গ্রামীণফোন, রবি এবং সেরা পকেট রাউটার ২০২৫: দাম ও বৈশিষ্ট্য

    পকেট রাউটার দাম কত


    বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই দ্রুতগতির ইন্টারনেট পাওয়ার জন্য আমাদের মাঝে বর্তমান সময়ের প্রয়োজনীয় একটি জিনিস হল পকেট রাউটার। আর এই পকেট রাউটার কোন ব্যান্ডের সেরা এবং কোন পকেট রাউটারটি সবথেকে ভালো স্পিড তাই কাজ করার জন্য অথবা গেম খেলার জন্য কোন পকেট রাউটারটি সবথেকে ভালো তা সকল বিষয়গুলো জানতে পারবেন।


    বর্তমানে ইন্টারনেট জগতে নতুন নতুন অনেক ডিভাইস পাওয়া যাচ্ছে এক্ষেত্রে আপনার কাজ করা অথবা গেম খেলা কিংবা পড়াশোনা কাজের জন্য যদি ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে পকেট রাউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। আর এটি সবথেকে ভালো কোনটা হয় এবং কোন পকেট রাউটারের দাম কত এবং বর্তমান সময়ের সব থেকে সেরা মনের পকেট রাউটার কোনটি তা নিয়ে বিস্তারিত দেখুন।


    পকেট রাউটার দাম কত ২০২৫

    পকেট রাউটারের দাম সাধারণত রাউটারের ফিচার, ব্যাটারি পারফরম্যান্স, কানেক্টিভিটি স্পিড, এবং ব্যান্ডের উপর নির্ভর করে। বর্তমান সময়ে অনেক কোম্পানির পকেট রাউটার পাওয়া যায় যার মধ্যে রবি, গ্রামীণফোন, TP-Link, Huawei, ZTE এবং Netgear এর মতো ব্র্যান্ডের রাউটার জনপ্রিয়। বর্তমান সময়ে সবথেকে ভালো মানের কিছু রাউটারের মডেলের তালিকা তুলে ধরা হলো।


    পকেট রাউটারের নাম দাম
    ZTE MF937 (GP 4G Pocket Router) ৩,১৯৯ টাকা (গ্রামীণফোন অফার)
    রবি 4G পকেট রাউটার (XTRA PR50) ৩,১৪৯ - ৩,২০০ টাকা
    TP-Link M7350 ৭,০০০ - ৮,৫০০ টাকা
    Huawei E5576-320 ৫,৫০০ - ৬,৫০০ টাকা
    ZTE MF920U ৬,০০০ - ৭,০০০ টাকা
    Netgear Nighthawk M1 ২৫,০০০ - ২৮,০০০ টাকা
    Alcatel LinkZone MW40 ৪,৫০০ - ৫,৫০০ টাকা
    D-Link DWR-932C ৫,০০০ - ৬,০০০ টাকা


    বৈশিষ্ট্য: 4G LTE, ৮ থেকে ১০ টি ডিভাইস কানেকশন দিতে পারবে এবং দুই হাজার এম্পিয়ারের ব্যাটারি ৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। রাউটারগুলো সহজে বহনযোগ্য এবং দীর্ঘক্ষন চার্জের ক্ষমতা পাশাপাশি ১৫০ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া যায়।


    কিস্তিতে ল্যাপটপ কেনার নিয়ম | ছাত্রদের জন্য কিস্তিতে ল্যাপটপ


    এই বাজেটের মধ্যে যারা রাউটার নিতে চাচ্ছেন তাহলে উপরের তালিকার মধ্যে যেকোন একটি পছন্দ মত আপনি রাউটার বাছাই করতে পারেন এক্ষেত্রে ডিভাইস কানেকশনসহ ব্যাটারি এম্পিয়ার এবং স্পিডের দিক থেকে খুবই ভালো মানের হবে।


    গ্রামীণফোন পকেট রাউটার দাম ২০২৫

    গ্রামীনফোনের ২ টি মডেলের পকেট রাউটার বাজারে পাওয়া যাচ্ছে 4G LTE সাপোর্ট করে, দশটি ডিভাইস পর্যন্ত কানেক্ট করা যায় সেইসাথে আধঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকে। গ্রামীনফোনের পকেট রাউটার দুটিতে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট স্পিড থাকে। গ্রামীণফোন পকেট রাউটার দুইটি মডেলের বিস্তারিত তথ্য তালিকার মধ্যে তুলে ধরা হলো।


    পকেট রাউটারের নাম দাম বৈশিষ্ট্য
    ZTE MF937 (GP 4G Pocket Router) ৩,১৯৯ টাকা 4G LTE সমর্থন, ১০ ডিভাইস কানেক্ট করা যায়, ২০০০mAh ব্যাটারি, ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ।
    ZTE MF920U ৬,০০০ টাকা   4G LTE সমর্থন, ৮-১০ ডিভাইস কানেক্ট করা যায়, সহজে বহনযোগ্য, শক্তিশালী সংযোগ।


    গ্রামীণফোনের এই দুইটি মডেলের পকেট রাউটার গ্রামীণফোনের স্টোর থেকে কিনতে পারবেন অথবা অনলাইন থেকে কেনার জন্য গ্রামীণফোনের অফিসিয়াল অ্যাপস থেকে কিনতে পারবেন। এছাড়াও অন্যান্য জায়গায় গ্রামীণফোনের এ দুইটি মডেলের পকেট রাউটার পাওয়া যায়।


    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    রবি পকেট রাউটার দাম ২০২৫

    রবি পকেট রাউটারে 4G LTE সাপোর্ট করে, এবং এই পকেট রাউটার গুলোতে উচ্চগতির ইন্টারনেটের সাথে দশটা ডিভাইস পর্যন্ত কানেক্ট করা যায় এবং তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। রবি পকেট রাউটারের দাম এবং বৈশিষ্ট্য সহ মডেল তালিকার মধ্যে উল্লেখ করা হলো:


    পকেট রাউটারের নাম দাম বৈশিষ্ট্য
    রবি 4G পকেট রাউটার (XTRA PR50) ৩,১৪৯ - ৩,২০০ টাকা 4G LTE সমর্থন, ১০ ডিভাইস কানেক্ট করা যায়, ৩-৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ।
    Huawei E5576-320 (রবি) ৫,৫০০ - ৬,৫০০ টাকা 4G LTE সমর্থন, ১৫ ডিভাইস কানেক্ট করা যায়, দীর্ঘ ব্যাটারি লাইফ।
    TP-Link M7350 (রবি) ৭,০০০ - ৮,৫০০ টাকা 4G LTE সমর্থন, ১৫ ডিভাইস কানেক্ট করা যায়, ২০০০mAh ব্যাটারি, ৮ ঘণ্টা ব্যাকআপ।


    রবি পকেট রাউটার গুলো নেওয়ার জন্য রবি অ্যাপস থেকেও কিনতে পারবেন অথবা চাইলে রবির যে কোন আউটলেটে গেলেই রবি পকেট রাউটার কিনতে পারবেন। রবির এই রাউটার দুটি ডিসকাউন্ট অফারসহ অন্যান্য বিস্তারিত তথ্য জানার জন্য রবি অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন


    ফেসবুকে লেখালেখি করে টাকা ইনকাম করার উপায়


    বর্তমান পকেট রাউটার দাম ২০২৫

    বর্তমানে বাংলাদেশের বাজারে অনেকগুলো কোম্পানির পকেট রাউটার পাওয়া যাচ্ছে এগুলোর দাম যথাক্রমে ১ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৬ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্যান্ডের পকেট রাউটার কিনতে পারবেন। এই রাউটার গুলোতে ফোরজি সাপোর্ট করে এবং ১৫ টা ডিভাইস অথবা এর থেকে বেশি পরিমাণ ডিভাইস কানেক্ট করার সমর্থন আছে।


    টেন্ডা 4G পকেট রাউটার

    দাম: ২,৩৪৯ টাকা

    বৈশিষ্ট্য: 4G সাপোর্ট, ১৫০০ অ্যাম্পিয়ার ব্যাটারি, ইউএসবি চার্জার, আর টি ডিভাইস কানেক্ট করতে পারে


    হুয়াওয়ে E5576-320 পকেট রাউটার

    দাম: ৫,৫০০ টাকা

    বৈশিষ্ট্য: 4G সাপোর্ট, দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেয়, ইউএসবি চার্জার,১৫ টা ডিভাইস কানেক্ট করতে পারে


    টিপি-লিংক M7350 পকেট রাউটার

    দাম: ৭ হাজার টাকা

    বৈশিষ্ট্য: 4G সাপোর্ট, ২ হাজার এম্পিয়ার ব্যাটারী, ইউএসবি চার্জার,১৫ টা ডিভাইস কানেক্ট করতে পারে


    টেন্ডা F3 পকেট রাউটার

    দাম: ১৮০০ টাকা

    বৈশিষ্ট্য: 4G সাপোর্ট, wifi সংযোগ দেওয়া যায়


    বর্তমান সময়ে জনপ্রিয় এই পকেট রাউটার মডেল গুলো নিতে পারেন এক্ষেত্রে উচ্চগতির ইন্টারনেট সহ ব্যাটারি ব্যাকআপ এবং অন্যান্য বিষয়গুলো ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে। এখানে ভিন্ন ভিন্ন দামের কয়েকটি মডেল প্রকাশ করা হয়েছে উপর থেকে মডেল গুলো দেখে অনলাইন থেকেও কিনতে পারবেন


    Airdrop এ কিভাবে কাজ করতে হয় | এয়ারড্রপ থেকে ইনকাম


    এক হাজার টাকার মধ্যে পকেট রাউটার

    হাজার টাকার ZTE MF-832 3G USB এই রাউটার টি খুবই ভালো। এটা উচ্চগতির থ্রিজি সাপোর্ট করে সেই সাথে আটটা পর্যন্ত ডিভাইস কানেক্ট করতে পারে। অনলাইন থেকে অথবা সরাসরি যেকোনো শোরুমে গেলে আপনারা এই মডেলের এক হাজার টাকার মধ্যে পকেট রাউটারটি কিনতে পারবেন।


    তবে বাজেট যদি একটু বেশি বাড়ান তাহলে এই মডেল ছাড়াও আরো অন্যান্য বেশ কিছু মডেল রয়েছে যেগুলোতে ১৫ টা ডিভাইস পর্যন্ত কানেক্ট করা যায় এবং দীর্ঘক্ষণ চার্জিং ক্ষমতা থাকে। তাই আপনার যদি বাজেট একটু বেশি থাকে তাহলে অবশ্যই উচিত হবে ফোরজি সাপোর্ট রাউটারগুলো নেওয়া।


    কোন পকেট রাউটার সবথেকে ভালো

    Huawei E5576-320 এই মডেলের পকেট রাউটারটি সবথেকে ভালো রবি এবং গ্রামীণফোন কোম্পানিগুলো এই মডেলগুলোই অনলাইনের মাধ্যমে তারা বিক্রি করছে। সবথেকে ভালো মানের পকেট রাউটার নিতে চান তাহলে এই মডেলের রাউটার গুলো নিতে পারেন এছাড়া আরো বেশ কিছু মডেল রয়েছে,TP-Link M7350, Tenda 4G পকেট রাউটার।


    5g পকেট রাউটার দাম ২০২৫

    বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত ফাইভ-জি পকেট রাউটার পাওয়া যাচ্ছে না। কেননা বাংলাদেশ এখন পর্যন্ত 5g অফিসিয়াল ভাবে চালু হয়নি। এখন পর্যন্ত ফোরজি অনেকগুলো পকেট রাউটারের মডেল রয়েছে সে অনুযায়ী আপনারা যদি ফোরজি নিতে চান তাহলে গ্রামীণফোন ফোরজি পকেট রাউটার আছে অথবা রবি 4g পকেট রাউটার পাওয়া যাচ্ছে।


    গ্রামীণফোন 4G পকেট রাউটার

    গ্রামীণফোনের ফোরজি পকেট রাউটার গুলো উচ্চ ইন্টারনেট গতি দিতে পারে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সহ ১৫ টা ডিভাইস পর্যন্ত কানেক্ট রাখতে পারে। এক্ষেত্রে খুবই প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট দিতে সক্ষম। যেখানে 3g কানেকশন থাকে সেখানে 4g কানেকশন দেওয়ার ও সামর্থ্য রাখে।


    Vodi App দিয়ে টাকা আয় | মোবাইল দিয়ে টাকা ইনকাম

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন