কাতার ভিসা চেক করার পদ্ধতি | পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

    কাতার ভিসা চেক করার পদ্ধতি  পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক


    বাংলাদেশিদের জন্য কাতারের বিভিন্ন রকম কাজের সুযোগ সুবিধা তৈরি হয়ে থাকে তাই বাংলাদেশ থেকে প্রায় লাখ লাখ মানুষ প্রতিনিয়ত কাতারে পাড়ি জমাচ্ছে শ্রমিক ভিসা নিয়ে তাছাড়া বিভিন্ন বিষয় নিয়ে সেখানে পাড়ি জমাচ্ছে। যেরকম ফ্যামিলি ভিসা, টুরিস্ট ভিসা, কাজের ভিসা, বিজনেস ফিচার সহ নানা রকমের ভিসা নিয়ে কাতারে পাড়ি জমাচ্ছে তাই অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন কাতারের ভিসা চেক করার পদ্ধতি সম্পর্কে তাই আজকে আমরা এই কনটেন্টে মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তুলে ধরব এবং কাতারের ভিসা চেক করার লিংক এই কনটেন্ট এর মাধ্যমে দিয়ে দিব নিচের দিকে গেলে ভিসা চেক করার লিংক পেয়ে যাবেন


    কাতারের ভিসা কেন চেক করবেন

    যেকোনো ভিসা চেক করা উচিত কেননা সাধারনত বাংলাদেশের মানুষজন দালালের মাধ্যমে ভিসা গ্রহণ করে থাকে তাই দালালরা বিভিন্ন সময় ভুলভাল ভিসা দিয়ে থাকে যেমন স্টুডেন্ট ভিসা অথবা টুরিস্ট ভিসা দিয়ে কাজের ভিসার টাকা নিয়ে নেয় তাই অবশ্যই অনলাইনের মাধ্যমে বিষয়টি চেক করে দেখে নিতে পারবেন আপনাকে কি ভিসা দিয়েছে। এবং কত দিন মেয়াদের ভিসা দিয়েছে এবং এই বিষয়ে গেলে আপনি কত বেতন পাবেন এবং কোন কোম্পানিতে কাজ করবেন সে বিষয়টিও উল্লেখ থাকবে তাই অবশ্যই বিদেশ যাওয়ার আগে অনলাইনের মাধ্যমে ভিসা চেক করে নিবেন সেটা যেকোন বিষয় হোক না কেন


    আপনি যদি ভিসা ছেক না করে যান তাহলে দেখা যাচ্ছে কিছুদিন পরে আপনাকে দেশে ফেরত আসা লাগতে পারে কারণ দালাল আপনাকে হয়তো বা স্টুডেন্ট ভিসা বা শ্রমিক ভিসা বদলে আপনাকে টুরিস্ট ভিসা ধরিয়ে দিয়েছে হাতে তাই সেটা নিয়ে আপনি কাতারে পাড়ি জমিয়েছেন সেখানে যাওয়ার পরে কিছুদিন বাদেই আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে কাতার কর্তৃপক্ষ। বাংলাদেশের কাহিনী মাঝে মাঝে শোনা যায় অথবা বিভিন্ন পত্র-পত্রিকায় দেখা যায় যে বিভিন্ন দালালের খপ্পরে পড়ে তারা স্টুডেন্ট ভিসা অথবা টুরিস্ট ভিসা হাতে ধরিয়ে দেয় কিন্তু টাকাটা নেয় ওয়ার্ক পারমিট ভিসার কথা বলে তাই এ বিষয়ে অবশ্যই সজাগ থাকবেন


    কাতার ভিসা চেক করার পদ্ধতি

    কাতারের ভিসা চেক করার প্রচেষ্টা কিভাবে সহজ একটি ব্যাপার। যে কেউ চাইলে খুব সহজেই কাতারের ভিসা চেক করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে যেকোনো স্থান থেকে কাতারের ভিসা চেক করতে পারবেন। এই টুকিটাকি কাজের জন্য ঘরে বসেই মোবাইল দিয়ে খুব সহজেই অনায়াসেই চেক করে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক পর্যায়ক্রমে কাতারের ভিসা কিভাবে চেক করবেন এই পদ্ধতি

    প্রথম স্টেপ: প্রথমে আপনার মোবাইল ফোন থেকে গুগল এ প্রবেশ করতে হবে এবং গুগলের সার্চ বারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে qatar visa check online এটা লিখে সার্চ করবেন তারপরে নিচের দেওয়া ছবির মত একটি ছবি পাবেন সেই প্রথম লিঙ্কে প্রবেশ করুন




    দ্বিতীয় স্টেপ: উপরের লিঙ্কে প্রবেশ করার পরে আপনার ভিসা নাম্বার চাবে এবং সেই ঘরে আপনার ভিসা নাম্বারটি বসাতে হবে। যদি আপনার ভিসা নাম্বার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন। যদি পিছে নাম্বার না থাকে তাহলে আপনার পাসপোর্ট নাম্বার সে ঘরে বসাতে হবে। পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিন


    দ্বিতীয় স্টেপ: উপরের লিঙ্কে প্রবেশ করার পরে তাদের ওয়েবসাইটে ঢুকলেই আপনি ন্যাশনালিটি একটি অপশন পাবেন সেখান থেকে বাংলাদেশী অপশন বসিয়ে দিন। সবকিছু সঠিকভাবে পূরণ করার পরে এবং শেষে একটা ক্যাপচা ভেরিফিকেশনে আসবে সেটি ভালোমতো সাবমিট করে ক্লিক করুন। 


    চতুর্থ স্টেপ: যদি আপনি উপযুক্ত কার্যক্রম সঠিকভাবে পূরণ করে থাকতেন তাহলে ডাউনলোড করে নিতে পারবেন আর যদি বিষয়টা অপশন না আসে রিকোয়েস্ট ভীষণ দেখায় তবে আপনাকে বুঝে নিতে হবে আপনার ভিসা এখনো হয়নি এ বিষয়টি একদম ক্লিয়ার


    কাতারের ভিসা কবে থেকে খুলবে | কাতারে প্রবাসীদের বেতন কত ?


    কাতার ভিসা চেক করব কিভাবে

    কাতারের যেকোনো ভিসা চেক করার জন্য আপনি নিচের দেওয়া লিংক থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন এখানে ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা সহ কাতার টুরিস্ট ভিসা সকল বিষয় এখান থেকে চেক করতে পারবেন। এবং আপনার ভিসার কত দিন মেয়াদ এবং কি কি করতে পারবেন এই ভিসা দিয়ে তার সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন নিচের দেওয়া লিংক থেকে খুব সহজে ভিসা চেক করে নিতে পারবেন। ভিসা চেক লিংক


    পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

    আপনার যদি ভিসা না থাকে তাহলে আপনি পাসপোর্ট নাম্বার দিও আপনার ভিসা চেক করতে পারবেন। দেখা যাচ্ছে অনেক সময় আপনার ভিসা কাছে থাকেনা অথবা ভিসা এখনো হাতে পাননি কিন্তু আপনার পাসপোর্ট আছে তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন কাতারের ভিসা। চেক করতে হলে উপরের দেওয়া লিঙ্ক থেকে সহজেই আপনি চেক করে নিতে পারবেন সেখানে গিয়ে ন্যাশনালিটি সিলেক্ট করার পরে আপনার পাসপোর্ট নাম্বারটি সেখানে বসিয়ে দিবেন পাসপোর্ট নাম্বারটি বসে দেওয়ার পরে আপনার ডাউনলোড বাটন চলে আসবে যদি ডাউনলোড বাটন না আসে তাহলে ধরে নিবেন আপনার ভিসা এখনো রেডি হয়নি


    দুবাই কাজের ভিসা ২০২২ | দুবাই ভিসা ২০২২ আজকের খবর


    কাতার ভিসা চেক অনলাইন

    খুব সহজে কাতারের ভিসা অনলাইনে চেক করা যায়। একটু করে ভিসার সমস্ত তথ্য সেখানে চলে আসে এবং সেখান থেকে আপনি সবকিছু দেখে নিতে পারবেন আপনি কোন ভিসায় যাচ্ছেন এবং কত দিন মেয়াদে যাচ্ছেন এবং কত টাকা বেতনের পড়ে যাচ্ছেন তার সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে এবং কোন কোম্পানিতে কত দিন পর্যন্ত কাজ করতে পারবেন সেই বিষয়টি উল্লেখ থাকবে। আর এই বিষয়টি দেখার জন্য কাতারের ভিসা অনলাইন থেকে খুব সহজে চেক করতে পারবেন চেক করার লিংক আমরা নিচে দিয়ে দিব সেখান থেকে দেখে নিবেন


    কাতারের ভিসা চেক করার লিংক

    কাতারের ভিসা চেক করতে হলে অবশ্যই আপনার একটি মোবাইল ডিভাইস অথবা ইন্টারনেট এবং কম্পিউটার থাকা লাগবে তাহলে আপনি খুব সহজেই যেকোনো স্থান থেকে কাতারের ভিসা চেক করতে পারবেন আর এই কাতারের ভিসা চেক করলে আপনি সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেনকাতারের ভিসা চেক করার লিংক 


    কাতার ভিসা চেক করার নিয়ম

    কাতারের ভিসা চেক করতে হলে প্রথমে আপনাকে আমাদের দেওয়া ওয়েবসাইটের লিংকে প্রবেশ করতে হবে এবং এই লিঙ্কে প্রবেশ করার পরেই সেখানে ভিসা চেক নামের একটি অপশন পাবেন সেখান থেকে ঢুকে আপনার জিসান নাম্বারটি বসিয়ে দিবেন এবং পরবর্তীতে ন্যাশনালিটি মানে আপনি কোন দেশ থেকে ভিসা চেক করছেন সেই দেশের অপশনটি সিলেক্ট করবেন বাংলা বাংলাদেশ অন্য দেশ অন্যান্য দেশ সিলেক্ট করবেন। সিলেট করার পরেই আপনার ভাষাটি চলে আসবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করলে সমস্ত তথ্য সেখানে পেয়ে যাবেন। আর যদি download-button না আসে তাহলে এখন পর্যন্ত আপনার ভিসা টি তৈরি হয়নি


    কানাডা জব ভিসা 2022  | কানাডা ওয়ার্ক পারমিট ভিসা


    কাতার ফ্যামিলি ভিসা চেক

    কাতার ফ্যামিলি ভিসা চেক করতে হলে আপনাকে নিচের দেওয়া লিংক থেকে প্রবেশ করে চেক করে নিতে হবে। আরে ফ্যামিলি ভিসা চেক করতে হলে অবশ্যই আপনার ইন্টারনেট যুক্ত মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে ঢুকতে হবে গুগলের মেন ওয়েবসাইটে সেখানে ঢুকে লিখতে হবে qatar family visa check প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনার ভিসার নাম্বার টি বসাই দিতে হবে। নাম্বারটি বসানোর পরে download-button চলে আসবে সেখান থেকে ডাউনলোড করে আপনার ভিসার যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন এই ছিল ফ্যামিলি ভিসা চেক করার নিয়ম


    কাতার ফ্যামিলি ভিসা চেক করার লিংক

    কাতার ফ্যামিলি ভিসা চেক করতে হলে আপনাকে গুগল থেকে সরাসরি কাতার ফ্যামিলি ভিসা লিখে সার্চ করতে হবে সার্চ করার পরেই নিচের দেওয়া একটি লিংক পাবেন সেই লিঙ্ক থেকে সহজেই আপনার ভিসা অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন রিসেন্টলি আপনার ভিসা রেডি হয়েছে কিনা সে বিষয়ে দেখতে পারবেন। এবং কতজন ফ্যামিলির কতজন মেম্বার এবং কবে নাগাদ ভিসা হাতে পাবেন সে বিষয়টিও সেখানে দেখিয়ে দিবে এবং কতদিনের জন্য ফ্যামিলি ভিসা নিয়েছেন সে বিষয়টিও নিশ্চিত করে দেবে। কাতার ফ্যামিলি ভিসা চেক করার লিংক


    কাতার টুরিস্ট ভিসা চেক করার লিংক

    কাতারের টুরিস্ট ভিসা চেক করতে হলে আপনাকে গুগলের ওয়েবসাইটে যাতে হবে এবং সেখানে গিয়ে লিখতে হবে qatar tourist visa status check online প্রথম একটি ওয়েবসাইট আসবে সেখানে গেলেই আপনার ভিসা নাম্বারটি প্রবেশ করাতে বলবে এবং সেখানে ভিসা নাম্বারটি বসানোর পর এই আপনার টুরিস্ট ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য চলে আসবে। এবং সেখানে ডাউনলোড বাটন আসবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন যদি ডাউনলোড ভিসা না আসে তারমানে এখনো আপনার টুরিস্ট ভিসা হয়নি বা কোন একটি সমস্যার কারণে আটকে আছে সেটা বুঝে নিতে হবে যদি ডাউনলোড বাটন না আসে। কাতার টুরিস্ট ভিসা চেক করার লিংক


    কাতার ওয়ার্ক ভিসা চেক করার লিংক

    অনেক সময় দালালের খপ্পরে পড়ে স্টুডেন্ট ভিসা অথবা টুরিস্ট ভিসা হাতে ধরিয়ে দেয় সেই বিষয়টি খেয়াল রাখবেন আর অবশ্যই অনলাইন থেকে কাতার ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসা চেক করে নিবেন খুব সহজেই আপনি অনলাইন থেকে চেক করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে তবে অবশ্যই আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকা লাগবে যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনি গুগোল ঢুকতে হবে। গুগোল এ ঢোকার পর এই প্রথম দিনটি আসবে সেই লিঙ্কে প্রবেশ করার পরে আপনার ভিসা নাম্বারটি বসিয়ে দিবেন। যদি আপনার ভিসা নাম্বার না থাকে তাহলে আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিলেই আপনার ভিসার যাবতীয় তথ্য চলে আসবে। সেখান থেকে ডাউনলোড করে আপনার সমস্ত ভিসা তথ্য জেনে নিতে পারবেন আপনি কত দিন মেয়াদের জন্য কাজে যাচ্ছেন এবং কত টাকা বেতনে কাজে যাচ্ছেন এবং কোন কোম্পানিতে কাজে নিয়োগ হয়েছেন সেই বিষয়টিও সেখানে উল্লেখ থাকবে। কাতারের ভিসা চেক করার লিংক


    কাতার ভিসা হাতে পাওয়ার পর কি করবেন

    কাতারের আপনি যেকোন বিষয় হাতে পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বিষয়টি চেক করে নিবেন আপনাকে কি ভিসা দেওয়া হল। যদি চেক করে ফেলেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনাকে কোন ভিসা দেওয়া হয়েছে। কেননা দালালরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কোম্পানি দেখা যাচ্ছে ভুলভাল ভিসা আপনাকে দিয়ে দিতে পারে যেমন স্টুডেন্ট ভিসার টুরিস্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসা বলে টুরিস্ট ভিসা হাতে ধরিয়ে দিতে পারে। কিন্তু সেই হিসেবে আপনার কাছ থেকে কিন্তু ওয়ার্ক ভিসার কথা বলেই টাকা নিয়েছে কিন্তু সে দিচ্ছে আপনাকে স্টুডেন্ট ভিসা অথবা টুরিস্ট ভিসা। এজন্য করতে পারেন আপনি একটি মহা বিপদে তাই ভিসা হাতে পাওয়ার পরে অবশ্যই বিবিসি অনলাইনের মাধ্যমে চেক করে নেবেন আমরা উপরে অনলাইনে ভিসা কিভাবে চেক করবেন সেই বিষয়টি সম্পূর্ণ তুলে ধরেছি


    বাংলাদেশ থেকে কুয়েত ভিসা 2022 বিস্তারিত |  কুয়েতের বেতন কত ?


    সাবধানতা:

    আপনি যান না কেন সেই দেশের ভিসা অনলাইনের মাধ্যমে খুব সহজেই চেক করা যায় তাই ভিসা হাতে পাওয়ার পরেই অবশ্যই বিষয়টি চেক করে নিবেন। কারণ দালালদেরকে একেবারে বিশ্বাস করা যাবেনা। আপনি যদি অনলাইনের মাধ্যমে ভিসা চেক করতে না পারেন কোন জানা মানুষের কাছে গিয়ে চেক করে নিতে পারেন অথবা আপনার যদি প্রবাসী কেউ থাকে তাদের মাধ্যমে খুব সহজে চেক করে নিবেন তবে অবশ্যই দালালের কোন পরিচিত লোকের মাধ্যমে ভিসা চেক করে নিবেন না। কারণ দালালরা তাদের কেউ হাত করে রাখে দেখা যাচ্ছে আপনি যার মাধ্যমে ভিসা চেক করবেন তাকেও কিছু টাকার মাধ্যমে হায়ার করে নিতে পারে এবং আপনাকে ভুলভাল তথ্য দিয়ে হয়েছে আপনার হাতে ধরিয়ে দিতে পারে তাই অবশ্যই এই বিষয়গুলোতে নজর রাখবেন। তা না হলে আপনি ভিসার কারণে অনেক টাকা হারিয়ে ফেলতে পারেন এমনকি বিদেশে গিয়ে আপনি ফিরে আসতে পারেন তাই অবশ্যই ভিসা চেক করে আপনি সঠিক পন্থা এবং সঠিক মাধ্যমে যাতে বিদেশে যেতে পারেন সে জন্যই আমাদের আজকের ছিল এই আলোচনা


    বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় | ইতালিতে বেতন কত?


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন