অ্যাপ্লিকেশন কি? কত প্রকার ও কি কি? Apps এবং software এর মধ্যে পার্থক্য কি?


    অ্যাপস বা অ্যাপ্লিকেশন কি?অ্যাপ্লিকেশন কি? কত প্রকার ও কি কি? Apps এবং software এর মধ্যে পার্থক্য কি?

    Apps এবং software এর মধ্যে পার্থক্য কি?

    রিসেন্টলি কয়েক বছর ধরে স্মার্টফোনের আনাগোনা শুরু হওয়ার পর থেকে প্রতিটা জিনিস এবং প্রতিটা স্মার্ট টেকনোলজি ক্ষেত্রে ব্যবহার হচ্ছে একটি অ্যাপস বা অ্যাপ্লিকেশন।বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিংবা বিভিন্ন ধরনের ios ব্যবহার করা হচ্ছে।


    এক্ষেত্রে আমরা যখন বিভিন্ন ধরনের কাজ করতে চাই তখন অ্যাপ্লিকেশন বা কিছু সফটওয়্যার ব্যবহার করা হয়। বেশিভাগই আমরা যেটা মনে করে থাকি যে আমরা যে ধরনের ফোন টাইপ ডিভাইস ডিভাইসগুলো ব্যবহার করে থাকি যেমন স্মার্টফোন ট্যাবলেট ইত্যাদি এগুলোর জন্য আমরা অ্যাপলিকেশন ইউস করি।


    আর যখন আমার কম্পিউটার ইউজ করি তখন আমরা সফটওয়্যার ব্যবহার করি। এই জিনিস গুলোই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব এই পোষ্টের মাধ্যমে।


    Apps বা অ্যাপ্লিকেশন কি?


    অ্যাপ্লিকেশন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাপস। এই অ্যাপস বা অ্যাপ্লিকেশন বিভিন্ন ডিভাইস রান করানো যেতে পারে। আমাদের আজকে মডার্ন টাইপের যে কম্পিউটার ব্যবহার করা হয় সফটওয়্যার গুলোকে এখন অ্যাপ্লিকেশন  হিসেবে ব্যবহার করা যায়।


    এগুলো অনেক রকম হতে পারে। আপনি চাইলে এটাকে মোবাইলে রান করাতে পারেন কম্পিউটারেও রান করতে পারবে।


    কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো অফলাইনে চলে,কিছু অ্যাপ্লিকেশন যেগুলো অনলাইনে চলে। আবার কিছু কিছু রয়েছে যেগুলো ওয়েব অ্যাপ্লিকেশন চলে। কিছু  অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ব্রাউজারেও চলে। সে গুলোকে মূলত ATON বলা হয়ে থাকে।


    তবে একটি সফটওয়্যার কে সাধারণত লাইট ওয়েট অ্যাপ্লিকেশন বা লাইট ওয়েট সফটওয়্যার বলা হয়ে থাকে। এর মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি একটি সফটওয়্যার কে ফুল ফর্ম সফটওয়্যার হিসেবে বিবেচনা করা যায় না।


    এজন্য মানুষ কম্পিউটারের সফটওয়্যার ব্যবহার করে থাকে। কারণ এটি ফুল ভার্সন হয়ে থাকে। মোবাইল, ট্যাবলেট বা অন্যান্য ডিভাইস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকে।


    অ্যাপ্লিকেশন কত প্রকার


    অ্যাপ্লিকেশন সাধারণত তিন প্রকার।


    • Desktop অ্যাপ্লিকেশন
    • Mobile অ্যাপ্লিকেশন
    • Web অ্যাপ্লিকেশন


    Desktop application


    ডেক্সটপ application সাধারণত কম্পিউটার ইউজার দের জন্য। এটি একটি বড় ফুল ফর্ম সফটওয়্যার। এবং সফটওয়্যার এক্সেস করার জন্য পুরোপুরি কম্পিউটারের সাথে সংযুক্ত হার্ডওয়ার এর সাথে সংযুক্ত থাকে।


    এছাড়াও এর সফটওয়্যার গুলোর সাহায্যে যে ডাটা গুলো অ্যাক্সেস করতে পারবেন সেগুলো মূলত মাউস এবং কীবোর্ডের সাহায্যে করতে পারবেন। এছাড়া এই সফটওয়্যার গুলো ডাটা এক্সেস করতে পারবেন না। এজন্য এগুলোকে ওয়েব বা মোবাইল অ্যাপ্লিকেশন না বলে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বলা হয়।


    মোবাইল অ্যাপ্লিকেশন 

    একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করা হবে একটি লাইটেওয়েটে ওয়েব এর উপরে। এটিকে একটি টাচ ফোন বা এ জাতীয় কোনো একটি ডিভাইস এ রান করানো হবে। এবং এগুলোতে সাধারণত বড় বড় আইকন আকারে প্রসেস করা হয়ে থাকে। কেননা যখন আমরা টাচ করব তখন যদি আইকনগুলো ছোট হয় তাহলে আমাদের ক্লিক করতে অসুবিধা হবে।


    এ কারণে এখানে লাইটওয়েয মাধ্যমে আইকনগুলোকে বড় করে অ্যাপ্লিকেশনের ব্যবহার করা হয়। এখানে ফুল ফর্ম সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়। কারণ ডিভাইসগুলো অত্যন্ত ছোট এবং ক্ষমতা অত্যন্ত কম হয়ে থাকে কম্পিউটারের তুলনায়।


    ওয়েব অ্যাপ্লিকেশন

    ওয়েব অ্যাপ্লিকেশন গত কয়েক ধরনের হয়ে থাকে। ওয়েব এপ্লিকেশন মূলত কয় ধরনের হয়ে থাকে। যদি আমরা সর্টকাট ভাবে বলতে চাই তাহলে বলা যায় যে অনলাইনে যেই বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলো রয়েছে। যেমন ক্লাউড সার্ভার। আপনার কম্পিউটারের যেমন হার্ড ড্রাইভ আছে তেমনি ক্লাউড সার্ভার কম্পিউটার হার্ডড্রাইভের মতো বিভিন্ন ধরনের ডাটা আপডেট করতে পারবেন। ক্লাউড সার্ভার মুলত একটি ওয়েব অ্যাপ্লিকেশন।


    এছাড়াও বিভিন্ন ব্যানার ফটো এডিটর লোগো এডিটর লোগো মেকার এ ধরনের অনেক রকম অপস রয়েছে যোগ্য অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করতে পারি কিংবা   কম্পিউটারের সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারি। এ ধরনের সফটওয়্যার গুলি মূলত ওয়েবে রান করানো হচ্ছে। এই কারণেই সেগুলো ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করা হয়। এগুলো অনলাইনে ইউজ করতে হয় অফ্লাইন ইউজ করা যায় না। 


    হাইব্রিড অ্যাপ্লিকেশন

    এছাড়াও যদি কোন এপ্লিকেশন বা ওয়েবসাইট দুটো একসাথে রান করানো হয় সে ক্ষেত্রে এই সফটওয়্যারটিকে হাইব্রিড অ্যাপ্লিকেশন বা হাইব্রিড সফটওয়্যার বলা হয়।


    হাইব্রিড অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে?

    হাইব্রিড অ্যাপ্লিকেশনের নাম শুনে হয়তো ভাবতাছেন এগুলো কিভাবে কাজ করে তাই তো। হাইব্রিড অ্যাপ্লিকেশন অ্যাপস হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যেগুলো আপনি অফলাইনে কাজ করতেছেন আপনার কাজগুলো ফুল কমপ্লিট হয়েছে সেগুলো হার্ডডিক্স সেভ করে রাখতেছে আপনার কাজগুলো।


    ক্রস প্লাটফর্ম

    যখন কোন ডেভলপার একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে। তখন সে সর্বদা চায় যে তার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার টি যেকোনো একটি প্লাটফর্মে রান করানো হোক। অ্যাপস বা সফটওয়্যার টি পাবলিস্ট হোক এবং সেটা কাজ করুক।  


    এর জন্য বর্তমানে একই ধরনের অ্যাপ্লিকেশন বা একই ধরনের ওয়েব প্রোগ্রাম সবগুলো একই ধরনের হয়ে থাকে। একটি ওয়েবসাইট একটি সফটওয়্যার এবং একটি মোবাইল অ্যাপ্লিকেশন তিনটি জিনিস একই রকম  হয়ে থাকে।


    উদাহরণস্বরূপ বলতে পারি Adobe Photoshop। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন এডোবি ফটোশপ তাহলে একটা ওয়েবসাইট পাবেন। সেখানে কম্পিউটারের যে ডেক্সটপ অ্যাপ্লিকেশন টি রয়েছে সেটার মতোই আপনি ইন্টারনেটে কাজ করতে পারবেন। এছাড়াও কম্পিউটারের ক্ষেত্রে এডোবি ফটোশপ এর একটি ফুল ভার্সন রয়েছে সেটার মাধ্যমেও কাজ করতে পারবেন। 


    মোবাইলের ক্ষেত্রেও এডোবি ফটোশপ বের করা হয়েছে । কিন্তু ফোনের ক্ষেত্রে সেটা ফুল ফর্ম ভার্শন না। সেটা একটু হালকা ভাবে রিলিক্স করা হয়েছে। এক্ষেত্রে তিনটা অ্যাপ্লিকেশন এক সাথেই আপনি  সেইম কাজ করতে পারবেন।


    কিন্তু ফোনের ক্ষেত্রে একটু কম, কম্পিউটারের ক্ষেত্রে ফুল ভার্শন, ওয়েব ভার্শনঢ়ইন্টারনেটের জন্য যেহেত সেহেতু কম্পিউটারের মত তৈরী করা হয়েছে। আপনি সবগুলো তে একই রকম কাজ করতে পারবেন।


    এছাড়াও কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমাদের ফোনের জন্য ব্যবহার করা হয় কম্পিউটারের জন্য ব্যবহার করা হয় না। উদাহরণ যদি দেই তাহলে  সহযেই বুঝতে পারবে না।


    আমরা আমাদের সবার ফোনে জিমেইল ইউজ করে থাকে। জিমেইলের ক্ষেত্রে মোবাইলে একটি অ্যাপস রয়েছে।এই অ্যাপ্লিকেশনটি আমরা মোবাইলে ব্যবহার করে থাকি। 


    সে ক্ষেত্রে কম্পিউটারের জন্য কোন ফুল ফর্ম ভার্শনে সফটওয়্যার নেই তাই আমরা এটা কম্পিউটারে ইউজ করতে পারিনা। এক্ষেত্রে জিমেইল এ যাওয়ার জন্য আমাদের কোন ব্রাউজারের এক্সেস লাগবে। এটা থেকে বুঝা যাচ্ছে যে কম্পিউটারের ক্ষেত্রে জিমেইলের ওয়েব অ্যাপ্লিকেশন রয়েছে আর মোবাইল এক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ রয়েছে।


    আজকেরএই Apps এবং software এর মধ্যে পার্থক্য কি? পোস্ট থেকে আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি "ওয়েব এপ্লিকেশন কি?"  "Desktop অ্যাপ্লিকেশন কি?" "মোবাইল  অ্যাপ্লিকেশন কি?"  যদি এর বাইরে আরও বেশি দামে ভালো অবশ্যই কমেন্টে জানাবেন। পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন