রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি নেওয়া শুরু হবে। চলবে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। এ ছাড়া চূড়ান্ত আবেদন ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে সম্পন্ন হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো রাজশাহীসহ মোট পাঁচটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৪-২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ‘বি’ ইউনিটের ১২ এপ্রিল, ‘এ’ ইউনিটের ১৯ এপ্রিল ও ‘সি’ ইউনিটের ২৬ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। গত বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) জন্য এক হাজার ১০০ টাকা এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের জন্য এক হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন আগামী বছরের ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদন ২০ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত করা যাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল এবং ও-লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেন, তিনি যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩সহ মোট জিপিএ-৭.০০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ-৩.৫০ সহ মোট জিপিএ-৮ থাকতে হবে। জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ ও তিনটি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের আরোপিত শর্তও প্রযোজ্য হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কি কোর্টের মাধ্যমে চলছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের কোটা বাতিল করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা রাখা হয়েছে। পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তাই এখন থেকে এই মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘এ’ (মানবিক) ইউনিটে আছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ‘বি’ (বাণিজ্য) ইউনিটে আছে ব্যবসায় প্রশাসন অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার 2024
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি নেওয়া শুরু হবে। চলবে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। এ ছাড়া চূড়ান্ত আবেদন ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে সম্পন্ন হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এম. ফিল ও পিএইচ. ডি কোর্সে ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্র জমাদানের সময়সীমা ৩০/০৯/২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ২৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো রাজশাহীসহ মোট পাঁচটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫ আসন সংখ্যা
উত্তরাঞ্চলের উচ্চ শিক্ষার বাতিঘর নামে পরিচিতরাজশাহী বিশ্ববিদ্যালয় । এই বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের অধীনে রয়েছে মোট ৫৯টি বিভাগ। এছাড়াও রয়েছে দুইটি ইনস্টিটিউট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
প্রতি বছর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নামক যুদ্ধে লাখ লাখ ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে কতটি আসন রয়েছে তা অনেকেরই অজানা। জেনে নেওয়া যাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিটভিত্তিক আসন সংখ্যার খুঁটিনাটি
কলা অনুষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই অনুষদের ১২টি বিভাগের অধীনে রয়েছে মোট ৮৮৬টি আসন। এর মধ্যে
দর্শন- ১১০
ইতিহাস- ১০০
ইংরেজি- ৯০
বাংলা- ৮০
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ১০০
আরবি- ১১০
ইসলামিক স্টাডিজ- ১১০
নাট্যকলা- ১৫
সংগীত- ৩০
ফারসি ও ভাষা সাহিত্য- ৪৫
সংস্কৃত- ৫৬
উর্দু- ৪০টি
আইন অনুষদ
এইরাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইটি বিভাগের অধীনে রয়েছে ১৬০টি আসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর মধ্যে আইন বিভাগে আসন রয়েছে ১১০ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৫০টি।
সামাজিক বিজ্ঞান অনুষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই অনুষদে এ বছর ৫টি আসন কমিয়েছে কর্তৃপক্ষ। এই অনুষদের ১০টি বিভাগের অধীনে রয়েছে মোট ৬৫৬টি আসন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে অর্থনীতি- ১০০
রাষ্ট্রবিজ্ঞান- ১০০
সমাজকর্ম- ৭০
সমাজবিজ্ঞান- ৮০
গণযোগাযোগ ও সাংবাদিকতা- ৪০
ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট- ৬৬
লোক প্রশাসন- ৫০
নৃবিজ্ঞান- ৫০
ফোকলোর- ৬০
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ- ৪০।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ অনুষদের তিন বিভাগের অধীনে রয়েছে ১২০টি আসন। এর মধ্যে চিত্রকলা,
প্রাচ্যকলা ও ছাপচিত্র- ৪৫
মৃৎশিল্প ও ভাস্কর্য- ৩০
এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ- ৪৫।
এই অনুষদে এ বছর ৫টি আসন বাড়ানো হয়েছে। অনুষদটির ছয় বিভাগের অধীনে রয়েছে ৪৭৫টি আসন। এর মধ্যে
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা- ১১০
ম্যানেজমেন্ট স্টাডিজ- ৮০
মার্কেটিং- ১১০
ফাইন্যান্স- ৮০
ব্যাংকিং ও ইনস্যুরেন্স- ৬০
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ- ৩৫।
বিজ্ঞান অনুষদ
এ অনুষদে এ বছর ২০টি আসন কমানো হয়েছে। অনুষদটির নয় বিভাগের অধীনে রয়েছে ৬২০টি আসন।
মধ্যে গণিত- ১০০
পদার্থবিজ্ঞান- ৭০
রসায়ন- ১০০
পরিসংখ্যান- ৮০
প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান- ৫০
ফার্মেসি- ৫০
পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট- ৬০
ফলিত গণিত- ৮০
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ- ৩০
জীববিজ্ঞান অনুষদ
এই অনুষদে এ বছর ৫টি আসন বাড়ানো হয়েছে। অনুষদটির ছয় বিভাগের অধীনে আসন রয়েছে ৩০০টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে মনোবিজ্ঞান- ৬০, উদ্ভিদবিজ্ঞান- ৭০, প্রাণিবিদ্যা- ৮০, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি- ৩০, চিকিৎসা মনোবিজ্ঞান- ৩০ ও মাইক্রোবায়োলজি বিভাগ- ৩০ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
কৃষি অনুষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ অনুষদে এ বছর ৪টি আসন বাড়ানো হয়েছে। এ অনুষদের দুই বিভাগের অধীনে রয়েছে ১১৬টি আসন। এর মধ্যে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন- ৬০ ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ- ৫৬।
প্রকৌশল অনুষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই অনুষদে ৫টি আসন কমানো হয়েছে। এ বছর এ অনুষদের পাঁচ বিভাগে রয়েছে ২৫১টি আসন। এর মধ্যে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল- ৭০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৪০, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং- ৪৬, ম্যারেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৫০ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ- ৪৫।
ভূ-বিজ্ঞান অনুষদ
এই অনুষদের দুই বিভাগের রয়েছে ১৩০টি আসন। এর মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যা- ৭০ এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ- ৬০।
ফিশারিজ অনুষদ
এই অনুষদের ফিশারিজ বিভাগের অধীনে রয়েছে ৫০টি আসন।
ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ
এই অনুষদের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগে রয়েছে ৫০টি আসন।
ইনস্টিটিউট
এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে দুটি ইনস্টিটিউট। এই দুই অনুষদে রয়েছে ৯০টি আসন। ইনস্টিটিউড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ১০টি আসন কমিয়ে ৪০টি করা হয়েছে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউড - ৫০টি আসন রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন