পরীক্ষায় অকৃতকার্য হওয়ার দরখাস্ত লেখার সহজ পদ্ধতি

    পরীক্ষায় অকৃতকার্য হওয়ার দরখাস্ত লেখার সহজ পদ্ধতি


    পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দরখাস্ত কিভাবে লিখবেন এবং পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ সহ সকল বিষয়গুলো এক দরখাস্তের মাধ্যমে লিখতে পারবেন। প্রকৃত পরীক্ষা অকৃতকার্য হলে অবশ্যই দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হয় এক্ষেত্রে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ সহ পরবর্তী ক্লাসে ওঠার জন্য এই দরখাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।


    আজকে আমরা এখানে যেই দরখাস্তের বিষয়টি উল্লেখ করেছি সেটি হল অকৃতকার্য হওয়ার দরখাস্ত। এক্ষেত্রে আপনি কোন পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারেন তাহলে এই দরখাস্তের মাধ্যমে সরাসরি প্রিন্সিপাল প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত লিখতে হবে। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার দরখাস্ত লেখার নমুনা তুলে ধরা হলো।


    পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দরখাস্ত

    পরীক্ষায় অকৃতকার্য হওয়ার দরখাস্ত লেখার নিয়ম তুলে ধরা হলো:


    বরাবর,
    প্রধান শিক্ষক
    স্কুলের নাম..............
    ঠিকানা............................

    বিষয়: পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পরবর্তী সুযোগ প্রার্থনা।

    জনাব,

    বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র/ছাত্রী, আমার নাম ...... নাম........ এবং আমি...... শ্রেণী.....শ্রেণিতে অধ্যয়নরত। সম্প্রতি অনুষ্ঠিত .......... পরীক্ষার নাম........পরীক্ষায় আমি অকৃতকার্য হয়েছি, যা আমার জন্য অত্যন্ত দুঃখজনক।

    অকৃতকার্য হওয়ার মূল কারণ ছিল........অসুস্থতা/পরিবারিক সমস্যা/যেকোনো কারণ উল্লেখ করুন......। এই কারণে আমি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারিনি, যা পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলেছে।

    অতএব, আপনার নিকট বিনীত প্রার্থনা করছি, আমাকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করার জন্য। আমি ভবিষ্যতে আরও মনোযোগ সহকারে পড়াশোনা করব এবং বিদ্যালয়ের সুনাম রক্ষায় সচেষ্ট থাকব।

    আপনার সদয় বিবেচনা কামনা করি।

    বিশেষ শ্রদ্ধাসহ,
    আপনার নাম........
    শ্রেণি...........
    রোল নম্বর.........

    এই দরখাস্ত আপনার প্রয়োজন তথ্যগুলো দিয়ে নিজের মতো করে সম্পাদন করে তৈরি করুন।


    Vodi App দিয়ে টাকা আয় | মোবাইল দিয়ে টাকা ইনকাম


    পরীক্ষায় অকৃতকার্য হওয়ার দরখাস্ত লেখার 

    নিচে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার দরখাস্ত একটি হুবহু নমুনা লেখা হলো:


    বরাবর,
    প্রধান শিক্ষক
    রাজশাহী কামরুজ্জামান স্কুল এন্ড কলেজ
    বোয়ালিয়া, রাজশাহী

    বিষয়: পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পরবর্তী সুযোগ প্রার্থনা।

    জনাব,

    বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র, আমার নাম আরাফাত এবং আমি নবম শ্রেণিতে অধ্যয়নরত। সম্প্রতি অনুষ্ঠিত প্রথম বার্ষিক পরীক্ষায় আমি অকৃতকার্য হয়েছি, যা আমার জন্য অত্যন্ত দুঃখজনক।

    অকৃতকার্য হওয়ার মূল কারণ ছিল জ্বর । এই কারণে আমি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারিনি, যা পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলেছে।

    অতএব, আপনার নিকট বিনীত প্রার্থনা করছি, আমাকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করার জন্য। আমি ভবিষ্যতে আরও মনোযোগ সহকারে পড়াশোনা করব এবং বিদ্যালয়ের সুনাম রক্ষায় সচেষ্ট থাকব।

    আপনার সদয় বিবেচনা কামনা করি।

    বিশেষ শ্রদ্ধাসহ,
    আরাফাত হোসেন
    নবম শ্রেণী
    রোল নাম্বার ১৭


    এই দরখাস্তটি হুবহু একটি নমুনা আকারে লিখে দেওয়া হল এখান থেকে আপনার প্রয়োজনীয় না আম ঠিকানা এবং শ্রেণী সবকিছু আলাদাভাবে নিজের মত পরিবর্তন করে নিতে পারবেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার দরখাস্ত লিখার সহজ নিয়মটি উপরে তুলে ধরা হয়েছে ধন্যবাদ সবাইকে


    ফেসবুকে লেখালেখি করে টাকা ইনকাম করার উপায়

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন