১০০ দেশি মুরগি পালনের খরচ | ১০০ লেয়ার মুরগি পালন লাভ লস

    ১০০ দেশি মুরগি পালনের খরচ | ১০০ লেয়ার মুরগি পালন লাভ লস


    ১০০ দেশি মুরগি পালনের খরচ হবে ৪০ হাজার টাকা। ১০০ পিস দেশি মুরগির বাচ্চার দাম পড়বে ৪৫০০ টাকা। ১০০  পিস দেশি মুরগির বাচ্চা ৪ মাস লালন পালন করার জন্য খাবার খরচ এবং ওষুধের জন্য খরচ পড়বে ১৪০০ টাকা। ভিটামিন, এন্টিবায়োটিক, ক্যালসিয়াম জাতীয় ওষুধ প্রতি পিস মুরগির জন্য খরচ হবে ২০ টাকা করে সর্বমোট ২২ হাজার টাকা। ১০০ পিস মুরগির ঘর তৈরি করার জন্য খরচ পড়বে সর্বনিম্ন ২০ হাজার টাকা। নতুন অবস্থায় একজন খামারির ১০০ দেশী মুরগি পালনের জন্য খরচ পড়বে প্রায় ৪০ হাজার টাকা


    খামারের যাবতীয় খরচ বাবদ প্রথমবার ঘর করার জন্য ২০ হাজার টাকা বেশি লাগবে পরবর্তী সময় থেকে একই ঘরে মুরগি তুলতে গেলে কিন্তু ২০ হাজার টাকার মধ্যে ১০০ পিস মুরগি তোলা যাবে। পরবর্তী সময় থেকে ১০০ দেশি মুরগি পালনের খরচ ২০ হাজার টাকা পড়বে। প্রথমবার মুরগির ঘর তৈরি করার পরে এবং দেশি মুরগির বাচ্চা বড় হওয়ার পরে ১০০ পিসী মুরগি বিক্রির পরে লাভ দাঁড়াবে প্রায় ১৪ হাজার টাকা থেকে ১৬০০০ টাকারও বেশি


    • ১০০ পিস বাচ্চার দাম ৪৫০০ টাকা
    • ঔষধ এবং খাবার খরচ ১৪০০ টাকা
    • ১০০ পিস মুরগির ঘর করতে খরচ ২০ হাজার টাকা
    • মুরগি বড় করার জন্য ভিটামিন ক্যালসিয়াম খরচ ২ হাজার টাকা
    • ১২০ দেশি মুরগি পালনের খরচ দাঁড়াবে প্রথম অবস্থায় ৪০ হাজার টাকা


    ১০০ দেশি মুরগি পালনের জন্য খুবই সতর্কতার সাথে পালন করতে হবে কোনভাবেই দেশি মুরগির বাচ্চাকে ঠান্ডা লাগানো যাবে না এক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় তাপমাত্রাতে দেশি মুরগির বাচ্চা গুলোকে পালন করতে হবে। সময় মত অ্যান্টিবায়োটিক এবং সময়মতো খাবার ধান ভুট্টা গম ফিড ইত্যাদি এই সমস্ত খাবারগুলো খাওয়াতে হবে


    ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন সমৃদ্ধ খাবার ক্যালসিয়াম ওষুধ পাতি খাওয়াতে হবে এক্ষেত্রে খরচ কিছুটা কম বেশি হতে পারে। দুই হাজার টাকার মধ্যেই ভিটামিন ক্যালসিয়াম বা অন্যান্য ওষুধ পাতি মুরগির বাচ্চার জন্য খাওয়ানো লাগে


    ১০০ দেশি মুরগির ঘরের মাপ

    ১০০ দেশি মুরগির ঘরের মাপ ১০০ স্কয়ার ফিট জায়গা। ১০০ দেশী মুরগি পালনের জন্য অবশ্যই ১০০ স্কয়ার ফিট জায়গা থাকতে হবে তা না হলে মুরগির অসুখ হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং মুরগি বৃদ্ধিতে বাধা প্রদান হতে পারে। ১০০ স্কয়ার ফিট ১০০ দেশি মুরগির জন্য ঘর করতে হলে খরচ পড়বে প্রায় বিশ হাজার টাকা ১০০ দেশী মুরগি পালনের জন্য অবশ্যই প্রত্যেকটি মুরগির জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতে হবে তা না হলে দেশি মুরগি পালনের লাভবান হওয়া যাবে না


    মুরগি পর্যাপ্ত জায়গা না থাকলে এক মুরগি থেকে ছড়িয়ে যেতে পারে। অথবা ঘন ঘন লিয়ার পরিবর্তন না করলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যদি খুবই ঘন আকারে মুরগি থাকে তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জায়গা করে দিতে হবে এবং ঘরের তাপমাত্রা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলেও কিন্তু মুরগি অসুস্থ হয়ে যেতে পারে


    কি খাবার খেলে যৌ*ন শক্তি বাড়ে | ছেলেদের কাম * শক্তি বৃদ্ধির ঔষধ


    ১০০ দেশি মুরগি পালনের লাভ কত

    ১০০ দেশি মুরগি পালনে লাভ আসবে প্রায় ১৫ হাজার টাকা থেকে ১৬০০০ টাকারও বেশি। দেশি মুরগিতে ওষুধ খরচ এবং এন্টিবায়োটিক খরচ অনেক অংশে কম লাগে শুধুমাত্র ১৪০০ টাকা খরচ করলেই খাবার এবং ওষুধ খরচ হয়ে যায়। এক্ষেত্রে ১০০ দেশি মুরগি যদি সঠিকভাবে পরিচর্যা করে পালন করা হয় তাহলে লাভের সংখ্যা বেশি হবে।-১০০ দেশি মুরগি পালনের খরচ যদি ২০ হাজার টাকা হয় তাহলে এর লাভ সংখ্যা প্রায় ১৬ হাজারের বেশি


    যদি কিছু সংখ্যক মুরগি মারা যায় তারপরেও কিন্তু এই লাভের সংখ্যা কমবে না এ ক্ষেত্রে প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত লাভ পাওয়া যাবে তবে যদি অর্ধেকের বেশি দেশি মুরগি মারা যায় তাহলে কিন্তু এর লাভের সংখ্যা অনেকটাই কমে আসবে। খাবার খরচ এবং অন্যান্য খরচ গুলো যদি কম দামের মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু ২০ হাজার টাকার রোকম খরচের মধ্যেই মুরগি পালন করা যায়


    ১০০ লেয়ার মুরগি পালন লাভ লস

    ১০০ লেয়ার মুরগি পালন করার পরে লাভ হবে প্রায় ১৫ হাজার টাকা থেকে ১৬০০০ টাকারও বেশি। যদি মুরগি বেশি মাত্রই মরে যায় তাহলে কিন্তু লাভের সংখ্যা কমে যাবে। ১০০ লেয়ার মুরগির মধ্যে যদি ১০ থেকে ১২ টা মুরগি মরে যায় তাহলেও কিন্তু লাভের সংখ্যা এমনই থাকবে। তবে অতিরিক্ত পরিমাণ যদি মরে যাই তাহলে কিন্তু লাভের সংখ্যা একেবারে কমে যাবে


    যদি মুরগির অর্ধেকের বেশি মারা যায় তাহলে কিন্তু একেবারে লসের সংখ্যা দাঁড়াবে প্রায় ১৮,০০০ টাকার মতো। যদি সঠিকভাবে লালন পালন করা হয় তাহলে থেকে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সঠিক মত খাবার প্রদান করতে হবে এবং সঠিক সময়ে এন্টিবায়োটিক এবং অন্যান্য রোগের জন্য ওষুধ করতে হবে তাহলেই সঠিকভাবে পালন করা সম্ভব এবং ১০০ লেয়ার মুরগি থেকে লাভ হবে প্রায় ১৬ হাজার টাকার মতো


    ১০০ দেশী মুরগি পালনের খরচ এবং ১০০ লেয়ার মুরগি পালনের খরচ প্রায় একই রকম। প্রথম অবস্থায় ৪০ হাজার টাকা খরচ করে যদি ১০০ মুরগি উঠাতে পারা যায় তাহলে পরবর্তী থেকে লাভ দাঁড়াবে প্রায় ১৬ হাজার টাকা পর্যন্ত। সঠিকভাবে পরিচর্যা করতে হলে প্রায় খরচ পড়বে ২০ হাজার টাকা প্রত্যেক ব্যাচে। মুরগির দাম বেশি হলে কিন্তু লাভের সংখ্যা আরো বেশি পাওয়া সম্ভাবনা আছে


    খামার খরচ বাদ দিলে প্রায়ই বিশ হাজার টাকার মধ্যেই এক ব্যাচ মুরগি পালন করা যাবে তবে এক্ষেত্রে যদি নিজের অনেক কিছু থাকে তাহলে কিন্তু খরচ আরো অনেক কমে যাবে। যেমন কাঠ বাশ বা অন্যান্য বিষয়গুলো যদি নিজের থাকে তাহলে ঘর তৈরি করতে অনেক টাকায় খরচ কম হবে


    বিদেশ যাওয়ার জন্য কোন ব্যাংক লোন দেয় দেখে নিন

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন