পৃথিবীর সবচেয়ে বেতন বেশি ১০ টি দেশের তালিকা

    পৃথিবীর সবচেয়ে বেতন বেশি  দশটি দেশের তালিকা


    আজকের পোষ্টের টপিক হয়তো আপনারা অনেকেই টাইটেল দেখে বুঝে গেছেন। এই পোস্টে আমরা আলোচনা করব পৃথিবীর এমন দশটি দেশকে নিয়ে যারা শ্রমিক বা ওয়ার্কারদের সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে। আজকে আমরা এমন দশটি দেশের নাম জানবো যেগুলা শ্রমিকদের মাসিক এবং বাৎসরিক গড়ে কত টাকা বেতন দিয়ে থাকে।  


    আপনাদের সামনে আমি যেসব তথ্য শেয়ার করব সেগুলো আমি বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন সরকারি ওয়েবসাইট সহ উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে দশটি দেশ যেগুলো ওয়ার্কারদের সবচেয়ে বেশি পেমেন্ট করে থাকে। অথবা সেরা দশটা দেশের নাম যারা শ্রমিকদের সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে।


    পৃথিবীর সবচেয়ে বেতন বেশি দশটি দেশের তালিকা

    এখানে আমরা ইউরোপ কান্ট্রি সহ মোটামুটি 10 টি দেশ নিয়ে আলোচনা করেছি যে দশটি দেশে পৃথিবীর সবথেকে বেতন বেশি দেওয়া হয়ে থাকে কর্মীদের। তার পর্যায়ক্রমে আমরা এই দেশগুলো নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেছি কি কি কাজে বেতন বেশি এবং কি করলে বেতন বেশি বাড়াতে পারবেন তার সবগুলোই জানতে পারবেন


    আইসল্যান্ড

    সেরা বেতন দেওয়ার আজকের তালিকা যে দেশটি 10 নাম্বারের লিস্টে আছে সেটি হচ্ছে আইসল্যান্ডে। আইসল্যান্ডে এভারেজ  একজন ওয়ার্কার সেখানে বাৎসরিক ইনকাম করে 46074 ডলার।যা বাংলাদেশী টাকায় প্রায় 3,685,600 টাকা!


    বেলজিয়াম

    বেতন দেওয়ার দিক থেকে সেরা দশটি দেশের তালিকায় নবম স্থানে অবস্থান করছে বেলজিয়াম। বেলজিয়ামে একজন শ্রমিক বা ওয়ার্কার বাৎসরিক গড়ে  47 হাজার 702 ডলার।বাংলাদেশি টাকায় প্রায় 3,816,160 টাকা।


    উইকিপিডিয়ার তথ্যমতে একজন ওয়ার্কার বেলজিয়ামে থাকলে সে বাৎসরিক গড়ে প্রায় 3,816,160 টাকা বেতন পেয়ে থাকে!!


    কানাডা

    তালিকায় অষ্টম স্থানে রয়েছেন কানাডা। আমরা জানি কানাডা একটি অনেক উন্নত এবং ধনী রাষ্ট্র। বাংলাদেশের অনেকেরই স্বপ্ন থাকে যে কানাডায় বসবাস করার। তাই অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে কানাডায় ওয়ার্কারদের বাৎসরিক ইনকাম কত? উইকিপিডিয়ার তথ্যমতে কানাডার বাৎসরিক ইনকাম 47 হাজার 843 ডলার। যা টাকায় প্রায় 3,827,440!


    কানাডা অর্থনৈতিক দিক থেকে বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে ধরা হয়ে থাকে এখানে কর্মীদের বেতন ভিন্ন রকম ভাবে প্রদান করা হয়। তবে বর্তমানে কানাডাতে বিভিন্ন সেক্টরে বেতন আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এ বছর থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী কর্মীদের বেতন প্রদান করা হবে বলে সেই বিষয়টি ও নিশ্চিত করা হয়েছে


    ডেনমার্ক

    ওয়ার্কার দের বেতন দেওয়ার দিক থেকে সেরা দশের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ডেনমার্ক। ডেনমার্কে একজন ওয়ার্কার এভারেজ  বাৎসরিক ইনকাম করে 50024 ডলার। বাংলাদেশের টাকার 4,001,920 টাকা।


    বিদেশে কোন কাজের চাহিদা বেশি? কোন কাজগুলোতে বেতন বেশি?


    ডেনমার্কের সবথেকে আইডি রিলেটেড কোম্পানিগুলোতে কর্মীদের বেতন বেশি দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে ডেনমার্ক সরকার বিদেশি কর্মীদের কিন্তু দেশের কর্মীর মতই বেতন প্রদান করে থাকে এই ক্ষেত্রে যে কোন কর্মীর ক্ষেত্রে সমান অধিকার রয়েছে ডেনমারকে


    অস্ট্রেলিয়া

    আজকের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার একটি ক্রিড়া প্রিয় এবং উন্নতি দেশ। বিশেষ করে খেলাধুলার দিক থেকে আমরা অস্ট্রেলিয়াকে প্রায় কমবেশি সবাই চিনে থাকি। সেটা হোক ক্রিকেট-ফুটবল কিংবা অলিম্পিক।  এই অস্ট্রেলিয়াতে একজন ওয়ার্কার বাৎসরিক গড়ে 50 হাজার 167 ডলার বেতন পেয়ে থাকে।


    নেদারল্যান্ড

    সেরা দশের পঞ্চম স্থানে রয়েছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের নাম আমরা অনেকেই শুনেছি। অনেকেই একে হলন্ড ও বলে থাকে। সেখানে গড়ে একজন ওয়ার্কার কে বাৎসরিক 50 হাজার 670 ডলার বেতন দেওয়া হয়।


    নরওয়ে

    তালিকার চতুর্থ তম স্থানে রয়েছেন নরওয়ে। নরওয়ে একটি উন্নত দেশ। এখানে শ্রমিকদের মোটামুটি ভালো পরিমাণের বেতন হয়ে থাকে। নরওয়েতে একজন ওয়ার্কার কে গড়ে 50 হাজার 900 8 ডলার সেলারি দেওয়া হয়।


    সুইজারল্যান্ড

    সবচেয়ে বেতন দেওয়া দেশগুলোর মধ্যে তালিকায় তৃতীয় নাম্বারে রয়েছে সুইজারল্যান্ড। সুজালেন্ড একটি সুন্দর এবং উন্নত দেশ। এখানে একজন ওয়ার্কারদের বাৎসরিক গড়ে প্রায় 58 হাজার 389 ডলার বেতন দেওয়া হয়। যেগুলো তালিকার উপরে  থাকা দেশগুলোর থেকে অনেকটাই বেশি।


    আমেরিকা 

    প্রতিটা মানুষেরই প্রায় স্বপ্ন থাকে যে আমেরিকায় যাওয়ার। পৃথিবীর পরাশক্তি বলা হয় এই আমেরিকাকে। তাহলে জেনে নিই চলুন আজকে একজন আমেরিকান ওয়ার্কারদের  বাৎসরিক গড় বেতন কত পেয়ে থাকে?একজন আমেরিকান ওয়ার্কার এর মাসিক বেতন 58 হাজার 7১৪ ডলার।


    লুক্সেমবার্গ!

    কি চমকে গেলেন! হয়তো অনেকেই দেশটির নাম শুনিনি। তাই না? যারা হয়তো  ভ্রমণপিয়াসু বিদেশের খবর রাখেন তারা হয়তো বলতে পারবেন। হ্যাঁ এই অপরিচিত দেশটি সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে ওয়ার্কারদের। লুক্সেমবার্গে ওয়ার্কার দের বাৎসরিক 60369 ডলার বেতন দেওয়া হয়। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় 4,829,520!


    ইউরোপের ভিতরে অনেকে বলে থাকে যে এটা সেনজেন কান্ট্রি কিনা? এই সেনজেন যে শহরটার নাম এটাই  লুক্সেমবার্গে অবস্থিত। লুক্সেমবার্গ হচ্ছে ইউরোপের ছোট্ট একটা দেশ। কিন্তু অনেক বেশি পরিমাণে ইনকাম। এখানে মাথাপিছু ইনকাম অন্য দেশের তুলনায় অনেক  বেশি। এখানে একজন ওয়ার্কার বাৎসরিক প্রায় 60 হাজার 370 ডলারের মতো বেতন পেয়ে থাকে।


    ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং করতে গেলে কি কি লাগে?


    ফিনল্যান্ড

    বর্তমান সময়ে পৃথিবীতে সব থেকে সুখী দেশের মধ্যে অন্যতম দেশ হলো ফিনল্যান্ড। ফিনল্যান্ডে যেমন সুখী মানুষ রয়েছে সেখানে কর্মীদের বেতনও কিন্তু ভালো পরিমাণ দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে পৃথিবীর দশম তালিকার পরে ১১ তম তালিকার মধ্যেই ফিনল্যান্ড পড়ে। এখানে একজন কর্মীর মাসিক এভারেজ বেতন অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। ৬৪ হাজার ৩০০ ৯০ ডলারের মত পেয়ে থাকে একজন কর্মী মাসিক ভিত্তিতে। তবে এক্ষেত্রে বিশেষ করে অন্যান্য সেক্টরগুলোতে কিন্তু ভিন্ন ভিন্ন বেতন প্রদান করে থাকে


    ফিনল্যান্ডে কাজের সময় হল সপ্তাহে 28 ঘন্টা থেকে সপ্তাহে 35 ঘণ্টা পর্যন্ত কাজ করার সুযোগ পেয়ে থাকি। এর মধ্যে একজন কর্মীর বেতন এমন প্রদান করা হয়। তবে বিভিন্ন কাজ ভেদে কিন্তু বেতন নির্ধারিত থাকে। তবে বাহির দেশ থেকে যারা সে দেশে কাজের উদ্দেশ্যে চেয়ে থাকে তাদের বেতন কিন্তু অন্যান্য কর্মীদের বেতন একই রকম প্রদান করা হয়



    শেষ কথা

    উপুরে শেয়ারকৃত সকল তথ্য গুগল এবং উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। যারা ওয়ার্ক বিষয় বাইরে ট্রাই করবেন তাদের জন্য আজকের এই পোস্ট টি। তাদের এই জিনিসগুলো জানা থাকলে অনেকটা হেল্প হবে। কোন দেশে ভালো সেলারি পাওয়া যায় এ জন্যই মূলত আজকের এই পোস্টটি করা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন। পরবর্তীতে কি নিয়ে আর্টিকেল আপনারা চান সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন