টেলিটক সিমের দাম কত ( বর্ণমালা, অপরাজিতা, আগামী, স্বাগতম, শতবর্ষ )

    টেলিটক সিমের দাম কত


    আজকে আমরা কথা বলবো টেলিটক সিমের দাম কত এবং কি কি প্যাকেজ রয়েছে এই সমস্ত প্যাকেজ গুলোর দাম কত টাকা হয়ে থাকে এবং এই প্যাকেজ এর সিম গুলো নিতে হলে আপনাদেরকে কি করতে হবে এবং কোথায় গিয়ে নিতে হবে এই নিয়ে বিস্তারিত ভাবে আপনাদের মাঝে আজকে তুলে ধরব তাহলে চলুন দেখে নেওয়া যাক টেলিটক সিমের দাম কত বিভিন্ন কোন প্যাকেজের কি সুবিধা।


    টেলিটক হলো সরকারি একটি সিম বিভিন্ন চাকরির আবেদনের জন্য টেলিটক সিম থেকেই এসএমএসের মাধ্যমে আবেদন করতে হয় এই সিমের বিভিন্ন প্যাকেজ রয়েছে। প্যাকেজ অনুযায়ী ইন্টারনেট অফার মিনিট অফার এবং কলরেট নির্ধারণ হয়ে থাকে তবে এক্ষেত্রে বর্তমানে পাঁচটি প্যাকেজ চালু রয়েছে এই পাঁচটি প্যাকেজ এর যেকোনো একটি প্যাকেজ এর সিম আপনি নিতে পারবেন তবে অবশ্যই আপনার যে সমস্ত শর্ত তারা দিয়েছে সে সমস্ত শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলেই আপনি টেলিটক সিমের যেকোনো একটি প্যাকেজ নিতে পারবেন।


    বর্তমানে স্টুডেন্টদের জন্য টেলিটক বিভিন্ন অফারসহ ফ্রিতেই তারা দিয়ে থাকছে তাই ফ্রিতে নিতে হলে আপনাকে অবশ্যই স্টুডেন্ট হতে হবে এবং এসএসসিতে ক্লাস থাকলে আপনি টেলিটক আগামী প্যাকেজ টি ফ্রিতে পাবেন সেই সাথে মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড় সিম নেওয়ার জন্য।


    টেলিটক সিম প্যাকেজ

    টেলিটক সিমের বর্তমানে পাঁচটি প্যাকেজ চালু রয়েছে আর এই পাঁচটি প্যাকেজ হল বর্ণমালা, অপরাজিতা, আগামী, স্বাগতম, শতবর্ষ। প্যাকেজগুলোর ইন্টারনেট অফার এবং মিনিট কল রেট অফার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর এই প্যাকেজগুলোর সিম কিনতে হলে আপনাকে প্যাকেজ অনুযায়ী শর্তসাপেক্ষ হলেই তারপরে আপনি এই প্যাকেজ গুলোর মধ্যে যেকোনো একটি প্যাকেজ নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন প্যাকেজে কত টাকা দাম এবং কিভাবে নিতে পারবেন।


    টেলিটক সিমের দাম কত

    সিরিয়াল

    প্যাকেজ

    দাম/ শর্ত

    আগামী

    সিম ফ্রি কিন্তু এসএসসি তে A+ থাকতে হবে।

    বর্ণমালা

    ১০০ টাকা কিন্তু এসএসসি পাস করতে হবে।

    স্বাগতম

    স্বাগতম ১৫০ টাকা।

    শতবর্ষ

    ১০০ টাকা কিন্তু ১০০ টাকা রিচার্জে পেয়ে যাবেন।

    অপরাজিতা

    ১০০ টাকা কিন্তু রেজিষ্ট্রেশন মহিলা গ্রাহক দিয়ে করতে হবে।


    টেলিটক বর্ণমালা সিমের দাম কত

    টেলিটক বর্ণমালা সিমের দাম 100 টাকা তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে এসএসসিতে পাস করতে হবে তারপরে আপনি টেলিটক সিমের জন্য আবেদন করতে পারবেন এসএসসির পয়েন্ট অনুযায়ী আপনার মার্কশিট সহ প্রশংসা পত্র এবং কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিই আপনি টেলিটক বর্ণমালা সিম নিতে পারবেন। টেলিটক আগামী প্যাকেজ এর থেকে বর্ণমালা প্যাকেজ কিছুটা সুবিধা কম তবে অন্যান্য সেবার তুলনায় টেলিটক বর্ণমালা প্যাকেজ এ সুযোগ সুবিধা ভালো।


    টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন | বর্ণমালা সিম পাওয়ার উপায়


    টেলিটক অপরাজিতা সিমের দাম কত

    টেলিটক অপরাজিতা সিমের দাম 100 টাকা কিন্তু এটি শুধুমাত্র মহিলাদের জন্য এই প্যাকেজটি চালু করা হয়েছে তবে এক্ষেত্রে যদি কেউ শিল্পী হতে চাই তাহলে মহিলা গ্রাহক দিয়েই সিম রেজিস্ট্রেশন করাতে হবে তাহলেই 100 টাকার মাধ্যমেই টেলিটক অপরাজিতা সিম পাওয়া যাবে। টেলিটক অন্যান্য প্যাকেজ এর মতই টেলিটক অপরাজিতা বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা এবং ইন্টারনেট অফার এবং কলরেট এর সুবিধা রয়েছে।


    টেলিটক আগামী সিমের দাম কত

    টেলিটক আগামী সিম সম্পূর্ন ফ্রি তবে এক্ষেত্রে আপনাকে এস এস সি তে এ প্লাস থাকতে হবে। এসএসসিতে যদি A+ থাকে তাহলে আপনি টেলিটক আগামী সিম একেবারেই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। টেলিটকে অন্যান্য প্যাকেজের সিমের থেকে আগামী প্যাকেজ এর সুযোগ সুবিধা ইন্টারনেট অফার এবং মিনিট কল রেট একেবারেই কম। তাই এই সিমটি শুধুমাত্র যারা এ প্লাস পাবে তাদের জন্যই সম্পূর্ণরূপে ফ্রি করা হয়েছে।


    টেলিটক স্বাগতম এর দাম কত

    টেলিটক স্বাগতম সিমের দাম 150 টাকা। টেলিটক সিমের প্যাকেজ এর মধ্যে স্বাগতম প্যাকেজ টির দাম ধরা হয়েছে 150 টাকা এবং অন্যান্য অফার এর মত এই অফারটি তে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। তবে এ ক্ষেত্রে টেলিটক স্বাগতম সিমে আগামী এবং বর্ণমালা প্যাকেজের মতো তেমন কোন সুবিধা পাবেন না তবে এক্ষেত্রে ঐ সমস্ত সুবিধা পাবেন কিন্তু দাম একটু বেশি পড়তে পারে অফার গুলো তে।


    টেলিটক শতবর্ষ সিমের দাম কত

    মুজিব শতবর্ষ উপলক্ষে টেলিটকের প্যাকেজ চালু করেছে। আর এই টেলিটক শতবর্ষ প্যাকেজের দাম ধরা হয়েছে 100 টাকা। 100 টাকা রিচার্জ করলেই পেয়ে যাবেন টেলিটক শতবর্ষ এই সিমটি। অন্যান্য প্যাকেজের মত এর প্যাকেজটিতে বিশেষ কিছু অফার রয়েছে সেই অফার অনুযায়ী আপনারা ইন্টারনেট মিনিট কল সহ অন্যান্য বিষয়গুলো ব্যবহার করতে পারবেন আর তিনটি কিলার পরপরই আপনারা 100 জিবি ইন্টারনেট পেয়ে যাবেন।


    টেলিটক সিমের দাম প্যাকেজ অনুযায়ী

    ১ঃ আগামী সিম ফ্রি কিন্তু এসএসসি তে A+ থাকতে হবে।
    ২ঃ বর্ণমালা ১০০ টাকা কিন্তু এসএসসি পাস করতে হবে।
    ৩ঃ স্বাগতম ১৫০ টাকা।
    ৪ঃ শতবর্ষ ১০০ টাকা কিন্তু ১০০ টাকা রিচার্জে পেয়ে যাবেন।
    ৫ঃ অপরাজিতা ১০০ টাকা কিন্তু রেজিষ্ট্রেশন মহিলা গ্রাহক দিয়ে করতে হবে।

    টেলিটক কোন সিম ভালো

    বর্তমানে টেলিটকের যে পাঁচটি প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের মধ্যে বর্ণমালা এবং আগামী প্যাকেজ এর সবথেকে সুযোগ সুবিধা বেশি রয়েছে। আগামী প্যাকেজ এর বিশেষ অফার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই এই অফার গুলো ব্যবহার করতে পারবেন যেমন 25 টাকা রিচার্জে 25 মিনিট ফ্রি এবং 25 এমবি ফ্রি সাথে 25 টি এসএমএস ফ্রি দিবে তার সাথে 25 টাকা আপনার অব্যবহৃত থেকে যাবে মানে আপনি এটি পরবর্তীতে যে কোন কাজে ব্যবহার করতে পারবেন।


    তাই বর্তমানে টেলিটকের প্যাকেজ এর মধ্যে সবথেকে ভালো হলো অপরাজিতা এবং বর্ণমালা এবং আগামী প্যাকেজ সবথেকে এরইমধ্যে বেটার আগামী প্যাকেজ আগামীতে বিশেষ কিছু অফার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা সুবিধা ভোগ করতে পারবেন এবং 25 টাকা রিচার্জে সম্পূর্ণ একটি প্যাকেজ পেয়ে যাবেন।


    টেলিটক সিমের সুবিধা

    টেলিটক সিম হলো সরকারি ছিনতাই অন্যান্য স্থানের তুলনায় টেলিটক সিমে বিশেষ কিছু সুবিধা রয়েছে যেমন আগামি প্যাকেজ আপনি 25 টাকা রিচার্জ করলে 25 মিনিট এবং 25 টি এসএমএস এবং 25 এমবি ইন্টারনেট পাবেন সেই সাথে আপনার 25 টাকা থেকে যাবে আপনার একাউন্টে এটি আপনি পরবর্তীতে যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।

    বর্ণমালা প্যাকেজ 30 টাকা রিচার্জ করলে আপনারা 30 মিনিট এবং 30 এমবি ইন্টারনেট এবং 30 টি এসএমএস পেয়ে যাবেন সেইসাথে আপনার 30 টাকা থেকে যাবে তাই আগামী এবং বর্ণমালা প্যাকেজের বিশেষ সুবিধা রয়েছে। তাছাড়া অন্যান্য শ্রেণীর ক্ষেত্রেও নানা রকম সুযোগ-সুবিধা পাওয়া যায়।

    টেলিটক সরকারি সিম হওয়ার কারণে যে কোন চাকরির রেজিস্ট্রেশন এবং টাকা প্রদানের ক্ষেত্রে এই তিনটি ব্যবহার করা লাগে তাই প্রত্যেকেরই উচিত টেলিটক একটি করেসিল থাকা বাধ্যতামূলক কেননা বিভিন্ন রকম সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য টেলিটক সিমের মাধ্যমেই গ্রহণ করতে হয়। তাই বলা যায় টেলিটক সিমের সুবিধা অনেক রয়েছে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন