২০২৫ সালে খাসির, মহিষের, ছাগলের, ভেড়ার ও গরুর মাংসের দাম

    গরুর মাংসের দাম কত


    গরুর মাংস বাংলাদেশের বাজারে অত্যন্ত জনপ্রিয় এবং প্রয়োজনীয় মাংস প্রতিদিনের রান্নার পাশাপাশি বিবাহ অনুষ্ঠান এছাড়াও আরো অন্যান্য অনুষ্ঠানের জন্য গরুর মাংস খুবই প্রয়োজনীয় একটি উপাদান। আজকে আমরা গরুর মাংসের দাম সহ মহিষের, ছাগলের, এবং ভেড়ার মাংসের দাম সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব।


    ২০২৫ সালের খাসির, মহিষের, ছাগলের, ভেড়ার ও গরুর মাংসের দাম দাম দেখুন। মাংসের দাম কিন্তু দেশের বাজারে যে কোন সময় উঠানামা করে থাকে। তাই বর্তমান নির্ধারিত রেট অনুযায়ী এই সমস্ত মাংসগুলোর দাম কত টাকা করে যাচ্ছে তা নিয়ে বিস্তারিতভাবে এখানে তুলে ধরা হলো। পর্যায়ক্রমে আমাদের দেওয়া নিচের তালিকা অনুযায়ী এই মাংসগুলোর বাজার মূল্য কত দেখুন।


    আজকের মাংসের দাম ২০২৫

    গরু এবং খাসি, মহিষ, ভেড়ার মাংসের দাম বাজারভেদে এবং অঞ্চলভীতি ভিন্ন ভিন্ন হয়। আজকের কোন মাংসের দাম কত এই নিয়ে বিস্তারিতভাবে এখানে একটি তালিকা প্রকাশ করা হলো। কোন মাংসের কত দাম তালিকার মাধ্যমে দেখুন:

    মাংসের ধরন দাম (প্রতি কেজি)
    খাসির মাংস ৯০০ - ১,০০০ টাকা
    মহিষের মাংস ৭০০-৮০০ টাকা
    ছাগলের মাংস ৯০০ - ১,০০০ টাকা
    ভেড়ার মাংস ১,২০০ টাকা পর্যন্ত
    গরুর মাংস ৭২০ - ৭৮০ টাকা
    মুরগির মাংস ২০০ - ২৫০ টাকা
    হাঁসের মাংস ৩৫০ - ৪০০ টাকা
    টার্কির মাংস ১,২০০ - ১,৫০০ টাকা
    পাখির মাংস ২০০ - ৩৫০ টাকা


    ২৫ সালে মানুষের দাম বিভিন্ন সময় পরিবর্তিত হয়ে থাকে এক্ষেত্রে। গরুর মাংসের দাম সরকার নির্ধারিত রেট অনুযায়ী বিক্রি করা হয়ে থাকে এক্ষেত্রে কিছু কিছু অঞ্চলে কিন্তু এর রেট অমান্য করা হয়ে থাকে। তাই বাজার অনুযায়ী গরুর মাংসের দাম জায়গা বা অঞ্চলে ভিন্ন রকম হয়।


    ২০২৫: মিনিকেট চালের দাম এবং অন্যান্য চালের বর্তমান দাম জানুন!


    তবে ছাড়া অন্যান্য মাংসগুলো মূলত চাহিদার উপর নির্ভর করে যখন চাহিদা বেশি থাকে এবং যোগান কম থাকে তখন কিন্তু এই মাংসগুলোর দাম বেশি হয়ে যায় এক্ষেত্রে ভেড়ার মাংস বা হাঁসের মাংস বা অন্যান্য মুরগির মাংসগুলো বাজারভেদে ২০ টাকা থেকে ৫০ টাকা কম বেশি হতে পারে।


    আজকের গরুর মাংসের দাম ২০২৫

    আজকের এক কেজি গরুর মাংসের দাম ৭২০ টাকা থেকে ৭৮০ টাকা। গত কিছুদিনের তুলনায় গরুর মাংসের দাম অনেকটাই কমে গিয়েছে। গরুর মাংসের দাম বাজারভেদে ২০ থেকে ৫০ টাকা কম বেশি হয়। বর্তমান বাজার মূল্য অনুযায়ী আজকের গরুর মাংসের কেজি অনুযায়ী দামের তালিকা তুলে ধরা হলো।

    মাংসের পরিমাণ মোট দাম
    ১ কেজি ৭২০ - ৭৮০ টাকা
    ২ কেজি ১,৪৪০ - ১,৫৬০ টাকা
    ৫ কেজি ৩,৬০০ - ৩,৯০০ টাকা
    ৭ কেজি ৫,০৪০ - ৫,৪৬০ টাকা
    ১০ কেজি ৭,২০০ - ৭,৮০০ টাকা


    বাংলাদেশের সব থেকে গরুর মাংসের চাহিদাই বেশি এক্ষেত্রে বিবাহ বা অন্যান্য যেকোনো অনুষ্ঠানেই গরুর গরুর মাংসের প্রয়োজন পড়ে। তাই এক্ষেত্রে সরকার নির্ধারিত রেট অনুযায়ী গরুর মাংস কেনাবেচা করে সেই সাথে বাজার এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু সে রেট অনেকেই অমান্য করে বিক্রি করে। তাই অবশ্যই গরুর মাংস কেনার আগে অবশ্যই অনলাইনে নির্ধারিত রেট অনুযায়ী গরুর মাংস কিনুন এটাই গরুর মাংস কম এবং সস্তায় পাওয়া যাবে।


    বাংলাদেশে কোন কোম্পানির ফ্রিজ ভালো জেনে নিন


    ১ কেজি খাসির মাংসের দাম ২০২৫

    বর্তমানে ১ কেজি খাসির মাংসের দাম ১২০০ টাকা। খাসির মাংসের দাম যে কোন সময় পরিবর্তন হয় এক্ষেত্রে বর্তমানে বাজার মূল্য অনুযায়ী ২ কেজি কাশির মাংসের দাম ১৯০০ টাকা থেকে প্রায় ২৫০০ টাকা পর্যন্ত দাম পরে। ৫ কেজি খাসির মাংসের দাম ৪,৭৫০ টাকা। খাসির মাংসের দাম অঞ্চলভেদে কমবেশি হয়।


    বাংলাদেশের অন্যান্য বাজারগুলোতে কিন্তু অনেকটাই খাসির মাংসের দাম কম এক্ষেত্রে ১ হাজার টাকা থেকে প্রায় ১২০০ টাকার মধ্যে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হয়। বরাবরের মতো খাসির মাংসের দাম একই রকম আছে।


    মহিষের মাংসের দাম ২০২৫

    প্রতি কেজি মহিষের মাংসের দাম ৭০০ টাকা থেকে ৮০০ টাকা। মহিষের মাংস বাজারে খুবই কম থাকে সেই তুলনায় মাংসের দাম খুব একটা বেশি না। কোন কোন সময় মহিষের মাংসের দাম চাহিদার উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে যখন চাহিদা বেশি থাকে তখন মহিষের মাংসের দাম কিন্তু ৮০০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে প্রতি কেজি মাংস বিক্রি করা হয়।


    মহিষের মাংস ২০২৫ সালে আগের তুলনায় দাম ঠিকই আছে তবে বাজার কিছু কিছু অঞ্চলে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে এক্ষেত্রে বর্ডার অঞ্চল গুলোতে মহিলার মাংসের দাম কিন্তু অনেকটাই কম। সেই সাথে অন্যান্য মাংসগুলোর দামও কিন্তু অনেক কম থাকে বডার অঞ্চলগুলোতে। তাই একত্রে যারা বেশি পরিমাণ মাংস নিতে চাচ্ছেন তারা চাইলে ঢাকার বাহিরে দূরে কোথাও থেকে মাংস নিয়ে আসলে খুবই কম দামে মাংস এবং ভালো মাংস পাওয়া যায়।


    চুল পড়া বন্ধ করার উপায় ও চুল পড়া বন্ধ করার ঔষধ


    ছাগলের মাংসের দাম ২০২৫

    ছাগলের মাংসের দাম ৯০০ টাকা থেকে ১ হাজার টাকা। মূলত ছাগলের মধ্যে দুই ধরনের জাত রয়েছে পাঠি জাত তাই দুই জাতের মাংস ৯০০ টাকা থেকে ১০০০ টাকা বিক্রি করা হয়। এক্ষেত্রে শুধুমাত্র যদি খাসির মাংস নিতে চাই তাহলে ১০০০ টাকা থেকে বারোশো টাকা দাম পরে।


    তাই ছাগলের যদি শুধুমাত্র পাঠি জাতের মাংস হয় তাহলে দাম ৯০০ টাকা থেকে ১ হাজার টাকা তবে বাজার বেড়ে কিন্তু এর দাম অনেক সময় কম বেশি হতে পারে। পার্টি জাতের মাংসগুলো নরম হয় এবং স্বাদ একটু কম হয় তাই এটার দাম অনেকটাই কম।


    ভেড়ার মাংসের দাম ২০২৫

    বর্তমানে ভেড়ার মাংসের দাম ৭৫০ টাকা। ঢাকার বাহিরে প্রতি কেজি ভেড়ার মাংসের দাম ৭০০ টাকা। তা ছাড়াও অঞ্চল ভেদে কিন্তু ভেড়ার মাংসের দাম কম বেশি হয়ে থাকে তবে আগের তুলনায় ভেড়ার মাংসের দাম অনেকটাই কম এখন।


    ভেড়ার মাংস কেনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে কিনবেন এক্ষেত্রে ভেড়ার মাংসের সাথে কিন্তু অন্য কোন মাংস মেশানো দেওয়া থাকতে পারে। তবে এক্ষেত্রে সলিড ভেড়ার মাংস নিতে হলে দেখে দেখে নিতে হবে অথবা সম্পূর্ণ ভেড়া কিনে নিয়ে মাংস করে নিতে পারেন।


    কিস্তিতে ওয়ালটন ফ্রিজের দাম


    গরুর মাংসের দাম জানুয়ারি ২০২৫

    ২০২৫ সালের জানুয়ারি মাসে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা থেকে ৮০০ টাকা। এক্ষেত্রে জায়গা ভেদে গরুর মাংসের দাম ৭২০ টাকা অথবা ৭৫০ টাকা দামেও বিক্রি করা হচ্ছে। তবে জানুয়ারি মাসে বর্তমানে গরুর মাংসের দাম অনেকটাই কম।


    ঢাকার বাহিরে গেলে গরুর মাংসের দাম কিন্তু ৭০০ টাকা অথবা ৭২০ টাকার মধ্যেই থাকে। এক্ষেত্রে কিন্তু কোন কোন দিন গরুর মাংসের চাহিদা বেশি থাকার কারণে এবং মাংসর যোগান কম হওয়ার কারণে অনেকটাই দাম বেশি হয়ে যায় সে ক্ষেত্রে ৯০০ টাকা পর্যন্ত গরুর মাংস বিক্রি হয়।


    গরুর মাংসের দাম ফেব্রুয়ারি ২০২৫

    ২০২৫ সালের গরুর মাংসের দাম তেমন একটা বৃদ্ধি পায়নি। বাজারের ৭০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যে গরুর মাংস বিক্রি হচ্ছে। তাই ফেব্রুয়ারি মাসের গরুর মাংসের দাম খুব একটা বৃদ্ধি পাবে না এক্ষেত্রে ৭৫০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যেই ফেব্রুয়ারি মাসের গরুর মাংস পাওয়া যাবে।


    কোন দেশে গরুর মাংসের দাম কত

    বিভিন্ন দেশের গরুর মাংসের দাম ভিন্ন ভিন্ন হয়। এক্ষেত্রে বাংলাদেশ ভারত এবং এশিয়ার কিছু দেশগুলোতে প্রায় একই রকম কিছুটা কম বেশি হয়। তাই কোন দেশে গরুর মাংসের দাম কত তা নিচে তালিকা করে দেখানো হলো:

    দেশ গরুর মাংসের দাম
    জাপান প্রতি পাউন্ড ২৪,০০০ - ৬০,০০০ টাকা
    যুক্তরাষ্ট্র প্রতি পাউন্ড ২,৪০০ - ৩,০০০ টাকা
    বাংলাদেশ প্রতি কেজি ৭২০ - ৮০০ টাকা
    ভারত প্রতি কেজি ১৭৫ রুপি
    চীন প্রতি কেজি ৭৭.১৮ ইউয়ান
    ফ্রান্স প্রতি পাউন্ড ১,৫০০ টাকা
    ব্রাজিল প্রতি কেজি ৫ ডলার ৫ সেন্ট


    সাধারণ তো এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের গরুর মাংসের দাম একটু বেশি এক্ষেত্রে বাংলাদেশে যখন গরুর আমদানি বেশি থাকে অথবা কোরবানির সময় কিন্তু এর দাম কম বেশি দেখা যায় বাংলাদেশের গরুর মাংসের চাহিদা বরাবরই বেশি থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানের কাজে মূলত গরুর মাংস লাগে।


    বাংলাদেশে কোন কোম্পানির ফ্রিজ ভালো

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন