পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

    পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন


    আজকে আমরা দেখাবো পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন পত্র কিভাবে লিখবেন এবং লেখার জন্য কি কি বিষয় উল্লেখ করা লাগবে। বিষয়গুলো নিয়ে সেই সাথে এখানে আমরা একটি নমুনা দিয়ে দিব যেখান থেকে আপনারা দেখে হুবহু লিখে ফেলতে পারবেন অথবা চাইলে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন কিভাবে লিখবেন এই নিয়ে বিস্তারিত।


    আমরা সম্পূর্ণভাবে পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন পত্র লেখার নমুনা বিস্তারিতভাবে তুলে ধরেছি। শুধুমাত্র আপনারা দরখাস্তের নিয়ম করে নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনারা ছুটির জন্য আবেদন করতে পারবেন। অফিসে ছুটির জন্য বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে দরখাস্ত দিতে হয়। এই জন্য আমরা বিস্তারিতভাবে নিচে বিষয়টি উল্লেখ করেছি কিভাবে আপনারা পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন পত্র লিখবেন।


    পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন পত্র

    বরাবর

    আই বক্স কমিউনিকেশন লিমিটেড

    রাজশাহী সিটি কর্পোরেশন

    রাজশাহী

    বিষয়ঃ পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন 

    জনাব,

    বিনীত নিবেদন এই যে আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠান ম্যানেজার পদে নিয়মিত কর্মরত আছি। আগামী ৩/০৫/২০২৩ তারিখে আমার পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং আমি এই উপলক্ষে ২ তারিখ হতে ১৪ তারিখ পর্যন্ত মোট ১৩ দিন পর্যন্ত ছুটি একান্ত প্রয়োজন। পরবর্তী জীবনে আমার পদন্নতির ক্ষেত্রে এই পরীক্ষাটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


    অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে মোট 13 দিনের ছুটি মঞ্জুর করার আবেদন পেশ করছি।


    বিনীত নিবেদক

    মোঃ আব্দুল খালেক

    পদবিঃ ম্যানেজার

    আই বক্স কমিউনিকেশন রাজশাহী

    বোয়ালিয়া, রাজশাহী


    পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

    বরাবর

    প্রতিষ্ঠানের না...............।

    ঠিকান...............।

    বিষয়ঃ পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন

    জনাব,

    বিনীত নিবেদন এই যে আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রতিষ্ঠান ........ পদের নাম....... পদে নিয়মিত কর্মরত আছি। আগামী ........ তারিখ.... তারিখে আমার পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং আমি এই উপলক্ষে............ তারিখ হতে ............তারিখ পর্যন্ত মোট......... দিন পর্যন্ত ছুটি একান্ত প্রয়োজন। পরবর্তী জীবনে আমার পদন্নতির ক্ষেত্রে এই পরীক্ষাটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


    অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে মোট .... ছুটির মোট দিন ......দিনের ছুটি মঞ্জুর করার আবেদন পেশ করছি।


    বিনীত নিবেদক

    আবেদনকারীর নাম.........

    পদবিঃ ..................

    প্রতিষ্ঠানের নাম............

    ঠিকানা............


    কিভাবে লিখবেন পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন

    দরখাস্ত কিভাবে লিখতে হয় এবং কোথা থেকে শুরু করতে হয় তা আমরা উপরেই  ভালোমতো দেখা দিয়েছি। তার পরেও সংক্ষিপ্ত আকারে আমরা বিস্তারিতভাবে এখানে তুলে ধরছি যেখান থেকে আপনারা দেখে দেখে সুন্দর মত কাগজে লিখতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক।


    প্রথমত তারিখ দিয়ে শুরু করতে হবে তারপরে আপনি কত দিনের ছুটি নিবেন এবং সেই দিনের তারিখ এবং কত দিন পর্যন্ত ছুটি কাটাতে চান দিনের হিসাব করে সেখানে উল্লেখ করতে হবে এবং আপনার অফিসের স্থান বাসার নাম এবং বাসার ঠিকানা দিয়ে বিস্তারিতভাবে উল্লেখ করবেন।


    আরো পড়ুন: আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    আপনি যেই বিষয়টা নিয়ে কাটাতে যাচ্ছেন সে বিষয়টি সুন্দরমতো উপস্থাপনা করবেন এবং বিস্তারিতভাবে এখানে লিখে দিবেন আপনার সমস্যাগুলো যাতে সুন্দর ভাবে লিখতে পারেন সেই বিষয়টি মাথায় রেখেই আবেদন করার জন্য পত্র লিখবেন।


    এ ফোর সাইজের একটি পেজ নিবেন তার মধ্যে কোন ধরনের মার্জিন বা রোলার এর কালি ব্যবহার করবেন না। কেননা দরখাস্ততে কোন ধরনের মার্জিন ব্যবহার হয় না এক্ষেত্রে যদি আপনি মার্জিন ব্যবহার করেন তাহলে দর্শক গ্রহণযোগ্যতা পাবে না। এটি একটি আনপ্রফেশনাল কাজ হয়ে যাবে তখন।


    দস্তানা হয় এবং খেয়াল রাখতে হবে আপনি যাতে বামপাশে সমানভাবে লেখাগুলো শুরু করেছেন এই বিষয়টি ভালোমতো নজর রাখবেন প্রয়োজনে আপনি হালকা স্কেল করে সমান করে সোজা করে প্রত্যেকটি লেখা সুন্দর উপস্থাপনা করবেন।


    এমনভাবে দরখাস্ত বিষয়গুলো উপস্থাপনা করবেন যাতে পাঠক মনে করে আপনার দরখাস্ত মঞ্জুর করা একেবারেই জরুরী এবং বাঞ্ছনীয়। একটি দরখাস্ত উপর নির্ভর করে আপনার ছুটি মঞ্জুর হবে কিনা তাই এই বিষয়টি অবশ্যই সুন্দরভাবে দরখাস্ত ভাষাগুলো যাতে বুঝতে পারে পাঠক সেই বিষয়টি খেয়াল রেখে তারপরে দরখাস্ত লেখার চিন্তাভাবনা করবেন।


    আরো পড়ুন: Vodi App দিয়ে টাকা আয় | মোবাইল দিয়ে টাকা ইনকাম


    পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন নিয়ে বিস্তারিত

    আপনি যেহেতু পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন পত্র লিখতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি কি পরীক্ষা দিতে যাচ্ছেন এবং কতদিন পর্যন্ত আপনার সময় লাগবে এ বিষয়টি ভালোমতো দ দরখাস্ত তুলে ধরবেন যাতে করে আপনার ছুটি দিতে মার্জি হয়। এই ছিল আজকে আমাদের পরীক্ষার জন্য অফিসে ছুটির আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে বিস্তারিত তথ্য।


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন