পুলিশ কখন গুলি করতে পারে | পুলিশ কখন গ্রেফতার করতে পারে

    পুলিশ কখন গুলি করতে পারে  পুলিশ কখন গ্রেফতার করতে পারে

    আজকে আমরা পুলিশ নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিব। অনেকেরই মনের মধ্যে প্রশ্ন থাকে পুলিশ কখন গুলি করতে পারে। এবং পুলিশ কখন গ্রেফতার করতে পারে এ সমস্ত বিষয় নিয়ে আজকের সম্পূর্ণ আলোচনা। তাছাড়াও আজকে আমরা জানিয়ে দিব পুলিশ ভেরিফিকেশন কখন হয় এবং পুলিশ কনস্টেবল এর নিয়োগ বয়স কত?, এবং পুলিশের ওসির বেতন কত সহ বাংলাদেশ পুলিশ বাহিনীর সংখ্যা কত এই নিয়ে বিস্তারিত আলোচনা


    আমরা প্রায়ই সংঘর্ষ বিদ্রোহ ক্রাইম এ সমস্ত কর্মকান্ডের সময় পুলিশের গুলির খবর পড়ে থাকি। তাই আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে পুলিশ গুলি চালানোর নিয়ম কি পুলিশ কখন কোন ব্যক্তিকে গুলি করতে পারে পুলিশের কি গুলি করার ক্ষমতা বা অধিকার আছে এই নিয়ে দশটি প্রশ্নের উত্তর নিচে তুলে ধরা হলো


    পুলিশ কখন গুলি করতে পারে

    পুলিশ সাধারণ তো তখনই গুলি করতে পারে যখন কেউ হত্যা করে পালিয়ে যায় বা পুলিশকে মারাত্মক ভাবে আক্রমণ করে তখন পুলিশ গুলি করতে পারে। একজন সাধারন পুলিশ কখনোই কাউকে নিজের সেগুলি করতে পারবে না


    ইউনিফর্ম বিহীন একজন পুলিশ সদস্যের রাস্তাতে চলার পথে কোনো নাগরিককে যদি গাড়ি থামানো হয় জিজ্ঞাসাবাদ করার জন্য থামানো হয় তাহলে সে অধিকার বিহীন এই কাজটি করে থাকে। তাই ইউনিফর্ম বিহীন কোন ব্যক্তি যদি জিজ্ঞাসাবাদ বা গাড়ি থামানোর অধিকার নাই। রাতে কোন গাড়ি বা জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইউনিফর্ম বিহীন


    পুলিশ যদি ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকে তাহলে পুলিশ গাড়ি থামাতে পারবে এবং জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং সন্দেহর ভিত্তিতে আপনাকে এবং গাড়ি চেক করার ক্ষমতা রাখে পুলিশ সর্বদা। তাছাড়াও আপনি যদি অ্যালকোহল করে থাকেন বা অ্যালকোহল পান করে গাড়ি চালান তাহলে সে ক্ষেত্রে পুলিশ আপনাকে বাধা দিতে পারে এবং জিজ্ঞাসাবাদ করতে পারি


    Vodi App দিয়ে টাকা আয় | মোবাইল দিয়ে টাকা ইনকাম


    পুলিশ কখন গ্রেফতার করতে পারে

    পুলিশ পরোয়ানা ছাড়াই কখনোই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে না। যে অপরাধের মাধ্যমে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে সেটা অবশ্যই আমলযোগ্য হতে হবে। তবে কোনো ব্যক্তির যদি আমলযোগ্য বিশেষ কোন অপরাধ করে থাকে তবে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করার ক্ষমতা রাখে পুলিশ


    কেউ যদি আমার যোগ্য অপরাধ করে বা করে থাকে তাহলে এই অভিযোগে তাকে পুলিশ গ্রেফতার করতে পারে। অথবা সরকারকে অপরাধী বলে ঘোষণা করলে রাষ্ট্রের কোন ক্ষতিকারক কোনো কাজ করে থাকলে তাকে গ্রেফতার করতে পারে। অথবা সশস্ত্র বাহিনী থেকে যে পালাবে সেই ব্যক্তিকে ইফতার করার ক্ষমতা আছে। কারা মুক্তি প্রাপ্ত আসামী যদি একই অপরাধ বারবার করে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। বিদেশে কোন যদি অপরাধে অভিযুক্ত থাকে তাহলে সেই ব্যক্তি কে বাংলাদেশে থাকলে গ্রেফতার করতে পারবে


    Airdrop এ কিভাবে কাজ করতে হয় | এয়ারড্রপ থেকে ইনকাম


    গ্রেফতারি পরোয়ানা জারি হলে কি করতে হবে

    কোন ব্যক্তির নামে যদি মামলা হয় এবং তাকে গ্রেফতারের জন্য আদালতের মাধ্যমে আদেশ জারি করে থাকে তাকে ওয়ারেন গ্রেফতারি পরোয়ানা বলা হয়। প্রাইম বা ক্রিমিনাল মামলার ওয়ারেন্ট ছাড়া আসামিকে কখনোই গ্রেফতার করা যায় না। অথবা কোনো আসামি যদি যাবিরে মুক্তি পেয়ে থাকে এবং আদালতে হাজির না হলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। তাই ওয়ারেন্ট নামিয়ে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না


    সেবা প্রাপ্তির যোগ্যতা : বাংলাদেশের নাগরিক

    প্রয়োজনীয় কাগজপত্র সমূহ: ওয়ারেন্টের কাগজ সমূহ

    প্রয়োজনীয় সময় : যত তাড়াতাড়ি করা যায়

    কাজ শুরু হবে: নিকটস্থ থানা থেকে

    আবেদনের সময় : প্রয়োজন নাই

    দায়িত্ব কর্মকর্তা : এস আই / ও সিস

    সেবা না পেলে: সার্কেল এ এস পিতে যাবেন

    বিস্তারিত তথ্যের জন্য: 100


    পুলিশ ভেরিফিকেশন কখন হয়

    পুলিশ ভেরিফিকেশনের তখনই প্রয়োজন পরে যখন কোন ব্যক্তির চাকরি, পাসপোর্ট, লাইসেন্স, অথবা জরুরী কোন কাজে বিশেষ তাদের জন্য পুলিশ ভেরিফিকেশন এর প্রয়োজন পড়ে। পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশ প্রার্থীর প্রদত্ত তথ্য জন্য সত্যতা যাচাইয়ের পাশাপাশি প্রার্থীর আচরণ বা চারিত্রিক অসামাজিক কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন করা হয়


    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    পুলিশ কনস্টেবল নিয়োগ বয়স কত

    পুলিশ কনস্টেবল নিয়োগ এর বয়স সর্বনিম্ন 18 হতে হবে। 18 বছরের ঊর্ধ্বে যারা আছে তারা পুলিশ কনস্টেবল নিয়োগ এর জন্য আবেদন করতে পারবে। বর্তমান সাল থেকে তার জন্ম সাল অনুযায়ী 18 বছর পূর্ণ হলেই তবে পুলিশ কনস্টেবল নিয়োগ এর জন্য আবেদন করতে পারবে। তাই সেই হিসাবে পুলিশ কনস্টেবল এর নিয়োগের বয়স 18 ধরা হয়েছে


    পুলিশের ওসির বেতন কত

    থানার ওসি বা অফিসার ইনচার্জ হিসেবে একজন ইন্সপেক্টর পরিদর্শকের নবম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী বেতন পেয়ে থাকেন। সাবেক অথবা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বেতন স্কেল বর্তমানে নবম গ্রেড থেকে শুরু হয়েছে। সাধারণত একজন বিসিএস ক্যাডারের অফিসার চাকরিতে যোগদান করে নবম গ্রেডের বেতন স্কেল পেয়ে থাকেন


    বাংলাদেশ পুলিশ বাহিনীর সংখ্যা কত

    বর্তমানে বাংলাদেশের জেলা এবং উপজেলা এবং সব পর্যায়ের বর্তমানে পুলিশের এ ইউনিটের সদস্য সংখ্যা রয়েছে 188724, কর্মরত মহিলা পুলিশের সংখ্যা 13 হাজার 391 জন। এবং পুরুষ পুলিশের সংখ্যা 1 লাখ 75 হাজার 333 জন। 



    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন