প্রোগ্রামারদের বেতন কত জেনে নিন? | প্রোগ্রামাররা কি কি কাজ করে

    প্রোগ্রামারদের বেতন কত জেনে নিন? | প্রোগ্রামাররা কি কি কাজ করে


    বর্তমান বিষয়টি নির্ভর হয়ে উঠেছে। সকল কাজকর্মে এখন ডিজিটাল সিস্টেম ব্যবহার হচ্ছে এক্ষেত্রে আইটি এক্সপার্ট এবং প্রোগ্রামারদের চাহিদা ব্যাপক ভাবে দিন দিন বাড়ছে। অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে প্রোগ্রামের দের বেতন কত। বা প্রোগ্রামাররা কি কি কাজ করে। এবং প্রোগ্রামারদের ভবিষ্যৎ কী। এবং কিভাবে প্রোগ্রামার হওয়া যায় এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রোগ্রাম এর বেতন কত


    প্রোগ্রামারদের বেতন কত জেনে নিন

    আপনাকে যদি প্রশ্ন করা হয় একজন শিক্ষকের বেতন কত? এ প্রশ্নের অ্যানসার যদি দিতে হয় তাহলে আপনাকে আগে জানতে হবে আসলে কিরকম শিক্ষকের কথা আপনি জিজ্ঞেস করছেন বা  জিজ্ঞেস করা হয়েছে। যেমন হতে পারে প্রাইমারি স্কুল অথবা হাই স্কুল কিংবা কলেজ ইউনিভার্সিটি সমস্ত প্রতিষ্ঠানের বেতন আলাদা আলাদা হয়ে থাকে। তাছাড়াও কোন দেশের কোন এলাকার বা কোন সিটি এর উপর নির্ভর করে বেতনের পরিমাণের। 


    প্রোগ্রামিং হলো আইটি জগতের বিশাল একটি ক্ষেত্র, প্রোগ্রামিং বা প্রোগ্রামার নামের কোন জব পজিশন নেই। প্রোগ্রামার তাদেরকেই বলা হয় যারা ওয়েব ডেভলপার, অ্যাপ ডেভলপার, গেম ডেভলপার, সফটওয়্যার ডেভলপার, সিস্টেম অ্যাডমিন, কনসালটেন্ট ইত্যাদি। তাছাড়াও বড় বড় কোম্পানিগুলো তে এই ক্ষেত্রে অনেক শাখা-প্রশাখা রয়েছে। যা ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত থাকে


    সবগুলো ক্ষেত্রেই বেতন অনেকটাই ভিন্ন রকম হয়ে থাকে। এই সময়ে আমাদের দেশে মোটামুটি আসলেই পার্সেন্ট এন্ট্রি লেভেলের প্রোগ্রামিং বাঁকুড়া আমাদের বেতন হয়ে থাকে সাধারণত 30 থেকে 40,50 হাজারের মধ্যে। পরবর্তীতে এদের বেতন আনুমানিক এভারেস্ট 80 হাজার থেকে এক লাখ পর্যন্ত দেখা যায়


    বাহিরে বা অন্যান্য দেশের কথা যদি বলা হয় তাহলে আমেরিকাতে সবথেকে প্রোগ্রামারদের জব এর চাহিদা বেশি থাকে এবং তাদের বেতন বেশি। সেখানে প্রোগ্রামের দের বেতন বাৎসরিক 30 হাজার ডলার থেকে শুরু করে ছয় অঙ্কের পর্যন্ত বেতন দিয়ে থাকে। তাছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ গুলোতে মোটামুটি একই পরিমাণ প্রোগ্রামারদের বেতন দিয়ে থাকে। বেতনের দেখলেই হবে না সেই ক্ষেত্রে ভালোই স্ক্রিন এবং ভালো পোর্টফোলিও থাকলে বেতন প্রতিনিয়ত বৃদ্ধি পাবে


    প্রোগ্রামাররা কি কি কাজ করে

    বর্তমান সময়ে প্রোগ্রামাররা অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম পরিচালনা করে। ওয়েব ডেভলপার, সফটওয়্যার ডেভলপার, গেম ডেভলপার, অ্যানিমেশন ডেভলপার, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপার, সহ বিভিন্ন কাজ করে থাকে, আর এই কাজগুলো করতে হলে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে তাছাড়াও বর্তমানে প্রোগ্রামাররা মেশিন লার্নিং এর কাজ করেও ভালো পরিমাণ টাকা ইনকাম করছে এবং বর্তমান সময়ে ম্যাশিন লার্নিং এর চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে


    প্রোগ্রামারদের ভবিষ্যৎ

    প্রোগ্রামারদের ভবিষ্যত উজ্জ্বল কেননা বর্তমান সময়ে সবকিছুই আইটি নির্ভরশীল হয়ে উঠছে। বর্তমান বিশ্ব এখন ডিজিটাল বিশ্ব তাই প্রোগ্রামারদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে। বর্তমান সময়ে যে পরিমাণ প্রোগ্রামার দরকার সেই পরিমাণ প্রোগ্রামার এখনো তৈরি হয়নি। তাই প্রোগ্রামারদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায় প্রোগ্রামারদের ভবিষ্যৎ খুবই ভালো। তাই যারা প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন বা এই বিষয়ে আঘাতে চাচ্ছেন তাহলে যে কোন একটা ল্যাঙ্গুয়েজ শুরু করে ভালোমতো আয়ত্ত করুন এবং স্কিল ডেভেলপ করুন তাহলে ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা ভাবনা করা লাগবে না


    প্রথমে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত

    প্রথমে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে হলে পাইথন দিয়ে শুরু করা উচিত। কাল থেকে খুব ভালোমতো শেখা যায় এবং অনেকটাই সহজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একই রকম, আপনি যদি কোন একটা ভালোমতো করতে পারেন তাহলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে খুব একটা সময় লাগবে না। তাই উচিত পাইথন দিয়ে শুরু করা। পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রয়োজনের ক্ষেত্রে শিখে নিতে হবে

    পাইথন দিয়ে বর্তমানে সবগুলাই করা যাচ্ছে। এবং পাইথনের প্রতিনিয়ত আপডেট আসছে আপনি যদি অ্যাপ ডেভলপার মোবাইল অ্যাপ্লিকেশন সহ অন্যান্য কাজগুলো করতে চান বা ম্যাশিন লার্নিং এর কাজ তাহলে খুব সহজেই করতে পারবেন। বর্তমানে পাইথনের অনেকগুলো  ফ্রেমওয়ার্ক রয়েছে সেগুলো দিয়ে আপনি বড় বড় সাইট তৈরি করতে পারবেন


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন