বাংলাদেশে আজকের সোনার দাম কত (নতুন আপডেট) সোনার দাম বাংলাদেশ ২০২২

    বাংলাদেশে আজকের সোনার দাম কত (নতুন আপডেট) সোনার দাম বাংলাদেশ ২০২২


    বাংলাদেশের আজকের সোনার দাম কত 2022, সোনা মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় এবং সৌন্দর্য বৃদ্ধি করনের জন্য মূল্যবান জিনিস গুলোর মধ্যে অন্যতম একটি ধাতু হল সোনা। আরে সোনার ব্যবহার যুগ যুগ ধরে বহু কাল থেকেই চলে আসছে। বিশেষ করে মহিলারা এটি বেশি ব্যবহার করে থাকে। যখন সোনাটি 22 ক্যারেট 24 ক্যারেট পাওয়া যায় তখন তারা আরো আবেগপ্রবণ হয়ে পড়ে এই সোনার উপর। মহিলারা অন্যান্য গণনার তুলনায় সোনার গহনা বেশি পছন্দ করে


    তাই বলা যায় নারীদের জীবনের মূল্যবান একটি অংশ হলো সোনা। কিন্তু বর্তমান সময়ে সোনার দাম মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। বিশ্ববাজারে ও বাংলাদেশের বাজারে সোনার দাম বাধাহীনভাবে প্রতিনিয়ত বেড়েই চলেছে তাই বাংলাদেশে আজকে সোনার দাম কত এই নিয়ে বিস্তারিত তুলে ধরবো


    সিঙ্গাপুর সোনার দাম কত ২০২২ | আজকে সিঙ্গাপুর সোনার দাম


    পৃথিবীতে প্রতিটি মানুষের কাছেই সোনা হল অত্যান্ত গুরত্বপূর্ন মূল্যবান একটি বস্তু। আরে গুরুত্বপূর্ণ সোনার দামের হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত মার্কিন ডলার দামের সাথে মিলিয়ে বাংলাদেশের সোনার দাম নির্ধারিত হয়ে থাকে। এবং সেই দাম অনুযায়ী বাংলাদেশের মার্কেটগুলোতে জুয়েলার্স সমিতির মনিটর করার জন্য উদ্ভব হয়


    সোনার দাম বাংলাদেশ 2022 আগের তুলনায় স্বর্ণের দাম অনেকটাই বেড়েছে। করণা মহামারীর পরে সোনার দাম নতুন ভাবে আবার বেড়ে গিয়েছে। কয়েক বছর আগের সোনার দাম এবং এখনকার সোনার দাম আকাশ-পাতাল এর মত একটি বড় তফাৎ দেখা দিয়েছে। বিশেষ এক বিজ্ঞপ্তিতে দেখা যায় যে 50 বছরের বাংলাদেশের সোনার দাম বেড়েছে প্রায় 300 গুণেরও বেশি


    2022 সালে আজকের সোনার দাম আমাদের মূল আলোচনার বিষয়। করণা ভাইরাসের কারণে বাংলাদেশের সোনার দাম আরো দ্বিগুণ হারে পরিবর্তন দেখা দিয়েছে। কয়েক বছর আগে যে সোনার দাম ছিল তা বর্তমান সোনার দাম এর চেয়ে আকাশ-পাতাল তফাৎ। তবে স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজারের সোনার দাম বৃদ্ধির কারণে। বর্তমানে সোনার দাম 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 70 হাজার টাকা পর্যন্ত


    সোনার দাম বাংলাদেশ ২০২২ 

    বর্তমানে আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে সোনার দাম প্রতি ভরি তে রাখা হয়েছে 73108 টাকা নির্ধারণ করেছে। বর্তমান আন্তর্জাতিক বাজার বৃদ্ধি থাকায় সোনার দাম এর ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই বর্তমান সোনার দাম বাড়ার পর বাংলাদেশের ক্ষেত্রে 18 ক্যারেট 22 ক্যারেট 24 ক্যারেট সোনার আজকের দাম নিয়ে বিস্তারিত নিচে তুলে ধরা হলো


    বাংলাদেশে আজকের সোনার দাম কত

    বর্তমানে এক আনা সোনা বলতে বোঝানো হয়েছে বাংলাদেশে 1 ভরি বা 11.664 গ্রাম কে 16 ভাগে ভাগ করা হয়ে থাকে যা একটি আনা নামে পরিচিত হয়। প্রথমে আমাদেরকে জানতে হবে এক আনা সোনার দাম নির্ধারণ করতে হলে 1 ভরি সোনার দাম কত তাহলে আপনি খুব সহজেই এক আনা সোনার দাম বের করে ফেলতে পারবেন আপনি নিজেই। বর্তমান বাংলাদেশের বাজার অনুযায়ী সোনার দাম এক ভরি বলতে 11.664 গ্রাম সোনা বোঝানো হয়ে থাকে। তাই বর্তমান বাজারের সেরা মানের সোনা 22 ক্যারেট কেই বোঝায় আর এই 1 ভরি সোনার দাম 73108 টাকা


    আজকের 22 ক্যারেট সোনার দাম কত?

    প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যম থেকে সোনার দাম এবং বিস্তারিত সম্পর্কে জানতে চাই কারণ। সোনার দাম কখন বৃদ্ধি থাকে এবং কখনও কমতে থাকে। অনেকেই চিন্তাভাবনা করে থাকে স্বর্ণের দাম কমলে তবেই সে সোনা কেনার পরিকল্পনা করে। পরবর্তীতে ব্যবসার জন্য অথবা প্রয়োজনীয় কাজের জন্য তাই আজকে আমরা আলোচনা করব বর্তমান সোনার দাম কত? বর্তমান বাজারে 2021 অথবা 20 সালের তুলনায় 2022 সালে অনেকটাই বেশি সোনার দাম। বর্তমানে 22 ক্যারেট 1 ভরি সোনার দাম কত 7310দশ টাকা


    18 ক্যারেট সোনার দাম কত?

    18 ক্যারেট সোনা চেনার ক্ষমতা মোটামুটি সবারই থাকে। কারণ আমাদের মাঝে অনেকেই দেখা যায় 22 ক্যারেট 21 ক্যারেট 24 ক্যারেট সোনা কেনা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায় মিডিল চ্যানেলের জন্য। তাই 18 ক্যারেট সোনা কিনার চিন্তাভাবনা করে থাকে। আরে সোনা কেনা অনেকটাই সহজ কমিশনার মান অনেকটাই ভালো। 18 ক্যারেট সোনার দাম পড়বে বর্তমান বাজার অনুযায়ী 62,402 টাকা। 

    সিঙ্গাপুর সোনার দাম কত ২০২২ | আজকে সিঙ্গাপুর সোনার দাম


    1 ভরি সোনার দাম কত?

    বাংলাদেশসহ বিভিন্ন বিশ্বে ব্যবসার জন্য তাদের কেন্দ্রীয় ব্যাংকে সোনা সংরক্ষণ করে থাকে। কারণ মার্কিন ডলারের মূল্য বাজারে বিভিন্ন সময় উঠানামা করে। বর্তমানে ডলারের মূল্য উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে তাই ডলারের উপর ভরসা কেউ পড়তে পারছে না। 


    বাংলাদেশসহ অনেক দেশ বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের সোনা সংরক্ষণ শুরু করেছে অনেকেই। তাই বর্তমান বাজার মূল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। তাই মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে কেন ঘনঘন সোনার দাম বৃদ্ধি হচ্ছে। সোনার দাম সাধারণত মার্কিন ডলারের উপর অনেকটাই নির্ভর করে। বাজারে সোনার দাম বিক্রি অনেকাংশেই কমে যায় যখন সোনার দাম বৃদ্ধি পায়


    বর্তমানে করোনাভাইরাস এর কারণে বিশ্ববাজারে সোনার দাম অনেকটাই কম ছিল কিন্তু নতুন ভাবে আবার করণা স্বাভাবিক হওয়ায় সোনার দাম উচ্চ হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের সোনা ভরি অথবা আনা হিসাবে বিক্রি করলেও বিশ্ববাজারে সোনা বিক্রি হয় গ্রাম হিসেবে। বর্তমানে আন্তর্জাতিক বাজারের মূল্য অনুযায়ী বাংলাদেশে 1 গ্রাম সোনার দাম প্রায় ছয় হাজার টাকার মত পড়বে


    বর্তমান পুরাতন সোনার দাম কত?

    করণা মহামারীর পরে সোনার দাম দ্রুত বেড়ে যাওয়ায় অনেকেরই অলংকার তৈরি পরিকল্পনা থাকা সত্বেও তৈরি করতে পারেনি। এবং বর্তমান সোনা ব্যবসায়ীরাও ক্রেতা পাচ্ছে না। অন্যদিকে বর্তমানে যারা তুলনামূলকভাবে কম মূল্যে সোনা কিনে রেখেছিল তারা আজ খুবই একটি সুবর্ণ সুযোগ এ সোনা বিক্রি করে দিচ্ছে বা করবে কিনা এই নিয়ে চিন্তাভাবনা করছে হয়তোবা আরো দাম বাড়িয়ে বিক্রি করতে পারে


    আবার যদি বেচাকেনা করা হয় তাহলে লাভ কেমন হবে এই নিয়েও চলছে তাদের মধ্যে সন্দিহান। কিন্তু বর্তমান বাজার অনুযায়ী এই সমস্যার সমাধান দেওয়া কারো জন্য নেই সহজ ব্যাপার নয় কারণ সোনার দাম স্থানভেদে ও মানভেদে আলাদা হয়ে থাকে এবং বিশ্ববাজারের নামের সাথে কিছুটা মিল রয়েছে। এবং পুরাতন সোনার দাম সঠিকভাবে জানতে হলে সরাসরি মার্কেটগুলোতে যোগাযোগ করতে হবে তা না হলে অরজিনাল দাম সম্পর্কে জানতে পারবেন না


    সোনার হিসাব করার নিয়ম?

    অনেকেই আছে সোনার সঠিকভাবে হিসাব জানেনা। তাই আজকে আমরা জানাবো সোনার সঠিক হিসাব কিভাবে করবেন এবং বাংলাদেশি নিয়মে সোনা কিভাবে হিসাব করা হয় এই নিয়ে বিস্তারিত জানাবো

    • এক ভরি সোনা = 16 আনা
    • 1 ভরি সোনা = 96  রতি
    • এক আনা সোনা = 11.6638 গ্রাম

    আউন্স হিসেবে সোনার হিসাব করার নিয়ম

    • 1 আউন্স = 2.4305 ভরি
    • 1  আউন্স = 28.3495 গ্রাম
    • 1 ভরি = 0.41143 আউন্স
    • 1 ভরি = 11.6638 গ্রাম

    এক আনা সোনার দাম কত?

    18 ক্যারেট প্রতি আনা সোনার দাম বর্তমান বাজারে রয়েছে 3754 টাকা। আর আপনি যদি সনাতন পদ্ধতিতে সোনা ক্রয় করতে চান তাহলে আপনাদের প্রতি ভরির জন্য মূল্য নির্ধারিত হবে 49 হাজার 740 টাকা। আর আপনি যদি আনা হিসেবে জানতে চান তাহলে আপনাকে সনাতন পদ্ধতিতে প্রতি আনার সোনার মূল্য ধরা হবে 3 হাজার 109 টাকা পর্যন্ত


    কবে সোনার দাম কমবে

    সোনার দাম সব সময় আন্তর্জাতিক বাজারের ওপর নির্ধারিত হয়ে থাকে। যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যায় তখন বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার মূল্য বাড়িয়ে দেয়। আর যখন আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য কমে যাবে তখন বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার মূল্য কমিয়ে দেয়। তাই বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে তাই বাংলাদেশের বাজারগুলোতেও সোনার দাম বৃদ্ধি করা হয়েছে। তাই আপনি যদি কম দামে কিনতে চান তাহলে আন্তর্জাতিক বাজারগুলোতে সোনার দাম সম্পর্কে ধারণা থাকতে হবে

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন