সৌদি আরবের আকামা খরচ ২০২৫: নতুন ফি ও নবায়ন তথ্য

    সৌদি আরবের আকামা খরচ ২০২৫


    সৌদি আরবে বসবাস করার জন্য অথবা কাজ করার জন্য আকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। সৌদি আরবের সরকার প্রদত্ত ওয়ার্ক পারমিট যা একজন বিদেশী কে বৈধভাবে সৌদি আরবে কাজ করার বা বসবাস করার অনুমতি দিয়ে থাকে আকামার মাধ্যমে।


    অনেকেই জানে না সৌদি আরবে কাজ করার জন্য আকামা খরচ কত টাকা পড়ে এবং প্রতিবছর আকামা নবায়নের জন্য বা নতুনভাবে রিনিউ করার জন্য কত টাকা পড়ে এটা জানে না। তাই আজকে আপনার এখান থেকেই জানতে পারবেন সৌদি আরবে আকামা খরচ কত লাগে।


    সৌদি আরবের আকামা খরচ ২০২৫

    প্রথমবার সৌদি আরবের আকামা ইস্যু করার জন্য বেশ কিছু খরচ করতে হয়। সৌদি আরবের আকামা তৈরির খরচ কত তা তুলে ধরা হলো:

    আকামা ইসু ফি: ৬৫০ রিয়াল।

    ওয়ার্ক পারমিট ফি: ৯৬০০ রিয়াল।  (বার্ষিক)

    স্বাস্থ্য বীমা ফি: ১,০০০ রিয়ালের কম।

    নির্ভরশীল ফি: সদস্যপতি ৪ হাজার ৮০০ রিয়াল। (বার্ষিক)

    অন্যান্য প্রসেসিং ফি: কোম্পানির উপর নির্ভর করে।


    সৌদি আরবের আকামা খরচ প্রত্যেক বছরই পরিবর্তন হয়ে থাকে। সৌদি আরবের আকামা এবং অন্যান্য নতুন নিয়ম এবং বিস্তারিত তথ্য গুলো অনলাইনের মাধ্যমে তৎকালীনভাবেই জানা যায়। পর্যায়ক্রমে জানতে থাকুন, সৌদি সৌদি আরবের আকামা নিয়ে আরো অন্যান্য বিস্তারিত তথ্য।


    আরো দেখুন: বোয়েসেলের মাধ্যমে ফিজিতে উচ্চ বেতনের চাকরির সুযোগ


    আকামা নবায়নের খরচ ২০২৫

    সৌদি আরবের আকামা নবায়ন করতে হলে নির্দিষ্ট কিছু ফ্রি পরিশোধ করতে হয়। এছাড়াও আরো বেশ কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে সেগুলো মানা অত্যন্ত জরুরী।

    • ৩ মাস: ১৬৩ রিয়াল।
    • ৬ মাস: ৩২৫ রিয়াল।
    • ৯ মাস: ৭২০০ রিয়াল।
    • ১ বছর: ৬৫০ রিয়াল।

    আকামা নবায়নের খরচ প্রত্যেক বছর পরিবর্তন হয়ে থাকে তাই ২০২৫ সালে বর্তমানে আকামা খরচ কত যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে তুলে ধরা হয়েছে।


    ওয়ার্ক পারমিট ফি ২০২৫

    বর্তমানে যারা সৌদি আরবে কাজে নিয়োজিত আছে তাদের জন্য ওয়ার্ক পারমিট ফি মাসিক ৮০০ রিয়াল। আর মাসিক এই ওয়ার্ক পারমিট ফি বা মক্তব আমেল ফি মিনিমাম তিন মাসের জন্য পরিষদ করে রাখতে হয়।

    • ৩ মাস: ২,৪০০ রিয়াল।
    • ৬ মাস: ৪৮০০ রিয়াল।
    • ৯ মাস: ৭২০০ রিয়াল।
    • ১ বছর: ৯৬০০ রিয়াল।

    ওয়ার্ক পারমিট ফি পরিবর্তন বা ওয়ারমিট ফি সংক্রান্ত রোগ বিস্তারিত তথ্য জানার জন্য আপনি ভালো কোন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া উচিত।


    আরো পড়ুন: সরকারিভাবে মালয়েশিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি


    নির্ভরশীল ফি ২০২৫

    সৌদি আরবে যদি আপনার পরিবার আপনার সঙ্গে থাকে তাহলে প্রতি সদস্যের জন্য নির্ভরশীল ফি প্রতি মাসে ৪০০ রিয়াল পরিষদ করতে হবে। নির্ভরশীল ফি ৩ মাস থেকে ১ বছর কত টাকা দেখুন:

    • ৩ মাস: ১২,০০ রিয়াল।
    • ৬ মাস: ২৪,০০ রিয়াল।
    • ৯ মাস: ৩৬,০০ রিয়াল।
    • ১ বছর: ৪৮,০০ রিয়াল।

    এক্ষেত্রে স্বাস্থ্য বীমা ফি এবং অন্যান্য কিছু ফি আছে সেগুলো পর্যায়ক্রমে প্রদান করতে হয় নিচে তা উল্লেখ করা হলো।

    স্বাস্থ্য বীমা ফি ২০২৫

    • আকামা নবায়নের জন্য স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করা হয়েছে।
    • স্বাস্থ্য বীমা ফি প্যাকেজের মৌলিক খরচ ১০০০ রিয়ালের কম
    • নিয়োগ কর্তা কর্মীদের স্বাস্থ্য বীমার দায়িত্ব নিয়ে থাকে।
    • নির্ভরশীলদের জন্য আলাদাভাবে স্বাস্থ্য বীমা নিতে হয়।

    সৌদি আরবের আকামা নবায়ন করার ধাপ

    • ১. MOI আকামা ফি পরিশোধ করুন।
    • ২. ওয়ার্ক পারমিট ফি প্রদান করুন।
    • ৩. ট্রাফিক জরিমানা থাকলে তা পরিশোধ করুন।
    • ৪. বৈধ ভাবে স্বাস্থ্য বীমা গ্রহণ করুন।
    • ৫. নির্ভরশীল ফি প্রদান করুন।
    • ৬. নিয়োগ কর্তা অথবা অনলাইন পোর্টালে নবায়ন সম্পন্ন করুন।

    আকামা নবায়ন করার জন্য অবশ্যই আপনার নিয়োগকর্তা অথবা আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তাদের মাধ্যমেও এই ফি গুলো পরিশোধ করতে পারবেন অথবা অনলাইন পোর্টালের মাধ্যমে নবায়ন সম্পন্ন করার সুযোগ থাকে।


    আরো পড়ুন: রোমানিয়াতে সরকারিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি


    গৃহকর্মীদের ওয়ার্ক পারমিট ফি পরিবর্তন

    সৌদি আরব নাগরিকদের জন্য পঞ্চম গৃহকর্মী ও বিদেশীদের জন্য তৃতীয় গৃহকর্মের পর ওয়ারমিট ফি প্রযোজ্য হবে। এক্ষেত্রে গৃহকর্মীদেরও নবায়ন ফ্রি প্রদান করা লাগবে নির্দিষ্ট সময়ের মধ্যেই।


    ব্যবসার জন্য বিশেষ সুবিধা

    সৌদি আরবের কোন প্রতিষ্ঠানে যদি একজন ফুল টাইম সৌদি নাগরিকসহ ৯ কর্মী কাজ করে থাকে তাহলে অবশ্যই দুজন কর্মী পর্যন্ত ওয়ার্ক পারমিট ফি ছাড় পাওয়া যাই। এছাড়াও ব্যবসায়িক সুবিধার্থে বিভিন্ন সময় ফি পরিবর্তন হতে পারে।


    উপসংহার

    সৌদি আরবের আকামা ইস্যু এবং নবায়ন করার জন্য নির্দিষ্ট পরিমাণ খরচ করতেই হয়। এক্ষেত্রে আপনার নিয়োগকর্তা আকামা নবায়নের জন্য দায়ী থাকবে। তবে আপনি যদি নিজেও এ সমস্ত ফি ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকেন তাহলে কোন ঝামেলা হবে না। সঠিক সময়ের মধ্যে আকামা ফি পরিশোধ করলে এবং প্রয়োজনীয় নথি কাছে রাখলে আকামা নবায়নের প্রক্রিয়া অনেকটাই সহজ ভাবে হয়।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন