অনলাইনে ইনকামের নামে প্রতারিত হওয়ার আগে সাবধান হোন

    অনলাইনে ইনকামের নামে প্রতারিত হওয়ার আগে সাবধান হোন

    অনলাইনে ইনকামের নামে প্রতারিত হওয়ার আগে সাবধান হোন

    বর্তমান সময়ে অনলাইনে অনেক ধরনের প্রতারণা আমরা দেখতে পাচ্ছি। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ অনলাইনে ইনকামের নামে প্রতারণা করা । আপনি কিভাবে বুঝবেন যে তারা আপনার সাথে প্রতারণা করছে? আপনি কিভাবে এই প্রতারণা থেকে বাঁচতে পারেন এই বিষয় গুলো নিয়েই  আজকে পোস্টটি করা হলো।


    আপনি সবসময় একটা কথা মাথায় রাখবেন পরিশ্রম ছাড়া কখনো টাকা ইনকাম  করা সম্ভব না, অনলাইন হোক  অথবা  অফলাইন হোক  যেখানে আপনি ইনকাম করতে চান সেখানে আপনাকে পরিশ্রম করতে লাগবেই

    প্রতারক অথবা প্রতারণা চেনার উপায়

    আপনি হয়তো দেখে অথবা শুনে থাকবেন অনেক ধরনের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস আছে যারা রেফারেলের মাধ্যমে টাকা দিয়ে থাকে। মানে আপনার বন্ধুকে রেফার করলে আপনি কিছু পরিমাণ টাকা দেই। অনেকে আছে অনেকভাবে আপনাকে প্রতারণা করতে পারে এক্ষেত্রে অনেকেই আপনাকে বড় অংকে টাকার অফার দিতে পারে অথবা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে আপনি এত টাকা পাবেন এমন কথা বলতে পারে তাই এগুলো এড়িয়ে চলুন


    অনেক ফেসবুক গ্রুপ আছে অথবা ফেসবুকে আপনাকে পার্সোনালি মেসেজ করে কিন্তু বিভিন্ন অফার দেখাতে পারে এ সমস্ত অফার থেকে বের হতে থাকুন কেননা এই অফার থেকে মূলত প্রতারণা শুরু হয়ে থাকে এক্ষেত্রে অবশ্যই সতর্কতা স্বরূপ এ সমস্ত প্রতারণা থেকে ই পেতে হবে


    এইবার আমি আপনাকে প্রশ্ন করি কেন তারা আপনাকে টাকা দিচ্ছে? তাদের আসলে লাভটা কি?

    আমার জানামতে আপনারা অনেকেই জানেন না, সমস্যা নেই এখন জেনে যাবেন আশা করি।


    ১. আপনি একটু লক্ষ্য করলে দেখবেন তাদের অ্যাপস অথবা  ওয়েবসাইটে গেলে বিজ্ঞাপন দেখাচ্ছে অর্থাৎ আপনাকে দিয়ে তারা ইনকাম করে এবং সেই ইনকাম এর কিছু অংশ আপনাকে দিচ্ছে। যা খুবই সামান্য পরিমাণ। কয়েকদিন পরে দেখবেন এই টাকাটাও আর দিচ্ছে না।


    ২. কিছু কিছু ওয়েবসাইট এবং অ্যাপস আছে যারা আপনাকে একটি রেফার করলে পেমেন্ট করবে না, তারা বলবেঃ দশটি রেফার অথবা বিশটি রেফার করলে আপনি টাকা পাবেন। এটাও তাদের প্রতারণা। তারা যদি আপনাকে টাকা দিতে চাইত, তাহলে একটি রেফারে আপনাকে টাকা দিত।


    ৩. আবার কিছু কিছু ওয়েবসাইট বা অ্যাপস আছে যারা বলবে এখন কাজ করুন এক মাস পরে আমরা আপনার টাকা দিয়ে দিব। আসলে তারা আপনাকে দিয়ে কাজ করাবে কিন্তু টাকা দিবেনা। এই কারণে তারা এই একমাস আপনার কাছ থেকে সময় নিবে।


    ৪. আবার কেউ এমন ভাবে ও বিজ্ঞাপন দেয় যে এক ক্লিকে 1 ডলার। আপনার সুস্থ মস্তিষ্ক দিয়ে একবার ভাবুন তো ক্লিক করলে কি 1 ডলার ইনকাম করা যায়। যায়না। কিন্তু তারা আপনাকে এইভাবে লোভনীয় কথা বলে কাজ করাবে কিন্তু টাকা দিবে না ।

    ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি? দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু টিপস

    এইবার আসল কথায় আসি।

     উপরের কথাগুলোর সাথে যদি আপনি মিল পান তাহলে ভাববেন এরা প্রতারক। আপনার সুন্দর মন কে ব্যবহার করে তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে কিন্তু আপনাকে টাকা না দিয়েই চলে যাবে।


    আসলে বাস্তব জীবনে যেমন টাকা ইনকাম করা খুব কঠিন তেমনি ভাবে অনলাইনে ইনকাম করা কঠিন। তবে অনেক ভাবেই আপনি অনলাইনে  ইনকাম করতে পারেন। খুব শীঘ্রই আমরা এমন ধরনের পোস্ট নিয়ে আসব ইনশাল্লাহ , যে কিভাবে যে কিভাবে অনলাইনে আয় করা সম্ভব।



    পোস্টটি ভাল লাগলে অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করবেন 

    আজকে এই পর্যন্তই 

    আসসালামু আলাইকুম

    কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করা যায় | ইউটিউব ভিডিও ভাইরাল করার নিয়ম


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন