে আমরা জেনে নেই কিভাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যেতে পারে। এবং গ্রামীন সিম থেকে অন্যান্য অপারেটরের টাকা ট্রান্সফার কিভাবে করে এই নিয়ে বিস্তারিত জানিয়ে দিবো তাছাড়া ও আলোচনা করব রবি থেকে এবং টেলিটক থেকে বা অন্যান্য অপারেটর থেকে কিভাবে আপনি অন্য সিমে টাকা ট্রান্সফার করবেন। 


    জিপি থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার

    সময়ের স্বল্পতার কারণে আমরা অনেকেই ফ্লেক্সিলোডের দোকানে গিয়ে আমাদের মোবাইল ফোনে রিচার্জ করার জন্য তেমন সময় থাকেনা। এই কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয় সেজন্য অপারেটর কম্পানি গ্রামীণফোন তার ইউজারদের জন্য একটি বড় সুবিধা নিয়ে এসেছে ব্যালেন্স ট্রান্সফারের জন্য। তবে এই সুবিধা আরো ভালোভাবে গ্রাহকরা পেতে পারে গ্রামীণফোন অ্যাপের মাধ্যমে ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে মাই জিপি সার্চ দিন এবং সেই অ্যাপটি ডাউনলোড করে ফেলুন ব্যালেন্স ট্রান্সফারের জন্য যে প্রসিডিউর গ্রহণ করতে হবে সেগুলো নিম্নে দেয়া হল:

    • প্রথমত ডায়াল করুন *121*500#
    • তারপর দ্বিতীয় অপশনটি সিলেক্ট করুন।
    • মোবাইল ফোন নাম্বারটি লিখুন ।
    • কত টাকা পাঠাতে চান টাকার পরিমাণ লিখুন।
    • প্রতিবারে আপনি 10 থেকে 100 টাকা পর্যন্ত পাঠাতে পারবে।
    • তারপর আপনার পিন নাম্বার দিন।

    এই পদ্ধতি গুলো ফলো করলে আশা করা যায় আপনার এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার সম্পূর্ণ হবে। উপরের দেওয়া প্রত্যেকটি step-by-step ফলো করলে খুব সহজেই আপনি আপনার টাকা অন্যান্য অপারেটরের সেন্ড করতে পারবেন অথবা নিজ অপারেটরকেই সেন্ড করতে পারবেন। 


    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    রবি থেকে টাকা ট্রান্সফার কোড

    রবি কোম্পানি তার গ্রাহকদের সুবিধার জন্য গ্রামীণফোন এর মতই সব দিক থেকে এগিয়ে যাচ্ছে রবি সিম ইউজাররাও রবি কোম্পানি থেকে যেকোন সেবা পেতে মাই রবি অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই রবি থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন আরো অন্যান্য সিমের মতো এখানেও কিছু প্রসিডিউর ফলো করতে হয় নিম্নে সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো:

    • কোড লিখে টাকা ট্রান্সফার করতে *140*6*2# ডায়াল করুন
    • কত টাকা পাঠাতে চান নির্ধারণ করুন।
    • তারপর সেন্ড করুন।
    • যে নাম্বারে টাকা পাঠাবেন নাম্বারটি লিখুন।
    • এরপর সেন্ড করুন।
    • এখানে আপনার পিন নাম্বারটি দিন।
    • এবার সেন্ড করলেই।

    জিপি থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার

    বাংলাদেশ গ্রামীণফোন সবচাইতে বড় একটি জায়গা নিয়ে আছে অন্যান্য সিম কোম্পানির তুলনায়। জিপি থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফারের জন্য অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয় আজকে আমরা সেই ধাপগুলো সম্পর্কে বিস্তারিত জানব এটি টাচফোন হলে অ্যাপ এর মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার খুব সহজেই করা যায় আর যদি কোর্টের মাধ্যমে করতে চাই তাহলে নিম্নের নিয়মগুলো অনুসরণ করতে থাকুন।

    • প্রথমে ডায়াল করুন *121*1500# ডায়াল করুন।
    • এরপর 3 নাম্বার অপশন দিতে চান।
    • পূর্বের নির্ধারিত পিনটি লিখুন।
    • এরপর নতুন পিন্টি নির্ধারণ করুন।
    • এসএমএস এর বিকল্পে জান।
    • বার্তা নির্বাচন করুন।
    • পাঠিয়ে দিন 1000 নম্বরে।


    জিপিতে ব্যালেন্স ট্রান্সফারের পিন ভুলে গেলে যা করব

    বর্তমানে আমাদের মাঝে সবচেয়ে বড় সমস্যা হল পিন ভুলে যাওয়া এই সমস্যার সমাধানের জন্য সিম কোম্পানিগুলো কিছু বিশেষ সুবিধা রেখে দিয়েছে। তাই কোন ভাবে যদি আপনার পিন হারিয়ে যায় বা আপনার পিন আপনি ভুলে যান তাহলে আপনি মাই জিপি এপ এ গিয়ে আপনার এ সমস্যাটি সমাধান করতে পারেন। আবার জিপি কাস্টমার কেয়ারে কল দিয়ে নির্দিষ্ট সেবা গ্রহণ করতে পারেন। তাদের কাস্টমার সেন্টারে ফোন দিয়ে আপনি আপনার ব্যালেন্স ট্রান্সফারের পিন ভুলে গেলে সেটি জানতে পারবেন তবে সামান্য ছোটখাটো আপনাকে হয়তো বা ভেরিফিকেশনের জন্য যাচাই করতে পারে সেটা যদি সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারেন তাহলে আপনার ট্রান্সফারের পিন তারা দিয়ে দিবে। 


    জিপি থেকে টেলিটকে ব্যালেন্স ট্রান্সফার

    আমরা সবাই জানি টেলিটক হল সরকারি সিম। যেহেতু টেলিটক একটি সরকারি সিম তাই এর সুযোগ সুবিধা সবদিক থেকে অনেক বেশি যা অন্য কোন সিম কোম্পানি দিতে পারেনা। এখানে আমরা জানবো জিপি থেকে টেলিটকে ব্যালেন্স পাঠানো অত্যন্ত সহজ প্রক্রিয়ায় হয়ে থাকে। এজন্য আপনাকে কিছু সাধারন কোড ডায়াল করলেই সম্পন্ন হয়ে যাবে আপনার ব্যালেন্স ট্রান্সফার এর জন্য।

    • প্রথমে *124*PIN*Amount*Phone Number# লিখুন
    • পিন নম্বর 1234 অথবা 12345678 এগুলো ব্যবহার করতে পারবেন

    এখানে বড় যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটি হল টাকা পাঠানোর পরিমাণ 10 থেকে 50 টাকা দিতে হবে। এরপরে আপনি আবার টাকা পাঠাতে পারেন নাম্বার ওয়ান কোন সমস্যা ছাড়া। এভাবে আপনি প্রতিদিন কত চাইলে জিপি থেকে টেলিটকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। 


    টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায় |  টিকটক কিভাবে অটো লাইক নিতে পারবেন


    এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা পাঠাবো কিভাবে

    মোবাইল থেকে মোবাইলে টাকা পাঠানোর জন্য বড় একটি সুবিধা হল আমরা যে কোম্পানির সিম ইউজ করছি সে কোম্পানির অ্যাপ ইউজ করা তবে কোড ইউজ করে আমরা এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা পাঠাতে পারি সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনি যে নাম্বারে টাকা পাঠাইবেন সে নাম্বারটি মেসেজ অপশনে লিখে সেন্ড মানি করে দিলেন টাকা পাঠানো হয়ে যাবে। আবার আপনার মোবাইল থেকে কোড ডায়াল এর মাধ্যমেও আপনি টাকা পাঠাতে পারেন। তাছাড়াও এখন প্রত্যেকটা অপারেটরের রয়েছে মোবাইল অ্যাপ এই অ্যাপ দিয়ে আপনারা খুব সহজেই অন্যান্য অপারেটরের টাকা পাঠাতে পারবেন সেক্ষেত্রে আপনার তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না। 


    শুধুমাত্র আপনি যে কোম্পানির সিম ব্যবহার করছেন সেই কোম্পানির সিমের নাম দিয়ে গুগল প্লে স্টোর থেকে তাদের অফিশিয়াল অ্যাপসটি নামিয়ে নিবেন তার পরে অ্যাকাউন্ট করে আপনি যে নাম্বারে টাকা টান্সফার করতে যাচ্ছেন এরকম একটি অপশন পাবেন সেখানে এবং টাকা ট্রান্সফারের অপশন থেকে খুব সহজেই আপনি অন্য অপারেটরে টাকা পাঠাতে পারবেন বর্তমানে এই সুযোগ সুবিধা শুধুমাত্র অ্যাপে ভালোমতো ব্যাবহার করা যাচ্ছে। তাছাড়াও আপনি খুব সহজেই কোডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। 


    তাই যদি আপনাদের কথা ট্রান্সফারের কোন প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা খুব সহজে মোবাইল অ্যাপস থেকে টাকা টান্সফার করতে পারবেন সেক্ষেত্রে কোর্টের কোন ঝামেলা পোহানো লাগবে না শুধুমাত্র আপনি যার নাম্বারে টাকা পাঠাবে তার নাম্বার টি জানলেই খুব সহজেই আপনারা টাকাটা পাঠাতে পারবেন এটা যেকোন অপারেটরে ক্ষেত্রেই হয়ে থাকে। 


    বিদেশ যাওয়ার জন্য কোন ব্যাংক লোন দেয় দেখে নিন


    এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার

    প্রতিটি সিমের ক্ষেত্রে ট্রানজেকশনের একটি নির্দিষ্ট মাত্রা এবং কৌশল ভিন্ন ভিন্ন থাকে। তাই এখানে আমাদেরকে ট্রানজেকশনের বিষয়গুলো একটু ভালোভাবে খতিয়ে দেখতে হবে। তাহলে চলুন দেখা যাক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করতে হয় এ সম্পর্কে নিম্নে আমরা বিস্তারিত জানব।

    • প্রথমে *121*1500*2# ডাল করতে হবে।
    • এরপর 2 নম্বর অপশনটি সিলেক্ট করুন এবং সেন্ড করুন।
    • যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নম্বরটি দিন এবং সেন্ড করুন।
    • কত টাকা পাঠাতে চান তার পরিমাণ নির্ধারণ করুন এবং সেন্ড দিন।

    উপরোক্ত এসকল পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারি। তবে এখানে কোন একটির মধ্যে ভুল হলে আপনার ব্যালেন্স ট্রান্সফার হবে না। বিশেষ করে যদি নাম্বার ভুল হয় তাহলে ব্যালেন্স অন্য স্থানে চলে যাবে। তাই দয়া করে এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন।


    রবি থেকে বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার

    রবি থেকে বাংলালিংকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য আমরা কিছু নিয়ম নীতি সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। কারণ কোন প্রক্রিয়া সুন্দর ভাবে না জেনে কার্য সমাধান করা যায় না তাই চলুন আমরা রবি সিমের ব্যালেন্স আদান প্রদানের সকল প্রক্রিয়া জেনে নিন। নিচের দেওয়া প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই আপনারা রবি থেকে বাংলালিংকে টাকা টান্সফার করতে পারবেন অথবা তাদের মোবাইল অ্যাপস এর মাধ্যমে টাকা টান্সফার করবেন এখানে শুধুমাত্র আমরা কোডের মাধ্যমে দেখিয়েছি অ্যাপসের মাধ্যমে আপনি নিজে নিজেই খুব সহজেই পেয়ে যাবেন। তবে কোডের মাধ্যমে শিখে রাখাই ভালো হবে কেননা আপনি যে কোন সময় এটি করে ট্রান্সফার করতে পারবেন। 

    • প্রথমত রবিতে *123*4*1# ডায়াল করুন।
    • এরপর কত টাকা পাঠাতে চান সেটি লিখুন।
    • যার কাছে পাঠাতে চান তার নাম্বারটি লিখুন।
    • এবার সেন্ড এ ক্লিক করুন।

    তবে আমাদের মনে রাখতে হবে একবারে রবি থেকে 100 টাকার বেশি টাকা ট্রানস্ফার করতে পারব না।সর্বশেষ আমাদেরকে মনে রাখতে হবে যেখানে টাকা পাঠায় না কেন ট্রানজেকশন সময় যে নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটি যেন একদম সঠিক থাকে।


    ঈদ উপলক্ষে মোবাইল অফার ২০২২ | স্যামসাং মোবাইল ঈদ অফার


    মোবাইল অ্যাপস এর মাধ্যমে টাকা টান্সফার

    বর্তমানে বাংলাদেশের যে সমস্ত সিম কোম্পানি রয়েছে তাদের সবগুলোতেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে মোবাইল অ্যাপস টি ডাউনলোড করে নিতে পারবেন অথবা গুগল প্লে-ষ্টোরে গেলেই আপনারা খুব সহজেই জিপি, মাই রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক এসব গুলো রয়েছে তাদের অফিসিয়াল অ্যাপস যার মাধ্যমে আপনি খুব সহজেই এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন এজন্য প্রত্যেকেই নিজ নিজ কোম্পানীর অ্যাপস ব্যবহার করা এতে করে অন্যান্য অফারের সুবিধাসহ আপনি এক মোবাইল থেকে অন্য মোবাইলে টাকা ট্রান্সফার করতে পারবেন অথবা এক অপারেটর থেকে অন্য অপারেটরে খুব সহজেই টাকা টান্সফার করতে পারবেন। 


    মানুষের দৈনন্দিন জীবনে এই প্রসেস টি অনেকেরই প্রয়োজন পড়ে তাই এটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই জেনে শুনে ব্যবহার করবেন এবং নাম্বারটি সঠিকভাবে বসাবেন কেননা এখানে ভুল নাম্বার হলে ভুল নাম্বারে টাকা চলে যেতে পারে তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং সঠিক প্রসেস এর মাধ্যমে কাজটি সম্পূর্ণ করবেন আশা করি। 


    সাবধানতা

    টাকা ট্রান্সফারের বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই প্রচেষ্টা অনেকেই জেনে থাকে তাই অবশ্যই আপনার ফোন থেকে যদি অন্য কোন ফোনে টাকা টান্সফার হয় তাহলে আপনি মেসেজ এর মাধ্যমে নিশ্চিত হতে পারবেন যে আপনার ফোন থেকে এত টাকা অন্যান্য অপারেটরে চলে গিয়েছে এটা হয়তো বা আপনার ফ্রেন্ডরা ইচ্ছাকৃতভাবে করতে পারে অথবা বিভিন্ন কারণে করতে পারে তাই অবশ্যই আপনার ব্যালেন্স বিষয়ে সতর্ক থাকবেন কেননা অনেকেই আছে এইভাবে আপনার ফোন থেকে টাকা অন্যত্রে পাঠিয়ে দিতে পারে অথবা অন্য কোন অপারেটরে পাঠিয়ে দিতে পারে। 


    তাই আপনার মোবাইলে যদি এই অফিশিয়াল অ্যাপস গুলো থাকে তাহলে খুব সহজেই আপনি বা অন্য কেউ আপনার ফোন থেকে টাকা টান্সফার করে নিতে পারে তাই এই বিষয়টি অবশ্যই সজাগ থাকবেন কেননা রিচার্জের জন্য অনেকেই অনেক ভাবে আপনাকে প্রতারণা করতে পারে এই ছিল আজকে আমাদের এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার বিষয়ে বিস্তারিত ধন্যবাদ সবাইকে


    কিস্তিতে ওয়ালটনের ল্যাপটপ কেনার নিয়ম |  কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ ২০২২

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন