কেরালা লটারি সংবাদ | কেরালা লটারি রেজাল্ট

    কেরালা লটারি সংবাদ | কেরালা লটারি রেজাল্ট


    কেরালার লটারি সংবাদ নিয়ে বিস্তারিত আজকে আমরা এখানে তুলে ধরেছি। ১৯৬৭ সাল থেকে অর্থমন্ত্রী শ্রী পি কে কুঞ্জ সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত হয় কেরালা লটারি। কেরালা স্টেট লটারি ছিল ভারতের প্রথম এ ধরনের লটারি মাধ্যম। লটারি খেলোয়াড়দের সাতটি সাপ্তাহিক লটারি এবং ছয়টি বাম্পার লটারির অফার প্রকাশ করা হয়।


    শুরু থেকে জনপ্রিয় এই কেরালা লটারি বহু মানুষ কোটিপতি হয়েছে এই লটারির মাধ্যমে। যেমন লক্ষ্মীপুরের মফিজুর রহিম তিনি জানিয়েছেন ৭ই মার্চ ২০১৬ তে এক কোটি রুপি জিতেছেন কেরালা লটারির মাধ্যমে। তাছাড়াও আরো অনেক মানুষ রয়েছে যারা কিনা কেরালা লটারি নিয়ে তাদের ভাগ্য বদলে নিয়েছে।


    কেরালা সাপ্তাহিক লটারি

    সাপ্তাহিক কেরালা লটারি ড্র করা হবে বিকেল ৩.৩০মিনিট থেকে। কেরালা লটারির টিকিট এর দাম নির্ধারিত হয়েছে ৩০ রুপি থেকে পঞ্চাশ রুপি পর্যন্ত। প্রতিটি লটারি নিজস্ব পুরস্কার কাঠামো ব্যবস্থা রয়েছে। নিচের টেবিলে আমরা বিস্তারিতভাবে পুরস্কার লটারি শীর্ষ যে সমস্ত পুরস্কার রয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেছি।

    দিনের নামঃ সোমবার

    লটারি নামঃ উইন-উইন

    টিকিট মূল্যঃ ৩০ রুপি

    শীর্ষ পুরস্কারঃ ৬৫ লাখ রুপি


    • মঙ্গলবারঃ লটারির নাম ধনশ্রী। টিকিট মূল্য ৪০ রুপি। শীর্ষ পুরস্কার 65 লাখ রুপি
    • বুধবারঃ  লটারির নাম অক্ষয়। টিকিট মূল্য ত্রিশ রুপি। শীর্ষ পুরস্কার 65 লাখ রুপি
    • বৃহস্পতিবারঃ লটারির নাম ধনশ্রী। টিকিট মূল্য ৪০ রুপি। শীর্ষ পুরস্কার এক কোটি রুপি
    • শুক্রবারঃ লটারির নাম করন্য প্লাস। টিকিট মূল্য ৫০ রুপি। শীর্ষ পুরস্কার 65 লাখ টাকা
    • শনিবারঃ লটারির নাম ভগবানিধি। টিকিট মূল্য ৩০ রুপি। শীর্ষ পুরস্কার 65 লাখ টাকা
    • রবিবারঃ লটারির নাম প্রণামী। টিকিট মূল্য ৪০ রুপি। শীর্ষ পুরস্কার 65 লাখ টাকা


    কেরালা বাম্পার লটারি

    ড্র সারা বছর ধরেই বিভিন্ন সময় হয়ে থাকে এই বাম্পার লটারি টিকিটের মূল্য নির্ধারিত হয় ১০০ রুপি থেকে শুরু করে ২০০ রুপি পর্যন্ত। এক্ষেত্রে কেরালা বাম্পার লটারির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে শুরু করে আরও বেশি পরিমাণ টাকা জেতার সম্ভাবনা থাকে। বিগত বছর থেকে পুনরায় আবারও বাম্পার লটারি মাধ্যমে অনেকেই জিতেছে বলে জানিয়েছে।


    কেরালা  লটারি রেজাল্ট ২০২৩

    কেরালা লটারি প্রত্যেকদিনের ড্রপ পরের দিন সকালবেলায় প্রকাশ করা হয়। ফলাফলের বিভিন্ন প্রধান দৈনিক প্রকাশিত পত্রিকা গুলোতেই পাওয়া যাবে। এছাড়া সরাসরি এজেন্ট এর কাছেও ফলাফলের উপপাদ্য রেজাল্ট থাকে। সেখান থেকেও দেখে নিতে পারবেন তবে খেলোয়াড়দের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন তাদের স্থানীয় এজেন্ট এর মাধ্যমে নিজ দায়িত্বে অফিসে গিয়েও ফলাফল জেনে নিতে পারবেন।


    কেরালা লটারি সংবাদ টুডে রেজাল্ট

    কেরালার লটারি প্রত্যেক সপ্তাহের দেখার জন্য আপনারা তাদের অফিসিয়ালি তাদের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং নির্ধারিত প্রত্যেকটি পত্রিকাতেই কেরালা লটারির রেজাল্ট প্রকাশ করা হয় উত্তর লটারি রেজাল্ট দেখার জন্য লটারি নাম্বার অনুযায়ী পত্রিকার সঙ্গে মিলালেই আপনারা প্রত্যেকদিনের সংবাদপত্রে আপনারা কেরালা লটারি দেখতে পারবেন।


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন