রেজাল্ট ভালো করার কয়েকটা টিপস | কিভাবে ভালো পড়াশোনা করা যায়

    কিভাবে পড়াশোনা করলে রেজাল্ট ভালো হবে অনেকেই এ প্রশ্নটা করে থাকেন আজকে এই প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। সর্বপ্রথম যে কথাটা বলতে চাই , ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে শুধু পড়াশোনা করলেই হবে না  সেগুলো কিভাবে পড়তে হবে তা জানতে হবে


    রেজাল্ট ভালো করার কয়েকটা টিপস


    এবং মনোযোগ সহকারে পড়তে হবে। প্রত্যেকটা ভাল ছাত্রের একটি বৈশিষ্ট্য থাকে যেমন তারা প্রতিদিন নিয়মিত ক্লাস করে, তাদের পড়াশোনার প্রতি অন্যরকম আগ্রহ থাকে, যেগুলো খারাপ ছাত্রদের থাকেনা, আজকে তোমাদের কিছু উপদেশ দেবো যেগুলো মেনে চললে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করা সম্ভব


    প্রথমত একটি রুটিন তৈরি করে নেওয়া

    তুমি যদি একজন ভাল স্টুডেন্ট হতে চাও অবশ্যই তোমার একটি সুন্দর রুটিন করা প্রয়োজন। কেননা, রুটিন মাফিক পড়লে পড়াশোনা করা ভালো হয় , প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা হবে রুটিনে যেদিন যে সাবজেক্ট পড়ার কথা থাকবে সেদিন সেই সাবজেক্ট যেভাবে হোক পড়তেই হবে এবং সময় অনুযায়ী পড়তে হবে অনেক সময় দেখা যায় রুটিন তৈরি না  করার জন্য পড়তে বসার পরেও কোন সাবজেক্ট পড়বে তা ঠিক করতে অনেক কষ্ট হয়  , তাই নির্ধারিত রুটিন আমাদের সবার প্রয়োজন।


    নিয়মিত পড়ালেখা করা

    তুমি যদি পরীক্ষা ভালো কিছু করতে চাও অবশ্যই তোমাকে ভালভাবে পড়তে হবে। আর এটার জন্য সর্বপ্রথম প্রয়োজন নিয়মিত পড়াশোনা করার। যদি নিয়মিতভাবে পড়াশোনা না করো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। কেননা নিয়মিতভাবে পড়াশোনা করলে পড়াশোনা চর্চা থাকে অনেকদিন পর পর পড়াশোনা করলে আগের গুলো ভুলে যাই তার জন্য আমরা বেশি বেশি পড়বো এবং প্রতিদিনকার পড়া প্রতিদিন পড়বো


    আমরা যদি পড়াশোনা ঠিকভাবে না করি পরীক্ষার আগের দিন শুধুমাত্র পড়তে চায় , তাহলে আমাদের মাথায় অনেক চাপ পড়ে এবং মাথাব্যথা করে সেদিন কষ্ট করে আর কোন লাভ হয় না পরীক্ষা ভালো ভাবে দিতে পারিনা। তার জন্য আমরা ভালো রেজাল্ট করতে পারি না। যদি আমরা নিয়মিত পড়াশোনা করি তাহলে পরীক্ষার আগে অত চাপ থাকে না

    আমরা পরীক্ষা প্রশ্ন দেখলে বুঝতে পারি যে আমরা পারব কি পারব না আর সেগুলোর খুব নিশ্চিন্তে উত্তর দিতে পারি


    নিয়মিত ক্লাস করা

    নিয়মিত ক্লাস করলে আমাদের পড়াশোনার প্রতি একটি আগ্রহ দেখা যায় স্যারদের ভয় হোক, আর লজ্জা জন্যই হোক, আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন করে যাই এর জন্য আমাদের পড়াশোনাটাও ভালো হয়। তাই নিয়মিত ক্লাসে যাওয়া অবশ্য জরুরি স্যার ম্যাডামদের আমাদের ভালো ভালো উপদেশ দেয়। তার জন্য আমাদের পড়াশোনা ও ভালোভাবে করতে মন চায়


    অনেক রকম মাধ্যম দিয়ে আমাদের বুঝাতে চাই , যে পড়াশোনা করা অত্যন্ত জরুরি কেননা পড়াশোনা ছাড়া কোন উপায় নেই ভালো কিছু করার জন্য অবশ্য পড়াশোনা করতে হবে এজন্য আমাদের ক্লাস করাও প্রয়োজন

     

    পড়ার সময় অমনোযোগী না হওয়া

    কেননা আমরা দুই মিনিটের জন্য নোটিফিকেশন চেক করতে গিয়ে আমাদের অজান্তেই দুই ঘন্টা কেটে যায়। তার জন্য আমাদের কাছে পড়াশোনার সময় ডিজিটাল ডিভাইস না রাখাই উত্তমপড়াশোনা করার সময় অযথা কারো সঙ্গে কথা বলবো না বা অন্য দিকে মনোযোগ দেবো না সম্পূর্ণ মনোযোগ টাই আমাদের পড়াশোনার প্রতি দেওয়া উচিত ছোটখাটো কাজে পড়াশোনা বন্ধ না করে দেওয়া পড়াশোনা শেষ করার পরে কোন কাজ করা।



     অনলাইনে ইনকামের নামে প্রতারিত হওয়ার আগে সাবধান হোন


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন