শিরোনামহীন ব্যান্ডের গান | শিরোনামহীন ক্যাপশন

    ঢাকা ভিত্তিক বাংলা রক ব্যান্ড শিরোনামহীন 1996 সালে গঠিত হয়। ১৯৯০ এর শেষের দিকে ঢাকার সংগীত থেকে উঠে আসে শিরোনামহীন ব্যান্ড। সাইকেডেলিক এবং  লোক ধাঁচের সংগীতের জন্য তারা খুবই বিখ্যাত অর্জন করেছেন। বাংলাদেশের শীর্ষ ব্যান্ড গুলির মধ্যে এটি একটি খুবই জনপ্রিয় ব্যান্ড হয়ে উঠেছে জনবহুল সরাসরি পরিবেশনার জন্য দলটিকে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে থাকে এবং তারা বিনোদনমূলক ভাবে গানটি সম্প্রচার করে।


    এই অবেলায় শিরোনামহীন

    শিরোনামহীন

    2010 সাল থেকে শিরোনামহীন একটি নতুন অ্যালবামের গান নিয়ে তারা কাজ শুরু করে এবং 2011 সালে  রাজীবের পরিবর্তে রাসেল  কবির যোগ দেন। তাদের এই 17 বছরের সংগীত সফরের পরে শিরোনামহীন 2013 সালের তাদের প্রথম শিরোনাম এবং পঞ্চ অ্যালবামটি প্রকাশ করে থাকে।তাদের 25 টি গানের মধ্যে নির্বাচিত হয় 10 টি গান অ্যালবামটিতে যা প্রকাশিত হয়েছিল। এই গানগুলো ঢাকার বাংলামোটরের ইনকার্সন মিউজিকে রেকর্ড করা হয়। 

    পুষ্প ফুল মুভি হিন্দিতে ডাউনলোড করুন ।Pushpa Movie Full Download Hindi


    এই অবেলায় শিরোনামহীন

    বর্তমানে জনপ্রিয় গানের মধ্যে শিরোনামহীনের এই অবেলায় এই গানটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে এবং ইউটিউব এ মিলিয়ন ভিউজ দেখা গিয়েছে এবং  এই ব্যান্ড বিভিন্ন দেশ-বিদেশ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কনসার্ট করে থাকেন তাই এই গানের মাধ্যমে জনগণ তাদের মনের ভাব এর সাথে মিলে যায় এই অবেলায় গানের কথাগুলো। এই অবেলায় এই গানটি বর্তমান সময়ে একটি খুবই জনপ্রিয় গান যা মানুষের হৃদয়কে নো চিন্তা ভাবনাই নিয়ে যায়। 


    শিরোনামহীন এইগানটি আমাদের এই ওয়েবসাইটের ভিডিও সেকশন থেকে আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে সম্পূর্ণ গানটি আপনার ডাউনলোড করতে হলে নিচের দেওয়া লিংক থেকে আপনারা এক ক্লিকেই এই সম্পূর্ণ গানটি সেভ করে রাখতে পারবেন

                   
                                                    এই অবেলায় শিরোনামহীন video


    এই অবেলায় তোমারই আকাশে

    নীরব আপসে ভেসে যায়

    সেই ভীষণ শীতল ভেজা চোখ

    কখনো দেখাইনি তোমায়


    হাসিমুখ

    হাসিমুখে একটি  গানের সংস্করণ তা তানিম রহমান অংশুর পরিচালনায় আবার হাসিমুখ গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছিল সেসময়। সেই সময় এই গানটিতে অভিনয় করেছিলেন মিস বাংলাদেশ বিজয়ী জান্নাতুল ফেরদৌস পিয়া । 2007 সালে মিস বাংলাদেশী বিজয় অর্জন করেছেন। 


    জাহাজী

    শিরোনামহীন ব্যান্ড 1996 সালে প্রকৌশল শিক্ষার্থী জিয়াউর রহমান জিয়া এবং জুয়েল এবং বুলবুল হাসান এই তিনজন মিলে গঠিত হয়। 2002 সালের দিকে চতুর্থ সদস্য হিসাবে শিল্পী তানজির তুহিন এই দলে যোগ দেন।

    ইভেন্টের প্রাথমিক গীতিকার হিসেবে এবং ধারণাগত নেতা হিসাবে হয়ে ওঠে এরপর 2004 সাল থেকে তাদের ফাস্ট অ্যালবামঃ জাহাজী নামে প্রকাশ করা হয়ে থাকে।


    ইচ্ছেঘুড়ি

    শিরোনামহীন ব্যান্ড এর পরবর্তী তাদের অ্যালবাম যাচ্ছিল নজর কাড়ার মতো একটি বিষয় সেটি হল ইচ্ছেঘুড়ি 2006 সাল ভিডিও মানুষের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল এবং প্রতিটি মানুষই তাদের এই ব্যাংকে সমর্থন দিতে শুরু করেছিল। বন্ধ জানালা, রবীন্দ্রনাথ, শিরোনামহীন, হাসিমুখ, 


    শিরোনামহীন সাম্প্রতিক বছরগুলিতে

    অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

    13 এপ্রিল 2014 সাল প্রথম বাংলা ব্যান্ড হিসেবে এ ব্যাংকটি শিরোনামহীন নামে তাদের প্রাতিষ্ঠানিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালু করে থাকেন। ইভেন্ট সদস্যদের সম্পর্কে বিস্তারিত এবং 50 গ্রামের গানসমূহ সহ গানের নানা কথা আলোকচিত্র ভূমি ব্যান্ডের নানা কথা কার্যক্রমের সবকিছুই এখানে হালনাগাদ করা হয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাওয়া যাবে তাদের সমস্ত গান এবং তাদের ভিডিও এই অ্যাপসটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে এবং এই অ্যাপসে শিরোনামহীন অ্যালবামের সব কটি গান শুনতে পাওয়া যাবে।


    সরাসরি পরিবেশনায়  শিরোনামহীন

    সরাসরি পরিবেশনের জন্য শিরোনামহীন তাদের কনসার্ট এর মাধ্যমে পরিচিতি লাভ করে। তারা শ্রীলঙ্কায় 2014 সালে গোল মিউজিক উৎসবে অংশ নেয় এই শিরোনামহীন ব্যান্ড যেখানে নরওয়ে এবং ভারতসহ বিভিন্ন দেশ বিদেশ শ্রোতাও ব্যান্ডের ঘটেছিল। এবং পরবর্তী 2016 সালে মালয় বিশ্ববিদ্যালয়ে এ শিরোনামহীন ব্যান্ড একটি কনসার্ট পরিবেশন করেছিলেন।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন