মাদারবোর্ড কোনটা ভালো, সেরা গেমিং মাদারবোর্ড

    আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনটি মূলত কম্পিউটারের মাদারবোর্ড সম্পর্কে। আজকে  আমরা আলোচনা করব কিভাবে আপনি পিসির জন্য সেরা মাদারবোর্ড বাছাই করতে পারবেন। আপনার পছন্দের প্রসেসরটিও সাপোর্ট করতে পারে কয়েকশো মাদারবোর্ডে! তাই আপনি আপনার পিসির জন্য কোনটি বেছে নেবেন? এ নিয়েই আজকের টিউন। আজকের টিউনে আমি চিনিয়ে দেব সেরা কিছু মাদারবোর্ডের সাথে।

    মাদারবোর্ড কোনটা ভালো

    আজকে সেরা কিছু মাদারবোর্ড নিয়ে কথা বলবো যে সমস্ত মাদারবোর্ড বাজারের সেরা অবস্থান দখল করে আছে এবং এই সমস্ত মাদারবোর্ড গুলা গেমিং এর জন্য ভালো পারফরম্যান্স দিয়ে থাকে এবং স্বল্প দামের মধ্যেই ভালো একটি মাদারবোর্ড খুঁজে থাকলে আজকের জন্য আপনার এই কনটেন্টে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনটেন্ট

    সেরা গেমিং মাদারবোর্ড

    AMD X570 এর অলরাউন্ডার সেরা মাদারবোর্ড

    Asrock X570 Taichi / Gigabyte X570 Aorus Ultra


    আপনি যদি কম্পিউটার মাদারবোর্ডের জন্য 300 ডলার (প্রায় ২৫, ৪০০ টাকা) খরচ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে অনেক গুলো অপশন। তবে সব সময় বেশি টাকা দিয়েই যে কেবল মাদারবোর্ডে মেইন স্ট্রিম সকেট সাপোর্ট করানো সম্ভব তা নয়, যেমন MSI X570 Tomahawk  কম্পিউটার মাদারবোর্ডটি 200 ডলার (প্রায় ১৭, ০০০ টাকা) কিন্তু এতে আছে ভাল VRM পারফরম্যান্স এবং এই মূল্যে আছে দারুণ মেইন স্ট্রিম অফারিং। দাম কম হোক আর বেশি আপনাকে আগে সিওর করতে হবে আপনি যে ফিচার চান সেটি মাদারবোর্ড আছে কিনা।


    300  ডলার (প্রায় ২৫, ৪০০ টাকা) দামের মধ্যে উপযুক্ত  কম্পিউটার মাদারবোর্ড হচ্ছে Asrock X570 Taichi। এটি আমাদের VRM থার্মাল টেস্টিং এ যথেষ্ট ভাল করেছে। মাদারবোর্ডটিতে  দেয়া হয়েছে, Wifi 6, ফুল কভারেজ Heatsink সহ তিনটি M.2 স্লট, 8 টি SATA পোর্ট, Intel Gigabit LAN, হাই কোয়ালিটি অডিও, আরো অনেকগুলো USB 3 পোর্ট, BIOS Flashback and তাছাড়া ও আরও অনেক কিছু।  এবং এই বোর্ডে আছে দারুণ লাইটিং ইফেক্ট। এর মূল্যে Gigabyte X570 Aorus Ultra এবং Asus ROG Strix X570-F Gaming বোর্ড গুলোও অনেক ভাল। 

    তাছাড়া ও  আপনি যদি কম এর মধ্যে চান তাহলে PCIe 4.0 না চাইলে, আগের generation X470 Taichi বোর্ডের দেখতে পারেন, যাতে আপনি কম Price ভাল সার্ভিস পাবেন।

    টিকটক থেকে টাকা ইনকাম পদ্ধতি। টিকটকে ভাইরাল হওয়ার উপায়


    Intel Z490 মিড রেঞ্জের অলরাউন্ডার সেরা মাদারবোর্ড

    MSI MAG Z490 Tomahawk আর Gigabyte Z490 Vision G



    বাজেট যদি 200 ডলার (প্রায় ১৭, ০০০ টাকা) থাকে আপনার তাহলেও ভাল একটি মাদার বোর্ড বাছাই করে নিতে পারেন। তাহলে আপনি এই দামের মধ্যে MSI MAG Z490 Tomahawk মাদারবোর্ডটি দেখতে পারেন। 190 ডলারের (প্রায় ১৬১০০ টাকা) মধ্যে আপনি  পেয়ে যাবেন দারুণ কোয়ালিটির একটি ভালো কম্পিউটার মাদারবোর্ড। আমাদের পরীক্ষার মাধ্যমে একটি Core i9-10900K প্রসেসরে 1.35v এ এর ক্লক স্পীড ছিল 5.1 GHz। তাই বলা যায় আপনাকে অধিক টাকা ব্যয় করে Intel এর নতুন Generation 10-core Processor কিনতে হবে না

    যদিও এটি দিয়ে ওবারক্লকিং করা হলে এক্সট্রা পাওয়া দরকার হবে। Tomahawk এর ঐ মধ্যে vcore VRM এর জন্য MSI অনেক  ভালো পাওয়ার স্টেজ এর মধ্য দিয়ে গিয়েছে, যেমন তারা 660A Capacity কে সংযুক্ত করতে প্রায় এক ডজন 55A Powerstage ব্যবহার করেছে। এই কম্পিউটার মাদারবোর্ডটিতে আরও যুক্ত করা হয়েছে ৩৩৭ গ্রামের Heatsinks। বাজারের অন্যান্য লো ব্র্যান্ডের তুলনায় এই মাদার বোর্ডে আপনি আরো পেয়ে যাবেন, 2.5 Gbit LAN, 20 Gbps সাপোর্টের জন্য USB 3.2 Gen 2x2, এবং এক্সট্রা কিছু USB ports, সহ দারুণ কিছু ফিচার।

    আরেকটি বিকল্প Gigabyte Z490 Vision G  মাদারবোর্ড  আপনার বেস্ট চয়েস হতে পারে কারণ 200 ডলারের (প্রায় ১৭, ০০০ টাকা) মধ্যে এটি এক মাত্র মাদারবোর্ড যাতে তিনটি PCIe x16 স্লট ৷ এর প্রধান স্লটটি x16 bandwidth এর জন্য তারযুক্ত করা হয়েছে এর  কারণ LGA1200 প্রসেসর গুলোতে পর্যাপ্ত PCIe সাপোর্ট করে না, সেকেন্ডারি স্লটটিও তার যুক্ত যা দেবে x8 bandwidth, যখন এই স্লটটি use হবে তখন প্রাইমারি স্লটে অর্ধেক bandwidth পাওয়া যাই, এবং তৃতীয় স্লটটি তারযুক্ত যা সরবারহ করতে পারে x4 bandwidth। 

    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান

    এছাড়াও Vision G এর I/O প্যানেলে রয়েছে  এক্সট্রা দুটি USB 3.2 পোর্ট। যদিও এটি ২.৫ গিগাবাইট ল্যান ধরে রাখার সময় নেটওয়ার্কিং ড্রপ করে। Vision G এর VRM পারফরম্যান্স মোটামুটি Tomahawk এর সমান।

    এই মূল্যের ভেতর আরেকটি Gigabyte Z490 Aorus Elite মাদারবোর্ডও  অনেক  ভাল, আমরা   পরীক্ষার  মাধ্যমে ভাল ফলাফল পেয়েছি তবে  হ্যাঁ  আমি MSI এর বোর্ডকেই প্রেফার করব। এদিক বিবেচনা করলে Asus TUF Gaming Z490-Plus মাদারবোর্ডটিও  অনেক  ভাল।


    সেরা অলরাউন্ডার AMD B450 এর মাদারবোর্ড

    MSI B450 Tomahawk


    এন্ট্রি লেভেল থেকে, এক্সট্রা কিছু বিনিয়োগে আপনার হাতে চলে আসতে পারে আরো ভালো Asrock B450 Gaming K4,  MSI B450 Gaming Plus এবং MSI B450 Tomahawk এর মত অপশন। সব দিক বিবেচনায় Asus এবং Gigabyte এর option গুলো প্রেফার করব না।

    এন্ট্রি লেভেল কম্পিউটার মাদারবোর্ড গুলোর মধ্যে দারুণ একটি বোর্ড হতে পারে ১১০ ডলারের (প্রায় ৯, ৩০০ টাকা) MSI B450 Tomahawk মাদারবোর্ডটি। দাম কম হলেও এটি হাই কোয়ালিটি 1টি মাদারবোর্ড এবং অনেক ভালো, একই সাথে যেকোনো Ryzen CPU  তেও দারুণ মানান ।

    Black এবং Grey কালারে বোর্ডটি দেখতেও সুন্দর একই সাথে আছে RGB lighting। তাছাড়া একটি ডেক্সটপ মাদার বোর্ডে মোটামুটি যা দরকার সবই এখানে আছে যেমন, এতে আছে ভাল মানের VRM যা সেইফ তাপমাত্রায় চলতে পারে, এবং এর সাথে আছে 1 টি Overclocked Ryzen 7 Processor।

    দাম কম হলেও MSI ও তাদের VRM কম্পোনেন্ট এবং cooling কম্পোনেন্ট গুলোতে কার্পণ্য করে নি, তারা Vcore এবং  SoC VRM এর সাথে যুক্ত করেছে বড় Heatsink এবং গুলো প্লাস্টিক দ্বারা আবৃতও না। সুতরাং  দাম এবং পারফরম্যান্স বিবেচনায় বাজারে এই মুহূর্তে MSI B450 Tomahawk কে অলরাউন্ডার বলা যায়।

    ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার 10 টি উপায়

    Intel Z390 এর অলরাউন্ডার সেরা মাদারবোর্ড

    Gigabyte Z390 Aorus Pro


    200 ডলারের (প্রায় ১৭, ০০০ টাকা) মধ্যে intel Z390 এর দুটি দারুণ মাদারবোর্ড হতে পারে Gigabyte Z390 Aorus Elite or Z390 Aorus Pro। Gigabyte Z390 Aorus Elite এর মূল্য 180 ডলার (প্রায় ১৫২০০ টাকা) তবে  10 ডলার (প্রায় ৮৪৭ টাকা) বাড়ালে আপনি পেয়ে যাবেন Z390 Aorus Pro। 2 টি বোর্ড মোটামুটি এক হলেও Z390 Aorus Pro এর মধ্যে extra কিছু feature দেয়া হয়েছে যেমন, উভয় M.2 স্লটে দেয়া হয়েছে 2 টি থার্মাল গার্ড, 2 টি স্লটেই PCIe, এবং I/O প্যানেলে USB type-C পোর্ট।

    হা আপনি extra এই ফিচার গুলো না চাইলে আপনার জন্য বেস্ট হবে Gigabyte Z390 Aorus Elite। আমাদের VRM থার্মাল টেস্টে এর পারফরম্যান্স  Asus এর 300 ডলারের উপরের মডেল গুলো ও ছাড়িয়ে গেছে। MSI এর Z390 Tomahawk এর মত আরেকটি সলিড বোর্ড হচ্ছে MSI এর Z390 Tomahawk। তবে আপনার যদি Core i9-9900K এ upgrade করার ইচ্ছা থাকে তাহলে বলব অবশ্যই Aorus Elite অথবা Pro বাছাই করুন।

    Vodi App দিয়ে টাকা আয় | মোবাইল দিয়ে টাকা ইনকাম

    AMD X470 এর অলরাউন্ডার সেরা মাদারবোর্ড

    Asus Prime X470-Pro


    মনে করেন আপনার পিসিতে আপনি  Ryzen 5 2600X অথবা Ryzen 7 2700X প্রসেসর ব্যবহার করতে চান এবং চান যেন খরচ কিছুটা আয়ত্বের মধ্যে থাকুক, তাহলে আপনার জন্য উপযুক্ত হতে পারে, Asus TUF X 470-Plus Gaming, Asrock Fatal1ty X470 Gaming K4, Gigabyte X470 Aorus Gaming 5 or Asus Prime X470-Pro।

    Asus TUF X470-Plus Gaming এর মূল্য পড়বে 160 ডলার (প্রায় ১৩৫০০ টাকা) Asrock Fatal1ty X470 Gaming K4 এর 160 ডলার (প্রায় ১৪৪০০ টাকা) Gigabyte X470 Aorus Gaming 5 এর 180 ডলার (প্রায় ১৫২০০ টাকা) এবং Asus Prime X470-Pro এর 185 ডলার (প্রায় ১৫৬০০ টাকা)। দামের তারতম্যের জন্য কিছুটা এদিকে সেদিক হতে পারে তবে এদের মধ্যে বড় কোন তফাৎ নেই। কিন্তু আপনার জন্য কোনটি ভাল হতে পারে চলুন সেটা দেখা যাক।

    1st Asus TUF X470-Plus Gaming এর কথা যদি বলতে হয় তাহলে বলব, এন্ট্রি লেভেলের একটি মাদারবোর্ড হিসেবে একে ভাল করে প্যাক করা হলেও এই মাদারবোর্ড এর VRM হচ্ছে নিম্নমানের যাতে খুবই কম ফিচার দেয়া হয়েছে এবং ফিচার গুলোর মানও আমার কাছে তেমন খুব একটা ভাল মনে হয় নি।


    অপরদিকে  Asrock Fatal1ty X470 Gaming K4 মোটামুটি  অনেক ভাল তবে আমি মনে করি আপনি যদি দাম আরেকটু বাড়াতে পারলে আপনার জন্য আরও ভাল হয় Gigabyte X470 Aorus Gaming 5 Or Asus Prime X470-Pro। তারপরে ও এই দুটিকে  যাচাই বাছাই করা একটু কঠিন হলে ও তবে আমি তা সহজ করে দিতে পারি বলে মনে করি।

    Airdrop এ কিভাবে কাজ করতে হয় | এয়ারড্রপ থেকে ইনকাম

    হা আমি Asus Prime X470-Pro কে বাছাই করব কারণ, এতে পাচ্ছেন 6+2 VRM ডিজাইন, এর Realtek S1220A audio আপনাকে দেবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এর সাথে পাবেন Intel Gigabit Networking। সুতরাং   বলা যায় Asus Prime X470-Pro এর দাম বেশি হলেও পাচ্ছেন নির্ভরযোগ্য পারফরম্যান্স।

    Intel Z370 এর অলরাউন্ডার সেরা মাদারবোর্ড

    ASRock Z370 Extreme 4


    Asus Prime Z370 | MSI Z370 Gaming M5 | Gigabyte Z370 Aorus Ultra Gaming এবং Asrock Z370 Extreme4  কম্পিউটার মাদারবোর্ড গুলোর মধ্যে আপনি বাছাই করতে পারেন সেরা Intel Z370 মাদারবোর্ড। এখানে Asus  এর মাদারবোর্ডটি  ভালো হলেও এর দাম নির্ধারণ করা হয়েছে 175 ডলার (প্রায় ১৪৮০০ টাকা) যা অল্প একটু বেশি।


    তবে বলা যায় বাকি  অন্য গুলো  MSI Z370 Gaming M5 | Gigabyte Z370 Aorus Ultra Gaming and Asrock Z370 Extreme4 3 টি প্রায় একই রকম এবং এখান থেকে যাচাই  বাচাই করা একটু কঠিন। আমি এখান থেকে Gigabyte Z370 Aorus Ultra Gaming বাদ দিব, এর কারণ এর VRM হাই টেম্পারেচার সমস্যায়  ভুগতে হবে, অনলাইনেও এই মাদারবোর্ডটি  কে  নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বাকি আছে দুইটি।

    ফ্রী ফায়ার হ্যাক করার সফটওয়্যার | FREE FIRE হ্যাক করার অ্যাপস |

    MSI Z370 Gaming M5 এবং Asrock Z370 Extreme4 দুটি থেকে আমি বাছাই করব Asrock Z370 Extreme 4 কে কারণ, কম মূল্য হওয়া স্বত্বেও এটির দাম 165 ডলার (প্রায় ১৪০০০ টাকা), এটা দিচ্ছে দারুণ সব feature এবং solid VRM। অনলাইন কমিউনিটি গুলোতেও Asrock Z370 Extreme 4 এর ভালো রিভিউ লক্ষ্য করেছি। এটি নেভিগেট এবং ওভারক্লকিং করাও সহজ।

     তাছাড়া ও Asrock Z370 Extreme 4 পছন্দ না হলে আপনার জন্য সেরা বিকল্প হচ্ছে MSI Z370 Gaming M5। রাউন্ড ডিজাইনের এই মাদারবোর্ড দেখতে খুবই চমৎকার। 

    শেষ কথা:

    সব কিছুর পর এই কথাটি সত্যি যে আপনি কম্পিউটার  মাদারবোর্ড কেনার আগে আপনার   চয়েজ  এর ব্র্যান্ডকে বিবেচনা করবেন, তারপরে উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ডের  কম্পিউটার  মাদারবোর্ড নিয়ে পুরো টিউনটি  গোছানো যাতে আপনার সিদ্ধান্ত গ্রহণটি সহজ হয়। 

    যেকোনো কম্পিউটার হার্ডওয়্যার যাচাই বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই বিশ্বাস করি, বাজেট এবং কাজ করার ধরন নির্ভর করে, তাছাড়াও আপনাকে এর পারফরম্যান্স কেমন হবে, একই বাজেটে কিভাবে ভাল হার্ডওয়্যারটি নির্বাচন করতে পারেন, এই বিষয় গুলো  দেখভাল করা উচিৎ। আর সেই জায়গা থেকেই আজকের এই টিউন।ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন


    ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি? দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু টিপস

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন