গ্রী এসি প্রাইস ইন বাংলাদেশ (গ্রী এসি কিস্তি সুবিধা)

    গ্রী এসি প্রাইস ইন বাংলাদেশ


    বর্তমান বাজারে গ্রী এসি খুবই জনপ্রিয় একটি এসি। এসির বাজারে প্রত্যেকটি কোম্পানি প্রতিযোগিতামূলকভাবে বাজারে এসি নিয়ে আসছে। গ্রী এসি বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং প্রত্যেকটি বাসা বাড়িতেই এর ব্যবহার সংখ্যা অনেকটাই দেখা যায়। তাই কিভাবে এবং কোন ব্যান্ড এটি তার সকল বিষয়ে আজকে আমরা এখানে তুলে ধরব।


    এবং কিস্তির মাধ্যমে গ্রী এসি কিনতে পারবেন কিনা তা সকল বিষয়গুলো নিয়ে আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। গ্রী এসির বর্তমানে কয়েকটি নতুন মডেলের এসি বের হয়েছে সেগুলোর দাম এবং গ্রী এসির বর্তমানে সর্বনিম্ন দাম কত এবং সর্বোচ্চ দাম কত সেই সংক্রান্ত তথ্য গুলো আপনারা আমাদের এই কন্টাক্ট এর মধ্যে পেয়ে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক।


    গ্রী এসি কেনার নিয়ম ২০২৩

    গ্রী এসি বাংলাদেশের যে কোন এসি আউটলেটে গেলেই কিনতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি কিস্তিতে গ্রী এসি কিনতে চান তাহলে প্রয়োজনীয় কাগজপত্র এবং আপনার ডাউন পেমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে এক্ষেত্রে আপনাকে একটি এগ্রিমেন্ট পেপার দেওয়া হবে সেটি পূরণ করার পরে আপনি কিস্তির মাধ্যমে gree এসি কিনতে পারবেন।


    তাছাড়া যদি আপনি সরাসরি গ্রী এসি কিস্তির মাধ্যমে ছাড়া না কিনে হ্যান্ড ক্যাশ দিয়ে কিনতে চান তাহলে কিন্তু সেভাবে কেনার ও সুযোগ রয়েছে। এক্ষেত্রে দাম দর করে আপনারা কিনে ফেলতে পারবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলো এবং ওয়ারেন্টি কার্ড সহ সঙ্গে নিয়ে ফেলতে পারেন।


    গ্রী এসি প্রাইস ইন বাংলাদেশ ২০২৩

    গ্রী কোম্পানির ১ টন ইনভার্টার এসির দাম ৪৬ হাজার ৫৯০ টাকা। এবং এই মডেলের গ্রী এসির যে কোন মডেলের কিস্তিতে কিনার সুবিধা রয়েছে। এক্ষেত্রে বাজারে আরো নন ইনভার্টার এসির দাম কিন্তু ৩৫ হাজার টাকা থেকে শুরু করে আপনি আরো বেশি দামের এসিগুলো কিনতে পারবেন। তবে যারা কম বাজেটের মধ্যে নন ইনভার্টার এসি গুলো কিনতে যাচ্ছেন তারা চাইলে গ্রী এসির যেকোনো আউটলেটে গেলেই আপনারা বিস্তারিত ভাবে জানতে পারবেন।


    যারা এক টন এবং ছোট মাঝারি ধরনের রুমের মধ্যে গ্রী এসি লাগাতে চাচ্ছেন তারা অনায়াসেই এক টনের গ্রী এসি লাগাতে পারেন। অন্যান্য ব্যান্ডের তুলনায় এই গ্রী এসি রুমকে ঠান্ডা করতে যথেষ্ট পরিমাণ ভালো ভূমিকা পালন করে তাই কম টাকার মধ্যে যদি আপনারা ভালো ব্যান্ডের এসি খুঁজে থাকেন তাহলে আপনার জন্যই হবে গ্রী এসিঅন্যতম একটি এসি।


    গ্রী এক টন নন ইনভাটার এসির দাম কত

    গ্রী ১ টন নন ইনভার্টার এসির দাম ৩৫ হাজার ৫০০ টাকা। এক্ষেত্রে গ্রী এসি এর    কম্প্রেসার এর গ্যারান্টি দিচ্ছে পাঁচ বছর মেয়াদ পর্যন্ত। এবং কোম্পানি থেকে ইনস্টলেশন ফি সহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এছাড়াও গ্রিসির অন্যান্য যন্ত্রের উপর সর্বোচ্চ চার বছর মেয়াদ পর্যন্ত সার্ভিস এবং হোম সার্ভিস সুযোগ সুবিধা রয়েছে।


    এক্ষেত্রে আশি স্কয়ার ফিট অথবা ১০০ স্কয়ার ফিট জায়গায় আপনি  গ্রীএক টনের এসি ব্যবহার করতে পারবেন এবং খুবই কম টাকার মধ্যে খুবই ভালো মানের এটি একটি এসি। তাই যারা ৩০ থেকে ৪০ হাজার মধ্যে বাজেট করছেন তারা গ্রী এক টন এসি ব্যবহার করতে পারেন।


    গ্রী এক টন ইনভাটার এসির দাম কত

    গ্রী গ্রী এক টন ইনভাটার এসির দাম ৪৫ হাজার ৫৯০ টাকা। এক্ষেত্রে কিস্তির মাধ্যমে ডাউনপেমেন্ট দিয়ে কিস্তির মাত্রা কমিয়ে নিয়ে আপনারা নন ইনভার্টার অথবা ইনভার্টার এসি কিনতে পারবেন। এই সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। গ্রী এক টন ইনভাটার এসির দাম কোয়ালিটি অনুযায়ী কিন্তু ভিন্ন রকমের দাম রয়েছে এক্ষেত্রে আপনি স্কয়ার ফিট অনুযায়ী এই এসি গুলো কিনে নিতে পারবেন তাহলে চলুন পর্যায়ক্রমে আরও দেখে নেওয়া যাক।


    গ্রী এসি কোন রুমের জন্য কোন এসি প্রয়োজন এবং কত টনের এসি পর্যন্ত gree বিক্রি করে থাকে তা সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব তাহলে চলুন পর্যায়ক্রমে দেখে নেই গ্রী এসির বিস্তারিত আরো কয়েকটি মডেল নিয়ে আলোচনা।


    গ্রী ১.৫ টন ইনভার্টার এসির দাম

    গ্রী কোম্পানির ১.৫ ইনভার্টার এসির দাম ৪৮ হাজার ৫০০ টাকা। ১৫০ স্কয়ার ফিট জায়গা জুড়ে এটি শীতল করার কাজ করবে। মাঝারি থেকে যে সমস্ত বড় রুম রয়েছে ওই রুমের জন্য গ্রী ১.৫ টন ইনভার্টার এসি খুবই ভাল কাজ করবে।


    এক্ষেত্রে যারা বড় রুমের জন্য এসে নিতে চাচ্ছেন তারা গ্রী কোম্পানির 1.5 এই এসিটি নিতে পারেন। এক্ষেত্রে দ্রুত রূপ ঠান্ডা করতে সাহায্য করবে এবং বড়রুমকেও খুব সহজেই ঠান্ডা করে ফেলবে। অধিকাংশ মসজিদ মাদ্রাসা অথবা বড় কোন প্রতিষ্ঠানের জন্য এই মডেলের এসি টি ব্যবহার করা হয়।


    গ্রী দুই টন ইনভার্টার এসির দাম কত

    বর্তমান বাজারে গ্রী ২ টন ইনভার্টার  দুই টন এসির দাম ৭০ হাজার ৫৯০ টাকা। এক্ষেত্রে পাঁচ বছর মেয়াদী কম্প্রেসারের ওয়ারেন্টি এবং 180 স্কয়ার ফিট থেকে শুরু করে ২২০ স্কয়ার ফিট পর্যন্ত এটি ঠান্ডা করতে সক্ষম। গ্রী দুই টন ইনভার্টার এসি বর্তমানে বাজারে আগের তুলনায় অনেকটাই চাহিদা বেশি থাকার কারণে এই দামটা অনেকটাই বেশি আগের তুলনায়।


    অন্যান্য মডেলের এসির মত গ্রী দুই টনের এই এসিতেও পারছেন পাঁচ বছরের কম্প্রেসারের গ্যারান্টি সহ আরো আনুষঙ্গিক ইনস্টলেশন সহ হোম সার্ভিস ওয়ারেন্টিসহ বিস্তারিত আরো অনেক সুবিধা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন অফার অথবা এক্সচেঞ্জ এর কারণেও কিন্তু আপনারা কম মূল্যেও পেয়ে যেতে পারেন।


    গ্রী এসি কোন দেশের কোম্পানি

    গ্রী এসি হলো চাইনা একটি কোম্পানি। বর্তমান বিশ্বজুড়ে এই কোম্পানিটি এসি কোম্পানি হিসেবে বহুল পরিচিত একটি কোম্পানি। বর্তমানে বিশ্বের প্রায়ই সব দেশগুলোতেই গ্রী এসি ব্যবহার করে থাকে। বাংলাদেশেও অধিক ব্যবহৃত এসি হিসেবে এটি ব্যবহার করা হয়। কম দামের মধ্যে ভালো সুযোগ-সুবিধা দিচ্ছে গ্রী এসি।


    গ্রী এসিতে কিস্তি সুবিধা আছে কি

    বর্তমানে বাংলাদেশ থেকে আপনি গ্রী এসির কিস্তির মাধ্যমে কিনতে পারবেন এক্ষেত্রে ডাউন পেমেন্ট সহ 6 মাস থেকে ৩৬ মাস মেয়াদী পর্যন্ত কিস্তির মাধ্যমে কিনার সুযোগ রয়েছে। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন অথবা যেকোনো আউটলেটে গিয়ে আপনার প্রয়োজনীয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিস্তির মাধ্যমে গ্রী এসি কিনতে পারবেন।


    বর্তমান বাজারে প্রায় সব এসিগুলোতেই এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে শুধুমাত্র গ্রী এসি নয়। অন্যান্য কোম্পানির এসিগুলোতে আপনারা এই সুযোগ সুবিধা নিতে পারবেন তবে বর্তমান বাজার তুলনায় এই এসিটি বেশি পরিমাণে মানুষ কিনছে তাই আপনারা চাইলে এটাও কিস্তির মাধ্যমে কিনে নিতে পারেন।


    কিস্তির মাধ্যমে গ্রী এসি কেনার নিয়ম ২০২৩

    আপনি যদি কিস্তির মাধ্যমে গিয়ে এসি কিনতে চান তাহলে প্রথম অবস্থায় আপনাকে একটি ব্যাংক একাউন্টের অধীনে ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করতে পারবেন এক্ষেত্রে সরাসরি আপনি কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র গুলো নিয়ে এগ্রিমেন্ট পেপার পূরণ করেও গ্রী এসি নিতে পারবেন।


    এক্ষেত্রে অনেক আউটলেট রয়েছে গ্রী এসি কিনার ক্ষেত্রে তারা একজন গ্যারেন্টারের প্রয়োজন হতে পারে এক্ষেত্রে অবশ্যই আপনার আউটলেটে যে ম্যানেজার থাকবে তার সঙ্গে ভালো মতো কথা বলে নিবেন। যদি একজন গ্যারান্টি লাগে তাহলে আপনার নিকটস্থ তো কোন আত্মীয়র মাধ্যমে গ্যারান্টার হিসেবে গ্রী এসি কিস্তির মাধ্যমে কিনতে পারবেন।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন