ফোন কেনার আগে যা জানা দরকার (ভালো মানের মোবাইল )

    একটি ফোন আমরা কিছুদিন ব্যবহার করব ভেবেই কিনে কিন্তু কিছুদিন পর নষ্ট হয়ে যাবে এমন ফোন আমরা আসলেই কেউ চাই না। তার জন্য ফোন কেনার আগে আমাদের ফোন সম্পর্কে জেনে বুঝে তার পরে একটি ফোন কেনা উচিত। স্মার্ট ফোন সম্পর্কে যদি বলতে চাই তাহলে সর্বপ্রথম বলা যায় দাম। কেননা দামের উপর নির্ভর করে ফোনের অনেক বেশি পরিবর্তন হয়




    আমরা ফোন কিনতে গেলে অবশ্যই ফোন সম্পর্কে ভালোভাবে জেনে যাব কেননা এতগুলো টাকা দিয়ে একটি জিনিস কিনব অথচ সেই জিনিসটা যদি ভালোভাবে ব্যবহার না করতে পারি তাহলে সেটা কিনে আমার কি লাভ তার জন্য ফোন কেনার আগে অবশ্যই আমাদের জানা বুঝা দরকার সর্বপ্রথম যেটা বলতে চাই ফোনের প্রসেসর সম্পর্কে জানা। কেননা প্রসেসর যত ভালো হবে ফোনটা তোলো শক্তিশালী হবে


    ডিসপ্লে

    একেক জন একেক রকম ডিসপ্লে পছন্দ করে। কারো 5 ইঞ্চি, কারো 6 ইঞ্চি ,কারো 7 ইঞ্চির কাছাকাছি ,ডিসপ্লে যার যেমন পছন্দ সেটাই নিতে পারেন। ডিসপ্লে রেজুলেশন এর উপর নির্ভর করে সেটা কেমন পারফরম্যান্স দিবে। ডিসপ্লে রেজুলেশন বেশি হলে ডিসপ্লে তে যেকোনো জিনিস দেখতে অনেক সুন্দর লাগে। রেজুলেশন যদি কম হয় তাহলে অতটা ভাল লাগেনা। তাই, যে ডিসপ্লে গুলোতে রেজুলেশন বেশি দেওয়া আছে সেগুলো নেওয়া উচিত


    অবশ্যই ফোনের ডিসপ্লে কোয়ালিটি ভালো দেখে আপনাকে ফোন কিনতে হবে তা না হলে আপনি আপনার ফোন ব্যবহার করে শান্তি পাবেন না। অনেক সময় ডিসপ্লে কোয়ালিটি খারাপ হওয়ার কারণে কিন্তু খোঁজ নিয়ে রেজুলেশন ঠিকঠাক মতো প্রোভাইড করতে পারেনা আবার পিকচার কোয়ালিটি একেবারে নিম্নমানের হয়ে থাকে তাই অবশ্যই ফোনের ডিসপ্লে কোয়ালিটি টা ভালো মতো চেক করে তারপরে ফোন নেওয়ার সিদ্ধান্ত নিবেন


    ক্যামেরা

    ক্যামেরা ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের জীবনেও ক্যামেরার অনেক বেশি কাজ থাকে। তার জন্য ক্যামেরাটা ও আমাদের দেখে নেওয়া উচিত। তার লেন্স কেমন এটা জানা অতি জরুরী লেন্সের এবং রেজুলেশন উপর নির্ভর করে ক্যামেরা ভাল না খারাপ বোঝা যায়। বর্তমান সময়ে অধিক পরিমাণ মানুষ ছবি তুলে থাকে যেকোনো সময় হুটহাট ছবি তোলার কারণে কিন্তু ভালো একটি ক্যামেরা ফোন থাকা প্রয়োজন


    তাই আপনি যদি ক্যামেরা কোয়ালিটি ফোন ভালো না নেন তাহলে পরবর্তীতে আপনাকে কিন্তু এ বিষয়টি ভাবাবে তাই অবশ্যই ফোন কিনার আগে ক্যামেরা কোয়ালিটি ভালো এমন ফোন কিনবেন তা না ছবির কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি একেবারেই ভালো হবে না


    ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার 10 টি উপায় 


    যারা ভিডিও কাজের জন্য ফোন কিনবেন তারা অবশ্যই উন্নতমানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনগুলো কেনার চেষ্টা করবেন যেমন স্যামসাং ,সনি, ভিভো সহ আরো অন্যান্য অত্যাধুনিক উন্নত মানের ক্যামেরা ফোন রয়েছে সেগুলো অনলাইন থেকে রিভিউ দেখে তারপরে কেনার সিদ্ধান্ত নিবেন


    র‍্যাম

    র‍্যাম যত বেশি হবে ততই ভালো। মোবাইল বলেন কম্পিউটার বলেন যাই বলেন না কেন র‍্যাম বেশি হলে সেটা ব্যবহার করতেও মজা লাগে। কেননা র‍্যাম শক্তি বৃদ্ধি করে তার জন্য বেশি র‍্যামর ফোন নেওয়া উচিত। যারা উন্নত মানের গেম গুলো খেলে থাকেন অথবা হাই কোয়ালিটি গেম খেলে থাকেন তারা অবশ্যই র‍্যাম বেশি এই ফোনগুলো নিবেন। তা না হলে কিন্তু গেমপ্লে করে ভালোমতো খেলতে পারবেন না তাই অবশ্যই এ বিষয়গুলো দেখবেন


    অথবা যারা নেট ব্রাউজিং বেশি করে থাকেন তারা অবশ্যই বেশি রেমওয়ালা ফোনগুলো নিতে হবে তা না হলে পরবর্তীতে আপনাদের নেটে রেফারিং সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাই অবশ্যই সে ফোন গুলো নিতে হবে । রেম কম হওয়ার কারণে কিন্তু ফোনের অ্যাপস গুলো ঠিকঠাক মতো ইন্সটল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন না এবং ফোন অধিক পরিমাণ স্লো কাজ করবে তাই অবশ্যই অধিক পরিমাণ ram আছে চেষ্টা করবেন


    ফোনের স্টোরেজ

    ফোনের স্টোরেজ অনেক বেশি প্রয়োজন আমাদের এখন, কেননা আমাদের ফোনে যত জিনিস রাখব তত বেশি স্টোরেজ এর প্রয়োজন। ফোনের স্টোরেজ  যেমন, 16 জিবি 32 জিবি 64 জিবি 128gb 256gb ইত্যাদি। ফোনের স্টোরেজ বেশি হলে বেশি বেশি আমরা ফোনে ছবি, ভিডিও, গান ইত্যাদি রাখতে পারব তার জন্য ফোনের স্টোরেজ বেশি হওয়া উচিত


    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    বর্তমান সময়ে মানুষ অধিক পরিমাণ মোবাইল ফোনে অ্যাপস ব্যবহার করে থাকে তাই অবশ্যই ফোনের স্টোরেজ এবং ফোনের রেম রুম গুলো বেশি আছে এমন ফোন নিতে হবে কেননা বর্তমান সময় অধিক পরিমাণ ভিডিও ডাউনলোড এবং নেট ব্রাউজিং করার কারণে ফোনের স্টোরেজ কমে যায়। এবং যারা অধিক পরিমাণ পিকচার উঠায় তাদের ক্ষেত্রে অবশ্যই ফোনের ক্যামেরা কোয়ালিটি এবং ফোনের স্টোরেজ অধিক ভালো হওয়া লাগবে তা না হলে কিন্তু আপনার হাতের ফোনটি ব্যবহার করে আপনি মজা পাবেন না


    প্রসেসর

    প্রসেসর ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ,প্রসেসর যত ভাল হবে ফোন তত বেশি ভালো হবে |এখন সর্বোচ্চ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8৮৮ ,মিডিয়াটেক হেলিও মধ্যে সবচেয়ে বেশি প্রসেসর হচ্ছে G88 সব সময়ই ফোন কেনার আগে প্রসেসর টা দেখে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। যাদের ফোনে অধিক পরিমাণ কাজ থাকে তারা অবশ্যই প্রসেসরের বিষয়টা গুরুত্বসহকারে দেখবেন


    একটা ফোনের কতটা শক্তিশালী পারফরমেন্স দিবে সেটা নির্ভর করে প্রসেসর। এবং আপনি কত উন্নত মানের এবং হাই কোয়ালিটি অ্যাপস ব্যবহার করছেন সেই বিষয়টিও নির্ভর করবে প্রসেসরের উপর তাই অবশ্যই লেটেস্ট ভার্সনের প্রসেসরগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং যে প্রসেসরটি নিবেন সেটির ওভারভিউ সম্পর্কে ইউটিউব অথবা অন্যান্য বিষয়গুলোতে ভালোমতো টিউটোরিয়াল দেখে তারপরে ওই ফোনগুলো নেওয়ার চিন্তাভাবনা করবেন


     ফ্রিল্যান্সিং এ কোন কাজের চাহিদা বেশি? দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু টিপস


    প্যানেল টাইপ

    প্যানেলের টাইপ কয়েক রকম আছে তার মধ্যে কয়েকটি হলো : এমোলেড, সুপার এমোলেড, এইচডি, এইচডি প্লাস ইত্যাদি। তবে এই ক্ষেত্রে অবশ্যই এই ডিসপ্লের সিস্টেম গুলা দেখে নিবেন বর্তমানে উন্নতমানের ফোনগুলোতে এগুলো ব্যবহার করা হয়ে থাকে তবে আপনার বাজেটের মধ্যে যদি এই সমস্ত ডিসপ্লে পেয়ে যান তাহলে নির্দ্বিধায় এই ফোনগুলো নিতে পারেন


    এক্ষেত্রে ফোনের ডিসপ্লে এবং ভিডিও কোয়ালিটি সহ অন্যান্য বিষয়গুলো খুবই ইসমত ভাবে প্লে করা যায় তাই অবশ্যই ফোনের প্যানেল টাইপ যাচাই-বাছাই করে ভালো মানের প্যানেল টাইপ নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনি অল্প বাজেটের মধ্যেও পারবেন এবং বেশি দামের মধ্যেও এই প্যানেলের ডিসপ্লেগুলো নিতে পারবেন


    ব্যাটারি

    ব্যাটারি সম্পর্কে আমাদের সবারই কমবেশি জানা আছে ব্যাটারি একটু শক্তিশালী নেওয়াই ভালো যেগুলোতে চার্জ বেশি যায়। কম চার্জ যায় এমন ব্যাটারি কেউই চায় না তার জন্য ব্যাটারির এম্পিয়ার দেখে নেওয়া উচিত এবং চার্জ হতে কতটুকু সময় লাগছে কতটুক ব্যাকআপ দিবে এগুলো দেখে নিতে হবে। কারণ বর্তমান সময়ে মানুষ ফোনে আসক্ত বেশি হওয়ার কারণে চার্জার বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হয়


    আবার যারা গেমিং এর জন্য ভালো ফোন নিতে চাচ্ছেন তারা অবশ্যই ব্যাটারি পারফরমেন্সটি ভালোমতো চেক করে নিবেন তা না হলে পরবর্তীতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। যারা অধিক পরিমাণ গেম প্লে করে থাকেন তাদের উদ্দেশ্যে অবশ্যই ব্যাটারি পারফরম্যান্স ৫০০০ এম্পিয়ারের বেশি হওয়া লাগবে তাহলে কিন্তু ফোনটা মোটামুটি একটু ভালো পর্যায়ে চালানোর মতো উপযোগী হবে


    Vodi App দিয়ে টাকা আয় | মোবাইল দিয়ে টাকা ইনকাম


    অপারেটিং সিস্টেম

    অপারেটিং সিস্টেম টি ফোনের একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। ফোন কেনার আগে অবশ্যই দেখে নেবেন অপারেটিং সিস্টেম টি লেটেস্ট ভার্সন কিনা| কারণ প্রত্যেকটা ফোনের জন্যই অপারেটিং সিস্টেম একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তাই অবশ্যই ফোন কেনার আগে লেটেস্ট ভার্সনের অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনার ফোন ব্যবহার সহজ হয়ে যাবে


    বর্তমান বাজারে প্রত্যেক বছর নতুন নতুন ভার্সনের অপারেটিং সিস্টেমের ফোন বের হয় তাই অবশ্যই লেটেস্ট ভার্সনের ফোনগুলো অথবা ২/১ বছরের ওল্ড ভার্সনের অপারেটিং সিস্টেমগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ফোনের নতুন যে সমস্ত অ্যাপসগুলোর ব্যবহার করা হয় সেই এপ্সগুলার পারফরমেন্সের উপর ভিত্তি করেই অপারেটিং সিস্টেমগুলো তৈরি করা হয়ে থাকে



    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন